ক্রীড়া ডেস্ক
দুবাইয়ের মাঠে রোহিত শর্মার সজোরে হাত চাপড়ানোই বলে দেয় কী ভুলটাই তিনি করেছেন! কারণ, স্লিপে সহজ ক্যাচ মিস করে অক্ষর প্যাটেলের হ্যাটট্রিকটাই শেষ করে দিলেন। অধিনায়কের এমন ভুলের পর ফিল্ডিংয়েও তালগোল পাকাতে থাকে ভারত।
নবম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিমকে ফেরান অক্ষর। দুটিতেই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক লোকেশ রাহুল। এরপর হ্যাটট্রিকের জন্য দুই স্লিপ ও লেগ স্লিপ বসানো হয়। ভারতের পাতা ফাঁদে জাকের আলী অনিক প্রায় পা দিয়ে ফেলেছিলেন। চতুর্থ বলে জাকের সামনের পায়ে ডিফেন্স করতে যান। তবে আউটসাইড এজ হওয়া বল রোহিত মিস করলে বাংলাদেশের এই ব্যাটার গোল্ডেন ডাকের হাত থেকে বেঁচে যান। অথচ ভারতীয় অধিনায়ক ক্যাচটা ধরলে বাংলাদেশের স্কোর হতো ৮.৪ ওভারে ৬ উইকেটে ৩৫ রান।
গোল্ডেন ডাকের হাত থেকে জাকের বেঁচে যাওয়ার পর বাংলাদেশ পাওয়ার প্লে (প্রথম ১০ ওভার) শেষ করে ৫ উইকেটে ৩৯ রানে। জাকের বাঁচতে না বাঁচতেই জীবন পান তাওহিদ হৃদয়। ২০তম ওভারের পঞ্চম বলে কুলদীপ যাদবকে উড়িয়ে মারতে যান হৃদয়। মিড অফে সহজ ক্যাচ মিস করেছেন হার্দিক পান্ডিয়া। হৃদয়ের রান তখন ২৩ আর বাংলাদেশের স্কোর ৭৮।
হৃদয় জীবন পাওয়ার তিন ওভারের মাথায় আরও এক সুযোগ হাতছাড়া করে ভারত। ২৩তম ওভারের প্রথম বলে রবীন্দ্র জাদেজাকে উইকেট থেকে বেরিয়ে ফ্লিক করতে যান জাকের। তবে হাতে যথেষ্ট সময় থাকা সত্ত্বেও স্টাম্পিং করতে ব্যর্থ হয়েছেন রাহুল। এবার জাকেরের রান ২৪। দলীয় ৩৪, ৭৮, ৮৪—তিন বার বাংলাদেশ হারাতে পারত ষষ্ঠ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ৩৪ ওভারে করেছে ১২৮ রান। জাকের ও হৃদয় ৪৭ ও ৪৬ রানে ব্যাটিং করছেন।
ষষ্ঠ উইকেটে তাঁরা (জাকের-হৃদয়) গড়েছেন ১৫৪ বলে ৯৩ রানের জুটি।
দুবাইয়ের মাঠে রোহিত শর্মার সজোরে হাত চাপড়ানোই বলে দেয় কী ভুলটাই তিনি করেছেন! কারণ, স্লিপে সহজ ক্যাচ মিস করে অক্ষর প্যাটেলের হ্যাটট্রিকটাই শেষ করে দিলেন। অধিনায়কের এমন ভুলের পর ফিল্ডিংয়েও তালগোল পাকাতে থাকে ভারত।
নবম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিমকে ফেরান অক্ষর। দুটিতেই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক লোকেশ রাহুল। এরপর হ্যাটট্রিকের জন্য দুই স্লিপ ও লেগ স্লিপ বসানো হয়। ভারতের পাতা ফাঁদে জাকের আলী অনিক প্রায় পা দিয়ে ফেলেছিলেন। চতুর্থ বলে জাকের সামনের পায়ে ডিফেন্স করতে যান। তবে আউটসাইড এজ হওয়া বল রোহিত মিস করলে বাংলাদেশের এই ব্যাটার গোল্ডেন ডাকের হাত থেকে বেঁচে যান। অথচ ভারতীয় অধিনায়ক ক্যাচটা ধরলে বাংলাদেশের স্কোর হতো ৮.৪ ওভারে ৬ উইকেটে ৩৫ রান।
গোল্ডেন ডাকের হাত থেকে জাকের বেঁচে যাওয়ার পর বাংলাদেশ পাওয়ার প্লে (প্রথম ১০ ওভার) শেষ করে ৫ উইকেটে ৩৯ রানে। জাকের বাঁচতে না বাঁচতেই জীবন পান তাওহিদ হৃদয়। ২০তম ওভারের পঞ্চম বলে কুলদীপ যাদবকে উড়িয়ে মারতে যান হৃদয়। মিড অফে সহজ ক্যাচ মিস করেছেন হার্দিক পান্ডিয়া। হৃদয়ের রান তখন ২৩ আর বাংলাদেশের স্কোর ৭৮।
হৃদয় জীবন পাওয়ার তিন ওভারের মাথায় আরও এক সুযোগ হাতছাড়া করে ভারত। ২৩তম ওভারের প্রথম বলে রবীন্দ্র জাদেজাকে উইকেট থেকে বেরিয়ে ফ্লিক করতে যান জাকের। তবে হাতে যথেষ্ট সময় থাকা সত্ত্বেও স্টাম্পিং করতে ব্যর্থ হয়েছেন রাহুল। এবার জাকেরের রান ২৪। দলীয় ৩৪, ৭৮, ৮৪—তিন বার বাংলাদেশ হারাতে পারত ষষ্ঠ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ৩৪ ওভারে করেছে ১২৮ রান। জাকের ও হৃদয় ৪৭ ও ৪৬ রানে ব্যাটিং করছেন।
ষষ্ঠ উইকেটে তাঁরা (জাকের-হৃদয়) গড়েছেন ১৫৪ বলে ৯৩ রানের জুটি।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে