বল তো নয়, যেন আগুনের গোলা ছুড়ছেন তানজিম হাসান সাকিব। বিধ্বংসী বোলিংয়ে ব্যাটারদের নাভিশ্বাস তুলছেন নিয়মিত। সুপার এইটে পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামার আগে আইসিসি র্যাঙ্কিংয়ে সুখবর পেলেন তানজিম সাকিব। সুখবর পেয়েছেন সাকিব আল হাসানও।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ম্যাচে ৪.৮০ ইকোনমিতে বোলিং করে ৯ উইকেট পেয়েছেন তানজিম সাকিব। এখনো পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় যৌথভাবে দুইয়ে আছেন তিনি। যার মধ্যে গত পরশু সেন্ট ভিনসেন্টে নেপালের বিপক্ষে ৪ ওভারে ৭ রানে নেন ৪ উইকেট। ২১ বল ডট করেছেন। আইসিসি আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করলে দেখা যায়, টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়ে তানজিম সাকিব উঠে এসেছেন ৬৯ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৪৪৭।
সিনিয়র সাকিব উন্নতি করেছেন টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন তিনি। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২১৮। নেপালের বিপক্ষে ২.২ ওভার বোলিং করে ৯ রানে ২ উইকেট পেয়েছেন। এবারের বিশ্বকাপে সেদিনই প্রথমবারের মতো উইকেটের দেখা পেলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। এর আগে সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৬ বলে ৬৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।
মোহাম্মদ নবীকে হটিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার এখন মার্কাস স্টয়নিস। স্টয়নিস এগিয়েছেন এক ধাপ এবং তাঁর রেটিং পয়েন্ট ২৩১। ১৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়ার রুদ্ধশ্বাস জয়ের নায়ক স্টয়নিস। ২৯ বলে ৯ চার ও ২ ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। নবী তিন ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪ নম্বরে। এক ধাপ এগিয়ে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কান অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২২৮। শুরুটা ভালো না হলেও ডাচদের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন গত পরশু। সেন্ট লুসিয়ায় ৬ বলে ২০ রান করে অপরাজিত থাকেন এবং বোলিংয়ে ৪ ওভারে ২৫ রানে নেন ২ উইকেট।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আদিল রশিদ। ইংল্যান্ডের লেগ স্পিনারের রেটিং পয়েন্ট ৬৯৬। ছয় ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন আকিল হোসেইন। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনারের রেটিং ৬৮৭। বিশ্বকাপে ছন্দে থাকার পুরস্কারই মূলত পেয়েছেন তিনি। ৪.১৩ ইকোনমিতে নেন ৯ উইকেট। এক ধাপ পিছিয়ে র্যাঙ্কিংয়ের ৩ নম্বর বোলার এখন হাসারাঙ্গা।
তানজিম সাকিব-আকিলদের মতো বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন রিশাদ হোসেন। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে রিশাদ উঠে এসেছেন ২৭ নম্বরে। বাংলাদেশের লেগ স্পিনারের রেটিং ৫৭৯। টুর্নামেন্টে ৬.৮০ ইকোনমিতে নেন ৭ উইকেট। রিশাদের সঙ্গে যৌথভাবে ২৭ নম্বরে মুজিব উর রহমান। তবে মুজিব বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। আফগান স্পিনার টুর্নামেন্টে খেলতে পেরেছেন কেবল এক ম্যাচ। তানজিম সাকিবের সঙ্গে যৌথভাবে ৬৮ নম্বরে ম্যাট হেনরি। তবে হেনরি পিছিয়েছেন ৯ ধাপ।
বল তো নয়, যেন আগুনের গোলা ছুড়ছেন তানজিম হাসান সাকিব। বিধ্বংসী বোলিংয়ে ব্যাটারদের নাভিশ্বাস তুলছেন নিয়মিত। সুপার এইটে পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামার আগে আইসিসি র্যাঙ্কিংয়ে সুখবর পেলেন তানজিম সাকিব। সুখবর পেয়েছেন সাকিব আল হাসানও।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ম্যাচে ৪.৮০ ইকোনমিতে বোলিং করে ৯ উইকেট পেয়েছেন তানজিম সাকিব। এখনো পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় যৌথভাবে দুইয়ে আছেন তিনি। যার মধ্যে গত পরশু সেন্ট ভিনসেন্টে নেপালের বিপক্ষে ৪ ওভারে ৭ রানে নেন ৪ উইকেট। ২১ বল ডট করেছেন। আইসিসি আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করলে দেখা যায়, টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়ে তানজিম সাকিব উঠে এসেছেন ৬৯ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৪৪৭।
সিনিয়র সাকিব উন্নতি করেছেন টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন তিনি। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২১৮। নেপালের বিপক্ষে ২.২ ওভার বোলিং করে ৯ রানে ২ উইকেট পেয়েছেন। এবারের বিশ্বকাপে সেদিনই প্রথমবারের মতো উইকেটের দেখা পেলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। এর আগে সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৬ বলে ৬৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।
মোহাম্মদ নবীকে হটিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার এখন মার্কাস স্টয়নিস। স্টয়নিস এগিয়েছেন এক ধাপ এবং তাঁর রেটিং পয়েন্ট ২৩১। ১৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়ার রুদ্ধশ্বাস জয়ের নায়ক স্টয়নিস। ২৯ বলে ৯ চার ও ২ ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। নবী তিন ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪ নম্বরে। এক ধাপ এগিয়ে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কান অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২২৮। শুরুটা ভালো না হলেও ডাচদের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন গত পরশু। সেন্ট লুসিয়ায় ৬ বলে ২০ রান করে অপরাজিত থাকেন এবং বোলিংয়ে ৪ ওভারে ২৫ রানে নেন ২ উইকেট।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আদিল রশিদ। ইংল্যান্ডের লেগ স্পিনারের রেটিং পয়েন্ট ৬৯৬। ছয় ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন আকিল হোসেইন। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনারের রেটিং ৬৮৭। বিশ্বকাপে ছন্দে থাকার পুরস্কারই মূলত পেয়েছেন তিনি। ৪.১৩ ইকোনমিতে নেন ৯ উইকেট। এক ধাপ পিছিয়ে র্যাঙ্কিংয়ের ৩ নম্বর বোলার এখন হাসারাঙ্গা।
তানজিম সাকিব-আকিলদের মতো বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন রিশাদ হোসেন। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে রিশাদ উঠে এসেছেন ২৭ নম্বরে। বাংলাদেশের লেগ স্পিনারের রেটিং ৫৭৯। টুর্নামেন্টে ৬.৮০ ইকোনমিতে নেন ৭ উইকেট। রিশাদের সঙ্গে যৌথভাবে ২৭ নম্বরে মুজিব উর রহমান। তবে মুজিব বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। আফগান স্পিনার টুর্নামেন্টে খেলতে পেরেছেন কেবল এক ম্যাচ। তানজিম সাকিবের সঙ্গে যৌথভাবে ৬৮ নম্বরে ম্যাট হেনরি। তবে হেনরি পিছিয়েছেন ৯ ধাপ।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে