ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। এবার সুপার লিগ পর্ব মাঠে গড়ানোর পালা।
শীর্ষ ছয় দল নিয়ে আগামী ১৮ এপ্রিল শুরু হবে সুপার লিগ। প্রথম রাউন্ডের তিনটি ম্যাচই হবে এ দিন। আবাহনী লিমিটেড ও প্রিমিয়ার ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ হবে মিরপুরে। আর বাকি দুটি ম্যাচ বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে গড়াবে।
প্রথম রাউন্ড শেষে পরের দিন ১৯ এপ্রিল রাখা হয়েছে রিজার্ভ ডে। আর ২০ এপ্রিল বিশ্রাম। ২১ এপ্রিল গড়াবে দ্বিতীয় রাউন্ডের তিনটি ম্যাচ। এই রাউন্ডেও একটি ম্যাচ মিরপুরে ও বাকি দুটি ম্যাচ হবে বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে। পরের দুই দিন রিজার্ভ ডে ও বিশ্রাম।
২৪ এপ্রিল মাঠে গড়াবে সুপার লিগের তৃতীয় রাউন্ড। এই রাউন্ড থেকে শুধু রিজার্ভ ডে রাখা হয়েছে। একদিন পর ২৬ এপ্রিল চতুর্থ রাউন্ড ও ২৮ এপ্রিল হবে পঞ্চম রাউন্ড। মাঝের একদিন রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে। এই তিন রাউন্ডেও আগের দুই রাউন্ডের মতো একটি ম্যাচ মিরপুরে ও বাকি দুটি বিকেএসপির দুই মাঠে।
মিরপুরের সবকটি ম্যাচ টিভিতে দেখানো হবে। সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি স্পোর্টসে।
সুপার লিগের সূচি
তারিখ ও বার মুখোমুখি ভেন্যু
শেখ জামাল-গাজী গ্রুপ বিকেএসপি ৩
১৮ এপ্রিল, সোমবার লিজেন্ডস অব রূপগঞ্জ-রূপগঞ্জ টাইগার্স বিকেএসপি ৪
আবাহনী লিমিটেড-প্রাইম ব্যাংক মিরপুর
শেখ জামাল-রূপগঞ্জ টাইগার্স মিরপুর
২১ এপ্রিল, বৃহস্পতিবার লিজেন্ডস অব রূপগঞ্জ-প্রাইম ব্যাংক বিকেএসপি ৪
আবাহনী লিমিটেড-গাজী গ্রুপ বিকেএসপি ৩
শেখ জামাল-প্রাইম ব্যাংক বিকেএসপি ৪
২৪ এপ্রিল, রোববার লিজেন্ডস অব রূপগঞ্জ-আবাহনী লিমিটেড মিরপুর
রূপগঞ্জ টাইগার্স-গাজী গ্রুপ বিকেএসপি ৩
শেখ জামাল-আবাহনী লিমিটেড মিরপুর
২৬ এপ্রিল, মঙ্গলবার লিজেন্ডস অব রূপগঞ্জ-গাজী গ্রুপ বিকেএসপি ৩
প্রাইম ব্যাংক-রূপগঞ্জ টাইগার্স বিকেএসপি ৪
শেখ জামাল-লিজেন্ডস অব রূপগঞ্জ মিরপুর
২৮ এপ্রিল, বৃহস্পতিবার আবাহনী লিমিটেড-রূপগঞ্জ টাইগার্স বিকেএসপি ৪
প্রাইম ব্যাংক-গাজী গ্রুপ বিকেএসপি ৩
* সব ম্যাচ সকাল ৯টায় শুরু
* মিরপুরের ম্যাচগুলো টিভিতে দেখাবে
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। এবার সুপার লিগ পর্ব মাঠে গড়ানোর পালা।
শীর্ষ ছয় দল নিয়ে আগামী ১৮ এপ্রিল শুরু হবে সুপার লিগ। প্রথম রাউন্ডের তিনটি ম্যাচই হবে এ দিন। আবাহনী লিমিটেড ও প্রিমিয়ার ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ হবে মিরপুরে। আর বাকি দুটি ম্যাচ বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে গড়াবে।
প্রথম রাউন্ড শেষে পরের দিন ১৯ এপ্রিল রাখা হয়েছে রিজার্ভ ডে। আর ২০ এপ্রিল বিশ্রাম। ২১ এপ্রিল গড়াবে দ্বিতীয় রাউন্ডের তিনটি ম্যাচ। এই রাউন্ডেও একটি ম্যাচ মিরপুরে ও বাকি দুটি ম্যাচ হবে বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে। পরের দুই দিন রিজার্ভ ডে ও বিশ্রাম।
২৪ এপ্রিল মাঠে গড়াবে সুপার লিগের তৃতীয় রাউন্ড। এই রাউন্ড থেকে শুধু রিজার্ভ ডে রাখা হয়েছে। একদিন পর ২৬ এপ্রিল চতুর্থ রাউন্ড ও ২৮ এপ্রিল হবে পঞ্চম রাউন্ড। মাঝের একদিন রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে। এই তিন রাউন্ডেও আগের দুই রাউন্ডের মতো একটি ম্যাচ মিরপুরে ও বাকি দুটি বিকেএসপির দুই মাঠে।
মিরপুরের সবকটি ম্যাচ টিভিতে দেখানো হবে। সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি স্পোর্টসে।
সুপার লিগের সূচি
তারিখ ও বার মুখোমুখি ভেন্যু
শেখ জামাল-গাজী গ্রুপ বিকেএসপি ৩
১৮ এপ্রিল, সোমবার লিজেন্ডস অব রূপগঞ্জ-রূপগঞ্জ টাইগার্স বিকেএসপি ৪
আবাহনী লিমিটেড-প্রাইম ব্যাংক মিরপুর
শেখ জামাল-রূপগঞ্জ টাইগার্স মিরপুর
২১ এপ্রিল, বৃহস্পতিবার লিজেন্ডস অব রূপগঞ্জ-প্রাইম ব্যাংক বিকেএসপি ৪
আবাহনী লিমিটেড-গাজী গ্রুপ বিকেএসপি ৩
শেখ জামাল-প্রাইম ব্যাংক বিকেএসপি ৪
২৪ এপ্রিল, রোববার লিজেন্ডস অব রূপগঞ্জ-আবাহনী লিমিটেড মিরপুর
রূপগঞ্জ টাইগার্স-গাজী গ্রুপ বিকেএসপি ৩
শেখ জামাল-আবাহনী লিমিটেড মিরপুর
২৬ এপ্রিল, মঙ্গলবার লিজেন্ডস অব রূপগঞ্জ-গাজী গ্রুপ বিকেএসপি ৩
প্রাইম ব্যাংক-রূপগঞ্জ টাইগার্স বিকেএসপি ৪
শেখ জামাল-লিজেন্ডস অব রূপগঞ্জ মিরপুর
২৮ এপ্রিল, বৃহস্পতিবার আবাহনী লিমিটেড-রূপগঞ্জ টাইগার্স বিকেএসপি ৪
প্রাইম ব্যাংক-গাজী গ্রুপ বিকেএসপি ৩
* সব ম্যাচ সকাল ৯টায় শুরু
* মিরপুরের ম্যাচগুলো টিভিতে দেখাবে
জয়ের সংজ্ঞাটা এক রকম ভুলেই গিয়েছিল ইন্টার মায়ামি। হারতে হারতে তারা পূরণ করে ফেলল হ্যাটট্রিকও। টানা তিন হারের পর অবশেষে আজ জয়ের দেখা পেল মায়ামি। আর লিওনেল মেসিও পেয়েছেন গোলের দেখা।
৩ মিনিট আগেচল্লিশে অভিষেক, আর ৪১ বছর বয়সে সামান্থি দুনুকেদেনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে। গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন সাইপ্রাসের এই স্পিনার।
১২ ঘণ্টা আগেআইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
১৪ ঘণ্টা আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
১৪ ঘণ্টা আগে