অনলাইন ডেস্ক
বিপিএলের মাঝে হঠাৎ আলোচনার কেন্দ্রে জাতীয় দল। বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দলে কি তামিম ইকবাল ও সাকিব আল হাসান থাকছেন—এই প্রশ্নের উত্তর জানতে কাল ক্রিকেটপ্রেমীদের কৌতূহলী দৃষ্টি নিবদ্ধ থাকল হোটেল গ্র্যান্ড সিলেটে। তামিমের দল ফরচুন বরিশালের টিম হোটেলও গ্র্যান্ড সিলেট। সিলেট-পর্বের বিপিএলের ডামাডোলে বিসিবির নির্বাচকেরা বসেছিলেন তামিমের সঙ্গে। জাতীয় দলে ফেরাতে অভিজ্ঞ ওপেনারের সঙ্গে বসে তাঁরা কি পেলেন প্রত্যাশিত উত্তর?
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আর তামিমের বৈঠকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত আসেনি। তামিম কিছু সময় চেয়েছেন। তাঁদের আলোচনা এখনো ‘অসম্পূর্ণ’ই থেকে গেছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লিপু বলেন, ‘তামিমের সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু সিদ্ধান্ত নিতে আরও সময় লাগবে। তামিম নিজেও কিছুটা সময় চেয়েছেন। এটি বড় একটি সিদ্ধান্ত এবং এত সহজে চূড়ান্ত করা যায় না। সাসপেন্স থাকুক, ধৈর্য ধরুন।’
জাতীয় দলে ফিরে আসা এবং চ্যাম্পিয়নস ট্রফি খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে তিন-চার দিন সময় দেওয়া হয়েছে তামিমকে। তিনি তাঁর পরিবারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। ২০২৩ সালের জুলাইয়ে চট্টগ্রামে আফগানিস্তান সিরিজের মাঝপথে হতাশা আর অভিমানে আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছিলেন তামিম। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে তিনি সেই সিদ্ধান্ত থেকে পরে সরে আসেন। এরপর আবার মাঠে ফেরার প্রস্তুতি নিতে শুরু করলেও তাঁর ফিটনেস এবং বোর্ডের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে নতুন করে জটিলতা তৈরি হয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলার কথা থাকলেও নানা ঘটনার ঘনঘটায় শেষ পর্যন্ত সেটা আর হয়নি। গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তামিম ক্রিকেট বোর্ডে পরিচালক হিসেবে যুক্ত হতে পারেন, এমন গুঞ্জনও শোনা গেছে। তবে সব ছাপিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তামিম আদৌ ফিরবেন কি না, তা এখনো অনিশ্চিত।
তামিমের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। সম্প্রতি বিসিবি বেশি আগ্রহ না দেখালে হয়তো আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে না ফেরার ঘোষণাটা আরেকবার দিয়ে দিতেন। আর কদিন আগে শহীদ আফ্রিদির সঙ্গে এক আলোচনায় তামিম স্পষ্টতই জানিয়েছেন, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান না।
বিসিবি চেষ্টা করেছে সাকিব আল হাসানকেও পেতে। সাকিবের ব্যাপারে কাল লিপু বলেন, ‘(ইংল্যান্ডে বোলিং অ্যাকশন) পরীক্ষায় ব্যর্থ হওয়া একটু দুঃখজনক ব্যাপার। আমরা (চেন্নাইয়ে দেওয়া পরীক্ষার) ফলের অপেক্ষায় আছি।’
কাল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) সূত্রে জানা গেছে, গত মাসে চেন্নাইয়ে যে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছিলেন, সেটিতেও উত্তীর্ণ হতে পারেননি সাকিব। তাতে তাঁর ফেরার দরজা যেন রুদ্ধই হয়ে গেল।
নির্বাচক প্যানেল সূত্রে জানা গেছে, চ্যাম্পিয়নস ট্রফির দল তৈরির কাজ প্রায় শেষ। চ্যাম্পিয়নস ট্রফির জন্য বিসিবি যে প্রাথমিক দল দেবে আইসিসিকে, তাতে সাকিব-তামিম দুজনেরই নাম থাকার সম্ভাবনা এ মুহূর্তে একেবারে ক্ষীণ। তামিম না এলে লিটন দাসের ‘সুখবর’—এ যাত্রায় তিনি টিকে যেতে পারেন জাতীয় দলে। লিটন এখন নিজেকে হারিয়ে খুঁজছেন। জাতীয় দলের ক্রিকেটারদের ফর্ম যেমনই থাকুক, বিসিবির প্রধান নির্বাচক জানিয়েছেন ১২ জানুয়ারির মধ্যে আইসিসিতে চ্যাম্পিয়নস ট্রফির দল জমা দিতে হবে। হাতে তাঁদের খুব একটা সময় নেই। তামিম যে সিদ্ধান্তই জানান, সেটি দিতে হবে ৩-৪ দিনের মধ্যেই। সাকিবের ব্যাপারেও দ্রুত সিদ্ধান্ত নিতে হবে নির্বাচকদের।
বিপিএলের মাঝে হঠাৎ আলোচনার কেন্দ্রে জাতীয় দল। বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দলে কি তামিম ইকবাল ও সাকিব আল হাসান থাকছেন—এই প্রশ্নের উত্তর জানতে কাল ক্রিকেটপ্রেমীদের কৌতূহলী দৃষ্টি নিবদ্ধ থাকল হোটেল গ্র্যান্ড সিলেটে। তামিমের দল ফরচুন বরিশালের টিম হোটেলও গ্র্যান্ড সিলেট। সিলেট-পর্বের বিপিএলের ডামাডোলে বিসিবির নির্বাচকেরা বসেছিলেন তামিমের সঙ্গে। জাতীয় দলে ফেরাতে অভিজ্ঞ ওপেনারের সঙ্গে বসে তাঁরা কি পেলেন প্রত্যাশিত উত্তর?
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আর তামিমের বৈঠকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত আসেনি। তামিম কিছু সময় চেয়েছেন। তাঁদের আলোচনা এখনো ‘অসম্পূর্ণ’ই থেকে গেছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লিপু বলেন, ‘তামিমের সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু সিদ্ধান্ত নিতে আরও সময় লাগবে। তামিম নিজেও কিছুটা সময় চেয়েছেন। এটি বড় একটি সিদ্ধান্ত এবং এত সহজে চূড়ান্ত করা যায় না। সাসপেন্স থাকুক, ধৈর্য ধরুন।’
জাতীয় দলে ফিরে আসা এবং চ্যাম্পিয়নস ট্রফি খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে তিন-চার দিন সময় দেওয়া হয়েছে তামিমকে। তিনি তাঁর পরিবারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। ২০২৩ সালের জুলাইয়ে চট্টগ্রামে আফগানিস্তান সিরিজের মাঝপথে হতাশা আর অভিমানে আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছিলেন তামিম। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে তিনি সেই সিদ্ধান্ত থেকে পরে সরে আসেন। এরপর আবার মাঠে ফেরার প্রস্তুতি নিতে শুরু করলেও তাঁর ফিটনেস এবং বোর্ডের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে নতুন করে জটিলতা তৈরি হয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলার কথা থাকলেও নানা ঘটনার ঘনঘটায় শেষ পর্যন্ত সেটা আর হয়নি। গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তামিম ক্রিকেট বোর্ডে পরিচালক হিসেবে যুক্ত হতে পারেন, এমন গুঞ্জনও শোনা গেছে। তবে সব ছাপিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তামিম আদৌ ফিরবেন কি না, তা এখনো অনিশ্চিত।
তামিমের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। সম্প্রতি বিসিবি বেশি আগ্রহ না দেখালে হয়তো আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে না ফেরার ঘোষণাটা আরেকবার দিয়ে দিতেন। আর কদিন আগে শহীদ আফ্রিদির সঙ্গে এক আলোচনায় তামিম স্পষ্টতই জানিয়েছেন, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান না।
বিসিবি চেষ্টা করেছে সাকিব আল হাসানকেও পেতে। সাকিবের ব্যাপারে কাল লিপু বলেন, ‘(ইংল্যান্ডে বোলিং অ্যাকশন) পরীক্ষায় ব্যর্থ হওয়া একটু দুঃখজনক ব্যাপার। আমরা (চেন্নাইয়ে দেওয়া পরীক্ষার) ফলের অপেক্ষায় আছি।’
কাল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) সূত্রে জানা গেছে, গত মাসে চেন্নাইয়ে যে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছিলেন, সেটিতেও উত্তীর্ণ হতে পারেননি সাকিব। তাতে তাঁর ফেরার দরজা যেন রুদ্ধই হয়ে গেল।
নির্বাচক প্যানেল সূত্রে জানা গেছে, চ্যাম্পিয়নস ট্রফির দল তৈরির কাজ প্রায় শেষ। চ্যাম্পিয়নস ট্রফির জন্য বিসিবি যে প্রাথমিক দল দেবে আইসিসিকে, তাতে সাকিব-তামিম দুজনেরই নাম থাকার সম্ভাবনা এ মুহূর্তে একেবারে ক্ষীণ। তামিম না এলে লিটন দাসের ‘সুখবর’—এ যাত্রায় তিনি টিকে যেতে পারেন জাতীয় দলে। লিটন এখন নিজেকে হারিয়ে খুঁজছেন। জাতীয় দলের ক্রিকেটারদের ফর্ম যেমনই থাকুক, বিসিবির প্রধান নির্বাচক জানিয়েছেন ১২ জানুয়ারির মধ্যে আইসিসিতে চ্যাম্পিয়নস ট্রফির দল জমা দিতে হবে। হাতে তাঁদের খুব একটা সময় নেই। তামিম যে সিদ্ধান্তই জানান, সেটি দিতে হবে ৩-৪ দিনের মধ্যেই। সাকিবের ব্যাপারেও দ্রুত সিদ্ধান্ত নিতে হবে নির্বাচকদের।
সকাল থেকেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। চারপাশে গুমোট আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, তেমনটিই দেখা যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের সকালে।
১ ঘণ্টা আগেআন্টনিও রুডিগারের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা গত কদিন ধরেই। ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে তেড়ে গিয়েছিলেন রুডিগার। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার এবার পেলেন কড়া শাস্তি।
১ ঘণ্টা আগেআর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
২ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১৪ ঘণ্টা আগে