বাংলাদেশ সময় ঘড়িতে দুপুর ১২টা ১ মিনিটে। সেই সময় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে চমকে দিয়েছেন শোয়েব মালিক। চমকে দেওয়া খবরটি হচ্ছে নিজের নতুন বিয়ের। পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন মালিক।
স্ট্যাটাস দেওয়ার ঘণ্টা দেড়েক পরই মাঠে নেমে যেতে হয় মালিককে। এবারের বিপিএলে পাকিস্তানি অলরাউন্ডার খেলছেন ফরচুন বরিশালের হয়ে। রংপুর রাইডার্সের বিপক্ষে দিনটা মালিকের জন্য ছিল মনে রাখার মতই। রংপুরের বিপক্ষে ৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পেয়েছে বরিশাল। বরিশালের জয়ের ম্যাচে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন শোয়েব। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৩ হাজার রান করেছেন তিনি। ১৮ বলে ২ চারে ১৭ রান করেছেন আজ। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি, ফ্র্যাঞ্চাইজি লিগ—সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে পাকিস্তানি অলরাউন্ডের রান ১৩০১০। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫২৬ ম্যাচের ক্যারিয়ারে তাঁর গড় ৩৬.৩৯ ও স্ট্রাইকরেট ১২৭.৭৮। ফিফটি করেছেন ৮২ বার।
১৪৫৬২ রান করে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবার ওপরে আছেন ক্রিস গেইল। বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি। ৪৬৩ ম্যাচের ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটারের গড় ৩৬.২২ ও স্ট্রাইকরেট ১৪৪.৭৫। ২২ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৮৮ ফিফটি। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তিন, চার ও পাঁচে কাইরন পোলার্ড, বিরাট কোহলি ও অ্যালেক্স হেলস। যার মধ্যে ১২ হাজার রান থেকে ৬ রান দূরে আছেন কোহলি।
অনেক দিন ধরেই সানিয়া মির্জার সঙ্গে মালিকের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। সানিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নতুন আরেকটি ইনিংস শুরুর কথা জানিয়েছেন মালিক। নতুন বিয়ের দিন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব বিভাগেই অবদান রেখেছেন মালিক। ১ ওভার বোলিংয়ে ৯ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ফিল্ডিংয়ে ১ ক্যাচও ধরেছেন পাকিস্তানি এই অলরাউন্ডার।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক:
ক্রিস গেইল: ১৪৫৬২
শোয়েব মালিক: ১৩০১০
কাইরন পোলার্ড: ১২৪৫৪
বিরাট কোহলি: ১১৯৯৪
অ্যালেক্স হেলস: ১১৮০৭
* ২০২৪-এর ২০ জানুয়ারি ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স ম্যাচ পর্যন্ত
বাংলাদেশ সময় ঘড়িতে দুপুর ১২টা ১ মিনিটে। সেই সময় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে চমকে দিয়েছেন শোয়েব মালিক। চমকে দেওয়া খবরটি হচ্ছে নিজের নতুন বিয়ের। পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন মালিক।
স্ট্যাটাস দেওয়ার ঘণ্টা দেড়েক পরই মাঠে নেমে যেতে হয় মালিককে। এবারের বিপিএলে পাকিস্তানি অলরাউন্ডার খেলছেন ফরচুন বরিশালের হয়ে। রংপুর রাইডার্সের বিপক্ষে দিনটা মালিকের জন্য ছিল মনে রাখার মতই। রংপুরের বিপক্ষে ৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পেয়েছে বরিশাল। বরিশালের জয়ের ম্যাচে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন শোয়েব। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৩ হাজার রান করেছেন তিনি। ১৮ বলে ২ চারে ১৭ রান করেছেন আজ। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি, ফ্র্যাঞ্চাইজি লিগ—সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে পাকিস্তানি অলরাউন্ডের রান ১৩০১০। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫২৬ ম্যাচের ক্যারিয়ারে তাঁর গড় ৩৬.৩৯ ও স্ট্রাইকরেট ১২৭.৭৮। ফিফটি করেছেন ৮২ বার।
১৪৫৬২ রান করে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবার ওপরে আছেন ক্রিস গেইল। বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি। ৪৬৩ ম্যাচের ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটারের গড় ৩৬.২২ ও স্ট্রাইকরেট ১৪৪.৭৫। ২২ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৮৮ ফিফটি। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তিন, চার ও পাঁচে কাইরন পোলার্ড, বিরাট কোহলি ও অ্যালেক্স হেলস। যার মধ্যে ১২ হাজার রান থেকে ৬ রান দূরে আছেন কোহলি।
অনেক দিন ধরেই সানিয়া মির্জার সঙ্গে মালিকের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। সানিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নতুন আরেকটি ইনিংস শুরুর কথা জানিয়েছেন মালিক। নতুন বিয়ের দিন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব বিভাগেই অবদান রেখেছেন মালিক। ১ ওভার বোলিংয়ে ৯ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ফিল্ডিংয়ে ১ ক্যাচও ধরেছেন পাকিস্তানি এই অলরাউন্ডার।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক:
ক্রিস গেইল: ১৪৫৬২
শোয়েব মালিক: ১৩০১০
কাইরন পোলার্ড: ১২৪৫৪
বিরাট কোহলি: ১১৯৯৪
অ্যালেক্স হেলস: ১১৮০৭
* ২০২৪-এর ২০ জানুয়ারি ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স ম্যাচ পর্যন্ত
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৪ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৫ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৫ ঘণ্টা আগে