Ajker Patrika

অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে প্রোটিয়ারা পেল ৪৩ কোটি টাকা, বাংলাদেশ-ভারত কত

ক্রীড়া ডেস্ক    
২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে ২৭ বছর পর আইসিসি শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা। ছবি: ক্রিকইনফো
২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে ২৭ বছর পর আইসিসি শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা। ছবি: ক্রিকইনফো

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে পারল না অস্ট্রেলিয়া। লর্ডসে গতকাল অজিদের কাঁদিয়ে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে দক্ষিণ আফ্রিকা। এই শিরোপা জয়ে আইসিসির শিরোপা জয়ে ২৭ বছরের অপেক্ষা ফুরিয়েছে প্রোটিয়াদের।

২৭ বছর পর আইসিসির শিরোপা জয়ে দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৩৬ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৪৩ কোটি ৭৯ লাখ টাকা। ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের রানার্সআপ অস্ট্রেলিয়া পাচ্ছে ২১ লাখ ৬০ হাজার ডলার। যা ২৬ কোটি ২৭ লাখ টাকা। চ্যাম্পিয়ন-রানার্সআপ দলই শুধু নয়, টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি দলগুলোর অ্যাকাউন্টেও ঢুকছে কাড়ি কাড়ি টাকা। সদ্য শেষ হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত তৃতীয় স্থানে থেকে শেষ করেছে। তারা পাচ্ছে ১৪ লাখ ৪০ হাজার ডলার (১৭ কোটি ৫১ লাখ টাকা)। এই চক্রে সাত নম্বরে থেকে শেষ করা বাংলাদেশ পাচ্ছে ৭ লাখ ২০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮ কোটি ৭৬ লাখ টাকা।

সদ্য শেষ হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশ পাচ্ছে প্রায় ৯ কোটি টাকা। ছবি: বিসিবি
সদ্য শেষ হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশ পাচ্ছে প্রায় ৯ কোটি টাকা। ছবি: বিসিবি

২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ৯ দলের মধ্যে বাংলাদেশের নিচে ছিল ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করা পাকিস্তান পাচ্ছে ৪ লাখ ৮০ হাজার ডলার। যা ৫ কোটি ৮৪ লাখ টাকা। আট নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করা ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে ৬ লাখ ডলার (৭ কোটি ৩০ লাখ টাকা)। আর সদ্য সমাপ্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে চার, পাঁচ ও ছয় নম্বরে থেকে শেষ করেছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।

এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ হয়েছে তিনটি। তিনবারই ৯টি করে দল অংশ নিয়েছে। তিনটি টুর্নামেন্টেরই ফাইনাল হয়েছে ইংল্যান্ডে। সাউদাম্পটনে ২০১৯-২১ চক্রের প্রথম ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। দুই বছর পর আবারও ফাইনালে ওঠে ভারত। লন্ডনের ওভালে ২০২৩ সালে এবার এশিয়ার দলটিকে কাঁদিয়েছে অস্ট্রেলিয়া। ২০১৯-২১, ২০২১-২৩—প্রথম দুই চক্রে বাংলাদেশ শেষ করেছিল ৯ নম্বরে থেকে। সেই তুলনায় ২০২৩-২৫ চক্রে বাংলাদেশের উন্নতি হয়েছে। বাংলাদেশের উন্নতির মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ নতুন চ্যাম্পিয়ন হিসেবে পেল দক্ষিণ আফ্রিকাকে।

গলে পরশু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ শুরু করবে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। বাংলাদেশ-শ্রীলঙ্কা খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর ২০ জুন হেডিংলিতে শুরু হবে ইংল্যান্ড-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিলের নেতৃত্বে ভারত খেলবে এই সিরিজ।

২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র থেকে কে কত টাকা পেল
অবস্থান টাকা
দক্ষিণ আফ্রিকাচ্যাম্পিয়ন৪৩ কোটি ৭৯ লাখ
অস্ট্রেলিয়ারানার্সআপ৪৩ কোটি ৭৯ লাখ
ভারততৃতীয়২৬ কোটি ২৭ লাখ
নিউজিল্যান্ডচতুর্থ১৪ কোটি ৫৯ লাখ
ইংল্যান্ডপঞ্চম১১ কোটি ৬৮ লাখ
শ্রীলঙ্কাষষ্ঠ১০ কোটি ২২ লাখ
বাংলাদেশসপ্তম৮ কোটি ৭৬ লাখ
ওয়েস্ট ইন্ডিজঅষ্টম৭ কোটি ৩০ লাখ
পাকিস্তাননবম৫ কোটি ৮৪ লাখ
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত