Ajker Patrika

‘আমরা সামনে ভালো খেলব’, শান্তর সান্ত্বনা 

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১৪: ০১
‘আমরা সামনে ভালো খেলব’, শান্তর সান্ত্বনা 

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোটে দলের বাইরে থাকায় ভারতের বিপক্ষে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব সামলেছেন নাজমুল হোসেন শান্ত। ৫১ বল আগেই ভারতের কাছে ৭ উইকেটের হারে দায়টা ব্যাটারদেরই দিলেন শান্ত। একটা ভালো জয়ে টানা হারের বৃত্ত থেকে বেড়িয়ে আসা সম্ভব বলে মনে করেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। 

বিশ্বকাপে এসে নাজমুল হোসেন শান্ত নিজেকে হারিয়ে খুঁজছেন। পথ হারিয়েছেন বাংলাদেশের ব্যাটাররাও। ব্যাটারদের ব্যর্থতায় ভারতের কাছে বড় পরাজয়ে বিশ্বকাপে টানা তিন ম্যাচে হারল সেমিফাইনালের স্বপ্ন নিয়ে খেলতে আশা বাংলাদেশ। 

উদ্বোধনী জুটিতে ৯৩ রান আসার পরও বাংলাদেশ ভারতকে কোনোরকমে টেনেটুনে দিয়েছিল ২৫৭ রানের লক্ষ্য। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের ব্যাটিং স্বর্গে বিরাট কোহলির ৪৮ তম ওয়ানডে সেঞ্চুরিতে সহজেই সেই লক্ষ্য ছুঁয়েছে ভারত। 

আগের তিন ম্যাচে ওপেনাররা বড় রান করতে না পারলেও আজ পুনেতে ফিফটি পেয়েছেন দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন কুমার দাস। বাংলাদেশ বড় রান পায়নি মিডলঅর্ডারের ব্যাটিং ধসে। শান্ত তিন ম্যাচ ধরে রান পাচ্ছেন না। তৌহিদ হৃদয়ও হারিয়েছেন রান করার ক্ষমতা। 

ব্যাটিং স্বর্গে বড় রান করতে না পারার দায় ব্যাটারদের দিয়ে শান্ত বলেছেন, ‘আমি যেটা উপলব্ধি করতে পারছি সেটা হলো আমরা ভালো ব্যাটিং করিনি। আশা করি সামনে আমরা সামনে ভালো খেলব। তানজিদ ভালো ব্যাটিং করেছে, পেসাররাও ভালো খেলেছে। আমরাই ভালো ফিনিশিং দিতে পারিনি। যদি তানজিদ ও লিটন যদি আরও লম্বা সময় ব্যাটিং কর‍ত তাহলে আমরা আরও বড় রান করতে পারতাম। আশা করি ব্যাটাররা পরের ম্যাচে আরও দায়িত্ব নিয়ে খেলবে।’ 
 
নিয়মিত অধিনায়ক সাকিবের চোট নিয়ে খবর জানিয়েছেন শান্ত, ‘সাকিব দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আশা করি পরের ম্যাচের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত