Ajker Patrika

একাই ৭ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ১০০-এর আগে থামালেন হাসারাঙ্গা

একাই ৭ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ১০০-এর আগে থামালেন হাসারাঙ্গা

শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজে বৃষ্টি যেন ‘নিয়মিত আগন্তুক’। তিন ম্যাচেই নিয়ম করে বাগড়া দিয়েছে বৃষ্টি। কলম্বোর প্রেমাদাসায় আজ তৃতীয় ওয়ানডেতে দফায় দফায় হানা দিচ্ছে বেরসিক বৃষ্টি। একই সঙ্গে লঙ্কান বোলারদের দাপটে রীতিমতো অসহায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়েকে ধসিয়ে দেওয়ার পথে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

তৃতীয় ওয়ানডেতে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিন। দুই ওপেনার তাকুজওয়ানাশে কাইতানো ও জয়লর্ড গাম্বি সাবলীলভাবে খেলতে থাকেন। ৭.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে জিম্বাবুয়ে করে ৪০ রান। এরপরই হানা দেয় বৃষ্টি। ২ ঘণ্টা ১১ মিনিট বন্ধ থাকার পর পুনরায় খেলা শুরু হলে ওভারের দৈর্ঘ্য নামিয়ে আনা হয় ৪৩ ওভারে। বৃষ্টির পরই শুরু হয় হাসারাঙ্গার ভেলকি। ইনিংসের নবম ওভারে যখন ম্যাচে প্রথমবার তিনি বোলিংয়ে আসেন, তখনই দেন ধাক্কা। ওভারের শেষ বলে হাসারাঙ্গার গুগলিকে সুইপ করতে যান কাইতানো। টপ এজ হওয়া বল শর্ট ফাইন লেগে ডাইভ দিয়ে ধরেন দিলশান মাদুশঙ্ক। ৯ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ১ উইকেটে ৪৩ রান।

এক ওভার বিরতিতে এসে হাসারাঙ্গা দেন জোড়া ধাক্কা। ১১ তম ওভারের তৃতীয় বলে তিনি লেগবিফোরের ফাঁদে ফেলেন জিম্বাবুয়ের আরেক ওপেনার গাম্বিকে। ৩৪ বলে ৪ চারে ২৯ রান করেন গাম্বি। একই ওভারের শেষ বলে জিম্বাবুয়ে অধিনায়ক আরভিনকে এলবিডব্লু করেন হাসারাঙ্গা। আগের ম্যাচের সর্বোচ্চ স্কোরার আরভিন ৬ এবার বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। বিনা উইকেটে ৪৩ রান থেকে ১১ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৪৭ রান।

১২ তম ওভারে আবার আবার বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। ১১.৫ ওভারে সফরকারীদের স্কোর যখন ৩ উইকেটে ৪৮ রান, তখন বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে ২ ঘণ্টা ২৬ মিনিট। ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছে ২৭ ওভারে। এরপর তাসের ঘরের মতো ভেঙে গেছে জিম্বাবুয়ের ইনিংস। ২২.৫ ওভারে ৯৬ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। এই ম্যাচে নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৫.৫ ওভার বোলিং করে ১৯ রানে নিয়েছেন ৭ উইকেট। ১ ওভার মেডেনও দিয়েছেন। মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি—বৃষ্টির বাগড়ার পর জিম্বাবুয়ের এই চার ব্যাটারকে ফিরিয়েছেন হাসারাঙ্গা। যেখানে মুজারাবানিকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংসের সমাপ্তি টেনেছেন হাসারাঙ্গা।

৯৭ রান তাড়া করতে নেমে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। ইনিংসের পঞ্চম বলে রিচার্ড এনগ্রাভাকে কাট করতে যান লঙ্কান ওপেনার আভিস্কা ফার্নান্দো। আউটসাইড এজ হওয়া বল ক্যাচ ধরেন জিম্বাবুয়ে উইকেটরক্ষক গাম্বি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ১ উইকেটে ৪৩ রান। লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস ২৩ বলে ৪ চার ও ১ ছক্কায় করেন ৩৪ রান। মেন্ডিসের সঙ্গে ব্যাটিং করছেন ওপেনার শেভন দানিয়েল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত