Ajker Patrika

পাকিস্তানের মিসের সুযোগ কাজে লাগাচ্ছে লঙ্কানরা

পাকিস্তানের মিসের সুযোগ কাজে লাগাচ্ছে লঙ্কানরা

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিং পাওয়া লঙ্কানরা চড়াও হয়ে খেলছে পাকিস্তানের বোলারদের ওপর। তাতে পাকিস্তানের পিচ্ছিল হাতের অবদান রয়েছে।

প্রথমে ব্যাটিং করা শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ভেঙে গেছে ৫ রানেই। দ্বিতীয় ওভারের প্রথম বলে হাসান আলিকে পয়েন্ট দিয়ে কাট করতে যান কুশল পেরেরা। লাফিয়ে ওঠা বল ক্যাচ ধরেছেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। এরপর ব্যাটিংয়ে আসেন কুশল মেন্ডিস। শ্রীলঙ্কার স্কোর হতে পারত ২ উইকেটে ২৩ রান। পঞ্চম ওভারের চতুর্থ বলে শাহিন শাহ আফ্রিদিকে স্ট্রেইট ড্রাইভ করতে যান কুশল মেন্ডিস। কট এন্ড বোল্ডের সুযোগ থাকলেও হাতে ঠিকমতো জমাতে পারেননি শাহীন। সুযোগ পেয়ে ঠিক তার পরের বলেই থার্ড ম্যানের ওপর দিয়ে ছক্কা মারেন মেন্ডিস।

এই শাহিনকেই আরও একবার সুযোগ দেন মেন্ডিস। সপ্তম ওভারের পঞ্চম বলে সোজা ব্যাকওয়ার্ড পয়েন্টে শট করেন মেন্ডিস। তবে বুক বরাবর আসা বল তালুবন্দী করতে পারেননি ইমাম উল হক। শুরুর এই জোড়া ক্যাচ মিসের ধাক্কা সামলে উঠতে থাকে লঙ্কানরা। অষ্টম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে ছক্কা ও চার মারেন পাথুম নিশাঙ্কা। প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে লঙ্কানরা করে ৫৮ রান।

পাওয়ারপ্লের পর নিশাঙ্কা এরপর চড়াও হয়েছেন হারিস রউফের ওপর। ১২ তম ওভারের শেষ দুই বলে টানা দুটি চার মারেন নিশাঙ্কা। প্রথম পাওয়ারপ্লের জোড়া সুযোগ হারানোর পর পাকিস্তান এরপর হাতছাড়া করে আরও একটি সুযোগ। ১৬ তম ওভারের প্রথম বলে শাদাব খানের বল পয়েন্টে ঠেলে দেন মেন্ডিস। দ্বিধাদ্বন্দ্ব সত্ত্বেও দৌড় দেন মেন্ডিস-নিশাঙ্কা দুজনই। শর্ট থার্ড ম্যান থেকে করা ডিরেক্ট থ্রো স্ট্রাইক প্রান্তে লাগাতে পারেননি পাকিস্তানের ফিল্ডার। তাতে রান আউট থেকে বেঁচে যান নিশাঙ্কা। এরপর এই ওভারের চতুর্থ বলেই মিড উইকেট দিয়ে বিশাল ছক্কা মারেন মেন্ডিস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে শ্রীলঙ্কা। মেন্ডিস ৫০ রান ও নিশাঙ্কা ৫১ রানে ব্যাটিং করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত