Ajker Patrika

ভারত ছেড়ে যাচ্ছেন বিদেশি ক্রিকেটাররা, আইপিএলের কী হবে

ক্রীড়া ডেস্ক    
আইপিএলে কলকাতার হয়ে খেলেন দুই ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। ছবি: বিসিসিআই
আইপিএলে কলকাতার হয়ে খেলেন দুই ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। ছবি: বিসিসিআই

পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের প্রভাব পড়েছে ক্রিকেটেও। আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত রয়েছে আইপিএল। তবে ফের কবে খেলা মাঠে গড়াবে সেই ব্যাপারে এখনো কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এ মাসেই আইপিএল আবার শুরু করার চেষ্টা করছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। ভারত সরকারের অনুমতি পেলে আসরের বাকি অংশ হবে শুধু তিন ভেন্যু—বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদে।

আইপিএল ফের মাঠে গড়ানোর ক্ষেত্রে বিসিসিআইয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিদেশি খেলোয়াড়দের ফিরিয়ে আনা। কারণ টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর দলগুলো বিচ্ছিন্ন হতে শুরু করে। যত দ্রুত সম্ভব নিজ নিজ গন্তব্যের বিমান ধরছেন বিদেশি ক্রিকেটাররা। আজকের মধ্যে অনেকেরই ভারত ছাড়ার কথা রয়েছে।

তবে ফ্র্যাঞ্চাইজিগুলো আশাবাদী, মে মাসের শেষ দিকে যদি আইপিএল শুরু হয়, তাহলে বেশিরভাগ বিদেশি খেলোয়াড়ই ফিরে আসবেন। কিন্তু এর কোনো নিশ্চয়তা দিতে পারছেন না তারা। কারণ মে মাসেই আইপিএল শেষ হওয়ার কথা ছিল। এরপর অনেক খেলোয়াড়ের জাতীয় দলের হয়ে ব্যস্ততা আছে। তাছাড়া ১১ জুন লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

এখন পর্যন্ত আইপিএলে হয়েছে ৫৭টি ম্যাচ। পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি অসমাপ্ত রেখেই টুর্নামেন্ট স্থগিত করা হয়। সেই ম্যাচ আবারও মাঠে গড়াবে কি না, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। লিগ পর্ব শেষ হতে এখনো ১২টি ম্যাচ বাকি হবে। এরপর রয়েছে প্লে-অফের চার ম্যাচ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, হায়দরাবাদে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর, কলকাতায় হওয়ার কথা রয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল। কিন্তু বর্তমান পরিস্থিতে আইপিএল ফের মাঠে গড়ানো কঠিনই মনে করছে বিসিসিআই। ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের বেশিরভাগেরই ধারণা মে মাসের পরে কোনো এক সময় হতে পারে টুর্নামেন্টের বাকি অংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত