লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন লিটন দাস। দুই অঙ্কের রানও করতে পারেননি কোনো ম্যাচে। কলম্বোর প্রেমাদাসায় গল টাইটানস আজ কোয়ারিফায়ার ওয়ানে ১৪৭ রানের লক্ষ্য দিয়েছে ডাম্বুলা অরাকে।
টস হেরে প্রথমে ব্যাটিং পায় গল টাইটানস। সাকিব, লিটন দুজনেই আজ খেলেছেন গলের একাদশে। প্রথমে ব্যাটিং পেয়ে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় গল। ইনিংসের দ্বিতীয় বলে ভানুকা রাজাপক্ষের উইকেট নেন বিনুরা ফার্নান্দো। এরপর ব্যাটিংয়ে আসেন লিটন। লিটনকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১৭ বলে ২৫ রানের জুটি গড়তে অবদান রাখেন গলের আরেক ওপেনার লাসিথ ক্রুসপাল্লে। চতুর্থ ওভারের প্রথম বলে কারকে ইনসাইড আউট করতে গিয়েছিলেন লিটন। ডিপ থার্ড ম্যানে সহজ ক্যাচ লুফে নেন অ্যালেক্স রস। ৭ বলে ৮ রান করেন লিটন।
রাজাপক্ষে, লিটনের বিদায়ের পর উইকেটে আসেন সাকিব। ডাম্বুলার বোলারদের ওপর পাল্টা আক্রমণ করেন সাকিব, ক্রুসপাল্লে। তৃতীয় উইকেটে ৩৮ বলে ৫১ রানের জুটি গড়তে অবদান রাখেন এই দুই ব্যাটার। সাকিবকে আউট করে জুটি ভাঙেন ধনঞ্জয় ডি সিলভা। দশম ওভারের তৃতীয় বলে সুইপ করতে গিয়েছিলেন সাকিব। টপ এজ হয়ে বল চলে যায় ডিপ স্কয়ার লেগে কারের হাতে। ৯.৩ ওভারে গলের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৭৬ রান।
গলের ইনিংসে সর্বোচ্চ রানের জুটি হয়েছিল তৃতীয় উইকেটে। এরপর রানের চাকা যেমন ধীর গতির হতে থাকে, তেমনি নিয়মিত বিরতিতে উইকেটও পড়তে থাকে। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে খেলতে থাকেন ক্রুসপাল্লে। ৬১ বলে ৮০ রানের ইনিংস খেলেন এই ওপেনার। এটাই গলের ইনিংসের সর্বোচ্চ রান। ইনিংসে ৭টি চার মারেন তিনি। ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৬ রান করেছে গল টাইটানস। ডাম্বুলার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন কার।
১৪৭ রান তাড়া করতে নেমে দারুণ সূচনা করেছে ডাম্বুলা। ৩ ওভারে বিনা উইকেটে করেছে ২৯ রান। এরই মধ্যে ১০ বলে ৩ ছক্কায় ২০ রান করেছেন আভিস্কা ফার্নান্দো।
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন লিটন দাস। দুই অঙ্কের রানও করতে পারেননি কোনো ম্যাচে। কলম্বোর প্রেমাদাসায় গল টাইটানস আজ কোয়ারিফায়ার ওয়ানে ১৪৭ রানের লক্ষ্য দিয়েছে ডাম্বুলা অরাকে।
টস হেরে প্রথমে ব্যাটিং পায় গল টাইটানস। সাকিব, লিটন দুজনেই আজ খেলেছেন গলের একাদশে। প্রথমে ব্যাটিং পেয়ে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় গল। ইনিংসের দ্বিতীয় বলে ভানুকা রাজাপক্ষের উইকেট নেন বিনুরা ফার্নান্দো। এরপর ব্যাটিংয়ে আসেন লিটন। লিটনকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১৭ বলে ২৫ রানের জুটি গড়তে অবদান রাখেন গলের আরেক ওপেনার লাসিথ ক্রুসপাল্লে। চতুর্থ ওভারের প্রথম বলে কারকে ইনসাইড আউট করতে গিয়েছিলেন লিটন। ডিপ থার্ড ম্যানে সহজ ক্যাচ লুফে নেন অ্যালেক্স রস। ৭ বলে ৮ রান করেন লিটন।
রাজাপক্ষে, লিটনের বিদায়ের পর উইকেটে আসেন সাকিব। ডাম্বুলার বোলারদের ওপর পাল্টা আক্রমণ করেন সাকিব, ক্রুসপাল্লে। তৃতীয় উইকেটে ৩৮ বলে ৫১ রানের জুটি গড়তে অবদান রাখেন এই দুই ব্যাটার। সাকিবকে আউট করে জুটি ভাঙেন ধনঞ্জয় ডি সিলভা। দশম ওভারের তৃতীয় বলে সুইপ করতে গিয়েছিলেন সাকিব। টপ এজ হয়ে বল চলে যায় ডিপ স্কয়ার লেগে কারের হাতে। ৯.৩ ওভারে গলের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৭৬ রান।
গলের ইনিংসে সর্বোচ্চ রানের জুটি হয়েছিল তৃতীয় উইকেটে। এরপর রানের চাকা যেমন ধীর গতির হতে থাকে, তেমনি নিয়মিত বিরতিতে উইকেটও পড়তে থাকে। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে খেলতে থাকেন ক্রুসপাল্লে। ৬১ বলে ৮০ রানের ইনিংস খেলেন এই ওপেনার। এটাই গলের ইনিংসের সর্বোচ্চ রান। ইনিংসে ৭টি চার মারেন তিনি। ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৬ রান করেছে গল টাইটানস। ডাম্বুলার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন কার।
১৪৭ রান তাড়া করতে নেমে দারুণ সূচনা করেছে ডাম্বুলা। ৩ ওভারে বিনা উইকেটে করেছে ২৯ রান। এরই মধ্যে ১০ বলে ৩ ছক্কায় ২০ রান করেছেন আভিস্কা ফার্নান্দো।
চোট যেন লিওনেল মেসির এখন মহাশত্রু। মূল একাদশ তো দূরে থাক, বদলি খেলোয়াড় হিসেবেও খেলার মতো অবস্থায় নেই তিনি। ইন্টার মায়ামির সবশেষ দুই ম্যাচই তিনি মিস করেছেন।
২১ মিনিট আগে২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরু হচ্ছে আগামীকাল। নতুন মৌসুম শুরুর আগেই ঝামেলায় পড়েছে বার্সেলোনা। মার্ক আন্দ্রে টের স্টেগেন বিরোধ কাটিয়ে বার্সেলোনার অধিনায়কত্ব ফিরে পেয়েছেন ঠিকই। কিন্তু তাঁর চোটই দলকে বেশি চিন্তায় ফেলে দিয়েছে।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে ইমাম-উল-হক সবশেষ খেলেছেন এ বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে ২০১৭ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হওয়ার পর তিন সংস্করণ মিলে কোনোমতে ১০০-এর বেশি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা ইমাম ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন।
২ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে তুমুল সমালোচিত কিউরেটর গামিনি ডি সিলভার বিদায়ঘণ্টা বেজে গেছে কদিন আগে। বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হয়ে বিসিবিতে এসেছেন টনি হেমিং। পরশু মিরপুরে এসে ঘুরে ঘুরে উইকেটগুলো দেখেন হেমিং। উইকেটের পাশে পুঁইশাকের বাগান দেখে হতভম্ব হয়ে যান তিনি।
৩ ঘণ্টা আগে