টি-টোয়েন্টি বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। এমন সময়ে যুক্তরাষ্ট্রের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে বসে আছে বাংলাদেশ। সাকিবের মতে, এখান থেকেই জেগে ওঠার সময় বাংলাদেশের।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো কোনো দ্বিপক্ষীয় সিরিজ। সেই সিরিজেই বাংলাদেশ এখন ধবলধোলাইয়ের সামনে। হিউস্টনে গত রাতে সমতায় ফেরার সুযোগ পেয়েও বাংলাদেশ হেরেছে ৬ রানে। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ১৯ নম্বর দলের কাছে হার নাজমুল হোসেন শান্ত-সাকিবদের জন্য তা বিশ্বকাপের আগে কঠিন এক সতর্কবার্তাই বটে। যেখানে বাংলাদেশ ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অবস্থান করছে ৯ নম্বরে। হিউস্টনে সিরিজ হারের পর গত রাতে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘ম্যাচ হারাটাই তো হতাশার। বিশ্বকাপ খেলতে এসেছি এখানে। এটা (যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার) জেগে ওঠার ডাক হতে পারে আমাদের জন্য। যেভাবে চেয়েছি, সেই পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি।’
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১৫৪ রানের লক্ষ্য দিয়েও হেরেছিল। হিউস্টনে ২১ মে শেষ চার ওভারের ৫৫ রানের সমীকরণ যুক্তরাষ্ট্র মিলিয়েছে ৩ বল হাতে রেখে। একই মাঠে গত রাতে বাংলাদেশ হেরেছে ব্যাটারদের ব্যর্থতায়। ১৪ রানে শেষ ৪ উইকেট হারিয়ে শান্তরা হেরে যান ৬ রানে। পিচ নিয়ে অজুহাত দিতে নারাজ, ‘পিচ বেশি খারাপ বলে আমার মনে হচ্ছে না। আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল।’
যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে বাংলাদেশ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে মে মাসের শুরুতে। জিম্বাবুয়ে সিরিজ চলার সময় সাকিব জানিয়েছিলেন যে জিম্বাবুয়ে-যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না। সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টি, যুক্তরাষ্ট্র সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি—নিজেদের সর্বশেষ তিন ম্যাচেই হেরেছে বাংলাদেশ। সাকিবের কথা গত রাতে আবার তাঁকেই (সাকিব) ফিরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘সেটাই তো। ভালো ক্রিকেট খেলতে পারছি না।’
বিশ্বকাপের আগে কেন লাগাতার ম্যাচ হারছে বাংলাদেশ, তার ব্যাখ্যা দিতে গিয়ে হেসেছেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘এটা তো আমি জানি না (দলের সমস্যা)। জানলে তো দলকে বলতাম। দল অন্য রকম ফল করত।’
আরও পড়ুন–
টি-টোয়েন্টি বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। এমন সময়ে যুক্তরাষ্ট্রের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে বসে আছে বাংলাদেশ। সাকিবের মতে, এখান থেকেই জেগে ওঠার সময় বাংলাদেশের।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো কোনো দ্বিপক্ষীয় সিরিজ। সেই সিরিজেই বাংলাদেশ এখন ধবলধোলাইয়ের সামনে। হিউস্টনে গত রাতে সমতায় ফেরার সুযোগ পেয়েও বাংলাদেশ হেরেছে ৬ রানে। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ১৯ নম্বর দলের কাছে হার নাজমুল হোসেন শান্ত-সাকিবদের জন্য তা বিশ্বকাপের আগে কঠিন এক সতর্কবার্তাই বটে। যেখানে বাংলাদেশ ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অবস্থান করছে ৯ নম্বরে। হিউস্টনে সিরিজ হারের পর গত রাতে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘ম্যাচ হারাটাই তো হতাশার। বিশ্বকাপ খেলতে এসেছি এখানে। এটা (যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার) জেগে ওঠার ডাক হতে পারে আমাদের জন্য। যেভাবে চেয়েছি, সেই পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি।’
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১৫৪ রানের লক্ষ্য দিয়েও হেরেছিল। হিউস্টনে ২১ মে শেষ চার ওভারের ৫৫ রানের সমীকরণ যুক্তরাষ্ট্র মিলিয়েছে ৩ বল হাতে রেখে। একই মাঠে গত রাতে বাংলাদেশ হেরেছে ব্যাটারদের ব্যর্থতায়। ১৪ রানে শেষ ৪ উইকেট হারিয়ে শান্তরা হেরে যান ৬ রানে। পিচ নিয়ে অজুহাত দিতে নারাজ, ‘পিচ বেশি খারাপ বলে আমার মনে হচ্ছে না। আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল।’
যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে বাংলাদেশ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে মে মাসের শুরুতে। জিম্বাবুয়ে সিরিজ চলার সময় সাকিব জানিয়েছিলেন যে জিম্বাবুয়ে-যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না। সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টি, যুক্তরাষ্ট্র সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি—নিজেদের সর্বশেষ তিন ম্যাচেই হেরেছে বাংলাদেশ। সাকিবের কথা গত রাতে আবার তাঁকেই (সাকিব) ফিরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘সেটাই তো। ভালো ক্রিকেট খেলতে পারছি না।’
বিশ্বকাপের আগে কেন লাগাতার ম্যাচ হারছে বাংলাদেশ, তার ব্যাখ্যা দিতে গিয়ে হেসেছেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘এটা তো আমি জানি না (দলের সমস্যা)। জানলে তো দলকে বলতাম। দল অন্য রকম ফল করত।’
আরও পড়ুন–
ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ১৬ মে সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।
৬ ঘণ্টা আগে১৫ মে ফিফার ৭৫ তম কংগ্রেস হবে প্যারাগুয়েতে। এতে অংশ নিতে ভোর ৪টার ফ্লাইটে ঢাকা থেকে রওনা হন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তাঁদের সফরসঙ্গী হওয়ার কথা ছিল বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। কিন্তু বিমানবন্দর থেকে ফেরত আসতে হয় তাঁকে। এমনটাই জানিয়েছে বাফু
৬ ঘণ্টা আগেবিশ্বের সেরা ক্লাব থেকে কার্লো আনচেলত্তির ঠিকানা এখন ব্রাজিলে। দীর্ঘ দিন লেগে থাকা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যেন আকুতিই মেটালেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ। নিজেদের পছন্দের কোচকে পেয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) বেশ উচ্ছ্বসিত। কোচকে সুখে রাখতে কোনো কিছুরই কমতি রাখতে চাইছে না তারা।
৭ ঘণ্টা আগেভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হলো বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। অবশ্য বাংলাদেশকে টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। কিন্তু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
৮ ঘণ্টা আগে