Ajker Patrika

চিকিৎসককে ক্রিকেট বোর্ডের প্রধান করল অস্ট্রেলিয়া

চিকিৎসককে ক্রিকেট বোর্ডের প্রধান করল অস্ট্রেলিয়া

বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে ডাক্তার লাচলান হেন্ডারসনকে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকা রিচার্ড ফ্রুডেনস্টেইনের কাছ থেকে স্থায়ীভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীদের সাক্ষাৎকারের পর আজ (১৭ ফেব্রুয়ারি) সর্বসম্মতিক্রমে হেন্ডারসনকে বেছে নিয়েছে সিএ। এই নিয়োগে সমর্থন জানিয়েছেন সব রাজ্য ও আঞ্চলিক দলের চেয়ারম্যানরা। 

৩০ বছর ধরে স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত হেন্ডারসন। বর্তমানে এপওর্থ হেলথকেয়ারের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত তিনি। তবে ক্রিকেট প্রশাসনে বেশ অভিজ্ঞ এই চিকিৎসক। 

পশ্চিম অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা হেন্ডারসন রাজ্যের জুনিয়র পর্যায়ে খেলেছেন। এ ছাড়া পার্থের ইউনিভার্সিটি ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন প্রথম গ্রেডে। ২০১৫-১৬ মৌসুমে পশ্চিম অস্ট্রেলিয়া ক্রিকেট সংস্থার চেয়ারম্যান ছিলেন তিনি। আর সেখানকার বোর্ডে ছিলেন ২০১৩ সাল থেকে। ২০১৮ সাল থেকে সিএর স্বতন্ত্র পরিচালক পদে ছিলেন। সম্প্রতি এপওর্থের দায়িত্ব নিতে মেলবোর্নে চলে যান। 

বোর্ড প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি ডাক্তার লাচলান হেন্ডারসনকঠিন সময়ে সিএর দায়িত্ব নিতে যাচ্ছেন হেন্ডারসন। গত ৪ বছরে চতুর্থ চেয়ারম্যান হলেন তিনি। ২০১৮ সালে ডেভিড পিভার ও গত বছর আর্ল এডিংসের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন ফ্রুডেনস্টেইন। 

স্বল্প মেয়াদে বোর্ড প্রধানের দায়িত্বে থাকলেও অনেক সমালোচনার জন্ম দিয়েছেন ফ্রুডেনস্টেইন। তাঁর সময়ে টেস্ট অধিনায়ক টিম পেইন ও প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার পদত্যাগ করেছেন। এতে ফ্রুডেনস্টেইন কলকাঠি নেড়েছেন বলে মনে করা হয়। 

হেন্ডারসন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেও বোর্ডের সঙ্গেই থাকছেন ফ্রুডেনস্টেইন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ বার কল দিয়েছেন ট্রাম্প, ধরেননি মোদি

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

প্রায় ৭ লাখ টাকার ধার শোধ না করায় এসপি থেকে অতিরিক্ত এসপি হলেন নিহার রঞ্জন হাওলাদার

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত