নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডালাসে কাল শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সবকিছু ঠিক থাকলে সাকিব আল হাসান খেলতে নামবেন ২০ ওভারের নবম বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সব টুর্নামেন্টে খেলা দ্বিতীয় ক্রিকেটার হবেন এই অলরাউন্ডার। ইতিমধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলে তালিকায় নিজের নাম লিখিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে আজ সাকিব আল হাসানকে নিয়ে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে আইসিসি। যে ভিডিও ক্যাপশনে তারা লিখেছে, ‘তিনি (সাকিব) বাংলাদেশের জন্য অনেক দামি উপহার’।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব টুর্নামেন্টে খেলার সুযোগ হওয়ায় গর্বিত সাকিব বললেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সব টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অনেক গর্বিত ও খুশি। টুর্নামেন্টগুলোয় অনেক বেশি স্মৃতি ও অভিজ্ঞতা অর্জন করেছি। আশা করি সামনে আরও আসছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যক্তিগত পারফরম্যান্সে বেশ উজ্জ্বল সাকিব। ৭৪২ রানের সঙ্গে বিশ্বকাপের সর্বোচ্চ ৪৭ উইকেটশিকারিও তিনি। বাংলাদেশের হয়েও বিশ্বকাপে সর্বোচ্চ রান ও উইকেট তাঁর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ২৪৪০ রান সাকিবের নামের পাশে। ১৪৭ উইকেট নিয়ে বিশ্বের মধ্যে আছেন শীর্ষে।
ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত একই রকম ছন্দ ধরে রেখেছেন সাকিব। যেটি অনুপ্রাণিত করছে বাংলাদেশ দলের আরেক সাকিব—তানজিম হাসান সাকিবকে। এই পেসার আইসিসিকে বলেছেন, ‘সাকিব আল হাসান একজন কিংবদন্তি। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত চমৎকার ছন্দ ধরে রেখেছেন। তিনি দেখিয়েছেন কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করতে হয় এবং আত্মবিশ্বাস ধরে রাখতে হয়। তিনি সব সময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, যা আমাদেরও অনেক অনুপ্রাণিত করে।’
আরেক তারকা পেসার শরীফুল ইসলাম বলেন, ‘আমাদের জন্য অনেক বড় পাওয়া। সাকিব ভাই এত সুন্দরভাবে সবাইকে সমর্থন দেয়। সিনিয়র-জুনিয়র সবার সঙ্গে খুব ভালোভাবে মেশে। তার সঙ্গে খেলা, থাকা এবং ড্রেসিংরুম ভাগাভাগি করা আমাদের সবার জন্য গর্বের বিষয়।’
চোট কাটিয়ে লঙ্কানদের বিপক্ষে খেলার যথেষ্ট সম্ভাবনা রয়েছেন তারকা পেসার তাসকিন আহমেদের। সাকিব প্রসঙ্গে তিনি বলেছেন, ‘তিনি আমাদের জন্য উদাহরণ। তিনি দেখিয়েছেন, কীভাবে বিশ্ব ক্রিকেটে বড় তারকা হওয়া যায়। তিনি আমাদের জন্য এবং বাংলাদেশ ক্রিকেট উদাহরণ তৈরি করেছেন।’
টি-টোয়েন্টিতে ব্যাটিং-বোলিংয়ে ছন্দে নেই সাকিব। কাল শ্রীলঙ্কার বিপক্ষে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফেরার সুযোগ তাঁর। লঙ্কানদের বিপক্ষে মুশফিকুর রহিমের পর সাকিবের পারফরম্যান্সই বেশ উজ্জ্বল।
ডালাসে কাল শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সবকিছু ঠিক থাকলে সাকিব আল হাসান খেলতে নামবেন ২০ ওভারের নবম বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সব টুর্নামেন্টে খেলা দ্বিতীয় ক্রিকেটার হবেন এই অলরাউন্ডার। ইতিমধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলে তালিকায় নিজের নাম লিখিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে আজ সাকিব আল হাসানকে নিয়ে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে আইসিসি। যে ভিডিও ক্যাপশনে তারা লিখেছে, ‘তিনি (সাকিব) বাংলাদেশের জন্য অনেক দামি উপহার’।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব টুর্নামেন্টে খেলার সুযোগ হওয়ায় গর্বিত সাকিব বললেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সব টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অনেক গর্বিত ও খুশি। টুর্নামেন্টগুলোয় অনেক বেশি স্মৃতি ও অভিজ্ঞতা অর্জন করেছি। আশা করি সামনে আরও আসছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যক্তিগত পারফরম্যান্সে বেশ উজ্জ্বল সাকিব। ৭৪২ রানের সঙ্গে বিশ্বকাপের সর্বোচ্চ ৪৭ উইকেটশিকারিও তিনি। বাংলাদেশের হয়েও বিশ্বকাপে সর্বোচ্চ রান ও উইকেট তাঁর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ২৪৪০ রান সাকিবের নামের পাশে। ১৪৭ উইকেট নিয়ে বিশ্বের মধ্যে আছেন শীর্ষে।
ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত একই রকম ছন্দ ধরে রেখেছেন সাকিব। যেটি অনুপ্রাণিত করছে বাংলাদেশ দলের আরেক সাকিব—তানজিম হাসান সাকিবকে। এই পেসার আইসিসিকে বলেছেন, ‘সাকিব আল হাসান একজন কিংবদন্তি। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত চমৎকার ছন্দ ধরে রেখেছেন। তিনি দেখিয়েছেন কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করতে হয় এবং আত্মবিশ্বাস ধরে রাখতে হয়। তিনি সব সময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, যা আমাদেরও অনেক অনুপ্রাণিত করে।’
আরেক তারকা পেসার শরীফুল ইসলাম বলেন, ‘আমাদের জন্য অনেক বড় পাওয়া। সাকিব ভাই এত সুন্দরভাবে সবাইকে সমর্থন দেয়। সিনিয়র-জুনিয়র সবার সঙ্গে খুব ভালোভাবে মেশে। তার সঙ্গে খেলা, থাকা এবং ড্রেসিংরুম ভাগাভাগি করা আমাদের সবার জন্য গর্বের বিষয়।’
চোট কাটিয়ে লঙ্কানদের বিপক্ষে খেলার যথেষ্ট সম্ভাবনা রয়েছেন তারকা পেসার তাসকিন আহমেদের। সাকিব প্রসঙ্গে তিনি বলেছেন, ‘তিনি আমাদের জন্য উদাহরণ। তিনি দেখিয়েছেন, কীভাবে বিশ্ব ক্রিকেটে বড় তারকা হওয়া যায়। তিনি আমাদের জন্য এবং বাংলাদেশ ক্রিকেট উদাহরণ তৈরি করেছেন।’
টি-টোয়েন্টিতে ব্যাটিং-বোলিংয়ে ছন্দে নেই সাকিব। কাল শ্রীলঙ্কার বিপক্ষে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফেরার সুযোগ তাঁর। লঙ্কানদের বিপক্ষে মুশফিকুর রহিমের পর সাকিবের পারফরম্যান্সই বেশ উজ্জ্বল।
ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ১৬ মে সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।
৩ ঘণ্টা আগে১৫ মে ফিফার ৭৫ তম কংগ্রেস হবে প্যারাগুয়েতে। এতে অংশ নিতে ভোর ৪টার ফ্লাইটে ঢাকা থেকে রওনা হন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তাঁদের সফরসঙ্গী হওয়ার কথা ছিল বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। কিন্তু বিমানবন্দর থেকে ফেরত আসতে হয় তাঁকে। এমনটাই জানিয়েছে বাফু
৩ ঘণ্টা আগেবিশ্বের সেরা ক্লাব থেকে কার্লো আনচেলত্তির ঠিকানা এখন ব্রাজিলে। দীর্ঘ দিন লেগে থাকা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যেন আকুতিই মেটালেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ। নিজেদের পছন্দের কোচকে পেয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) বেশ উচ্ছ্বসিত। কোচকে সুখে রাখতে কোনো কিছুরই কমতি রাখতে চাইছে না তারা।
৫ ঘণ্টা আগেভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হলো বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। অবশ্য বাংলাদেশকে টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। কিন্তু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
৬ ঘণ্টা আগে