নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করতে ঢাকায় এসে পৌঁছেছেন তামিম-সাকবিদের সাবেক গুরু জেমি সিডন্স। দুই বছরের জন্য এই দায়িত্ব নিতে বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে বাংলাদেশে পা রাখেন তিনি। এর আগে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন এই অস্ট্রেলিয়ান। পেশাগত দায়িত্ব পালনে দ্বিতীয়বারের মতো ঢাকায় পা রাখলেন সিডন্স।
বাংলাদেশের ক্রিকেটে সিডন্সের ভূমিকা প্রসঙ্গে মিরপুরে সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলছিলেন, ‘জেমি সিডন্সকে নেওয়া হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে।’ তিনি আরও বলেছেন, ‘আপনারা জানেন অ্যাশওয়েল প্রিন্স কিন্তু আমাদের জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। আমাদের এখন দুজন ব্যাটিং কোচ আছেন, বিশেষজ্ঞ ব্যাটিং কোচ। প্রিন্স আমাদের জাতীয় দলের কোচ হিসেবে আছেন এবং জেমি সিডন্স বোর্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন।’
২০০৭ থেকে ২০১১ বিশ্বকাপ পর্যন্ত সিডন্স বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। তাঁর কোচিংয়ে চার বছরে বড় দলের বিপক্ষে দেশে-বিদেশে বেশ কিছু ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে তামিম-সাকিবদের কিছু উল্লেখযোগ্য উন্নতিও হয়েছিল। তাঁর অধীনে বাংলাদেশ ১৯ টেস্টের মধ্যে ২টি, ওয়ানডেতে ৮৪ ম্যাচের ৩১টি জিতেছে। তবে টি-টোয়েন্টিতে ৮ ম্যাচের কোনোটিতে জিততে পারেনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করতে ঢাকায় এসে পৌঁছেছেন তামিম-সাকবিদের সাবেক গুরু জেমি সিডন্স। দুই বছরের জন্য এই দায়িত্ব নিতে বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে বাংলাদেশে পা রাখেন তিনি। এর আগে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন এই অস্ট্রেলিয়ান। পেশাগত দায়িত্ব পালনে দ্বিতীয়বারের মতো ঢাকায় পা রাখলেন সিডন্স।
বাংলাদেশের ক্রিকেটে সিডন্সের ভূমিকা প্রসঙ্গে মিরপুরে সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলছিলেন, ‘জেমি সিডন্সকে নেওয়া হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে।’ তিনি আরও বলেছেন, ‘আপনারা জানেন অ্যাশওয়েল প্রিন্স কিন্তু আমাদের জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। আমাদের এখন দুজন ব্যাটিং কোচ আছেন, বিশেষজ্ঞ ব্যাটিং কোচ। প্রিন্স আমাদের জাতীয় দলের কোচ হিসেবে আছেন এবং জেমি সিডন্স বোর্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন।’
২০০৭ থেকে ২০১১ বিশ্বকাপ পর্যন্ত সিডন্স বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। তাঁর কোচিংয়ে চার বছরে বড় দলের বিপক্ষে দেশে-বিদেশে বেশ কিছু ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে তামিম-সাকিবদের কিছু উল্লেখযোগ্য উন্নতিও হয়েছিল। তাঁর অধীনে বাংলাদেশ ১৯ টেস্টের মধ্যে ২টি, ওয়ানডেতে ৮৪ ম্যাচের ৩১টি জিতেছে। তবে টি-টোয়েন্টিতে ৮ ম্যাচের কোনোটিতে জিততে পারেনি।
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলেছে জাতীয় দল। ম্যাচটা ছিল নেহাতই ঝালিয়ে নেওয়ার। তবে ক্রিকেটাররা খেলেছেন যথেষ্ট সিরিয়াস মুডে।
৮ ঘণ্টা আগেফ্ল্যাশিং মিডোয় এবারই লাকোস্ত জ্যাকেটে প্রথম দেখা গেল নোভাক জোকোভিচকে। রাফায়েল নাদালের অনুকরণে হাতাকাটা পোশাক পরেছেন জ্যাক ড্র্যাপার। লাকোস্ত জ্যাকেট নিয়ে যতটা না সার্বিয়ান জোকোভিচ কিংবা হাতাকাটা পোশাক পরে ব্রিটিশ ড্র্যাপার আলোচিত, তার চেয়ে নিজের নতুন লুক নিয়ে অনেক বেশি আলোচিত কার্লোস আলকারাস।
১১ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। হাতে আছে ৬ মাস। প্রস্তুতি নিতে পরিকল্পনাও গুছিয়ে ফেলেছে বাফুফে। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান কাপের প্রস্তুতি। আজ বাফুফে ভবনে এমনটাই জানিয়েছেন নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১২ ঘণ্টা আগেএশিয়া কাপ খেলতে আজ ভারতে পা রেখেছে বাংলাদেশ হকি দল। কলকাতা থেকে রাতে টুর্নামেন্টের মূল ভেন্যু বিহারের রাজগীরে পৌঁছানোর কথা তাদের।
১৪ ঘণ্টা আগে