ক্রীড়া ডেস্ক
দুবাইয়ের মাঠে রোহিত শর্মার সজোরে হাত চাপড়ানোই বলে দেয় কী ভুলটাই তিনি করেছেন! কারণ, স্লিপে সহজ ক্যাচ মিস করে অক্ষর প্যাটেলের হ্যাটট্রিকটাই শেষ করে দিলেন। অধিনায়কের এমন ভুলের পর ফিল্ডিংয়েও তালগোল পাকাতে থাকে ভারত।
নবম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিমকে ফেরান অক্ষর। দুটিতেই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক লোকেশ রাহুল। এরপর হ্যাটট্রিকের জন্য দুই স্লিপ ও লেগ স্লিপ বসানো হয়। ভারতের পাতা ফাঁদে জাকের আলী অনিক প্রায় পা দিয়ে ফেলেছিলেন। চতুর্থ বলে জাকের সামনের পায়ে ডিফেন্স করতে যান। তবে আউটসাইড এজ হওয়া বল রোহিত মিস করলে বাংলাদেশের এই ব্যাটার গোল্ডেন ডাকের হাত থেকে বেঁচে যান। অথচ ভারতীয় অধিনায়ক ক্যাচটা ধরলে বাংলাদেশের স্কোর হতো ৮.৪ ওভারে ৬ উইকেটে ৩৫ রান।
গোল্ডেন ডাকের হাত থেকে জাকের বেঁচে যাওয়ার পর বাংলাদেশ পাওয়ার প্লে (প্রথম ১০ ওভার) শেষ করে ৫ উইকেটে ৩৯ রানে। জাকের বাঁচতে না বাঁচতেই জীবন পান তাওহিদ হৃদয়। ২০তম ওভারের পঞ্চম বলে কুলদীপ যাদবকে উড়িয়ে মারতে যান হৃদয়। মিড অফে সহজ ক্যাচ মিস করেছেন হার্দিক পান্ডিয়া। হৃদয়ের রান তখন ২৩ আর বাংলাদেশের স্কোর ৭৮।
হৃদয় জীবন পাওয়ার তিন ওভারের মাথায় আরও এক সুযোগ হাতছাড়া করে ভারত। ২৩তম ওভারের প্রথম বলে রবীন্দ্র জাদেজাকে উইকেট থেকে বেরিয়ে ফ্লিক করতে যান জাকের। তবে হাতে যথেষ্ট সময় থাকা সত্ত্বেও স্টাম্পিং করতে ব্যর্থ হয়েছেন রাহুল। এবার জাকেরের রান ২৪। দলীয় ৩৪, ৭৮, ৮৪—তিন বার বাংলাদেশ হারাতে পারত ষষ্ঠ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ৩৪ ওভারে করেছে ১২৮ রান। জাকের ও হৃদয় ৪৭ ও ৪৬ রানে ব্যাটিং করছেন।
ষষ্ঠ উইকেটে তাঁরা (জাকের-হৃদয়) গড়েছেন ১৫৪ বলে ৯৩ রানের জুটি।
দুবাইয়ের মাঠে রোহিত শর্মার সজোরে হাত চাপড়ানোই বলে দেয় কী ভুলটাই তিনি করেছেন! কারণ, স্লিপে সহজ ক্যাচ মিস করে অক্ষর প্যাটেলের হ্যাটট্রিকটাই শেষ করে দিলেন। অধিনায়কের এমন ভুলের পর ফিল্ডিংয়েও তালগোল পাকাতে থাকে ভারত।
নবম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিমকে ফেরান অক্ষর। দুটিতেই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক লোকেশ রাহুল। এরপর হ্যাটট্রিকের জন্য দুই স্লিপ ও লেগ স্লিপ বসানো হয়। ভারতের পাতা ফাঁদে জাকের আলী অনিক প্রায় পা দিয়ে ফেলেছিলেন। চতুর্থ বলে জাকের সামনের পায়ে ডিফেন্স করতে যান। তবে আউটসাইড এজ হওয়া বল রোহিত মিস করলে বাংলাদেশের এই ব্যাটার গোল্ডেন ডাকের হাত থেকে বেঁচে যান। অথচ ভারতীয় অধিনায়ক ক্যাচটা ধরলে বাংলাদেশের স্কোর হতো ৮.৪ ওভারে ৬ উইকেটে ৩৫ রান।
গোল্ডেন ডাকের হাত থেকে জাকের বেঁচে যাওয়ার পর বাংলাদেশ পাওয়ার প্লে (প্রথম ১০ ওভার) শেষ করে ৫ উইকেটে ৩৯ রানে। জাকের বাঁচতে না বাঁচতেই জীবন পান তাওহিদ হৃদয়। ২০তম ওভারের পঞ্চম বলে কুলদীপ যাদবকে উড়িয়ে মারতে যান হৃদয়। মিড অফে সহজ ক্যাচ মিস করেছেন হার্দিক পান্ডিয়া। হৃদয়ের রান তখন ২৩ আর বাংলাদেশের স্কোর ৭৮।
হৃদয় জীবন পাওয়ার তিন ওভারের মাথায় আরও এক সুযোগ হাতছাড়া করে ভারত। ২৩তম ওভারের প্রথম বলে রবীন্দ্র জাদেজাকে উইকেট থেকে বেরিয়ে ফ্লিক করতে যান জাকের। তবে হাতে যথেষ্ট সময় থাকা সত্ত্বেও স্টাম্পিং করতে ব্যর্থ হয়েছেন রাহুল। এবার জাকেরের রান ২৪। দলীয় ৩৪, ৭৮, ৮৪—তিন বার বাংলাদেশ হারাতে পারত ষষ্ঠ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ৩৪ ওভারে করেছে ১২৮ রান। জাকের ও হৃদয় ৪৭ ও ৪৬ রানে ব্যাটিং করছেন।
ষষ্ঠ উইকেটে তাঁরা (জাকের-হৃদয়) গড়েছেন ১৫৪ বলে ৯৩ রানের জুটি।
চ্যাম্পিয়নশিপের প্লে-অফের ফাইনালে এক পা আগেই দিয়ে রেখেছিল শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরীর শেফিল্ড গত রাতে আনুষ্ঠানিকতা সেরেছে। ব্রিস্টল সিটিকে উড়িয়ে ফাইনালের টিকিট কাটল শেফিল্ড।
৩৫ মিনিট আগেস্যাম কনস্টাসের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল সবশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই। ডাকাবুকো ব্যাটিং তো বটেই। জসপ্রীত বুমরা, বিরাট কোহলিদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছিলেন কনস্টাস।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধের কারণে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। অবশেষে ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আবার মাঠে গড়াতে যাচ্ছে। নতুন সূচি অনুযায়ী ২০২৫ আইপিএল শেষ হবে জুনের প্রথম সপ্তাহে।
২ ঘণ্টা আগেদ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
১৪ ঘণ্টা আগে