Ajker Patrika

রানাতুঙ্গার বিতর্কিত মন্তব্যে অনুতপ্ত লঙ্কান সরকার

রানাতুঙ্গার বিতর্কিত মন্তব্যে অনুতপ্ত লঙ্কান সরকার

শ্রীলঙ্কান ক্রিকেটে চলছে টালমাটাল অবস্থা। বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স তো করেছেই। একই সঙ্গে আইসিসির থেকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) পেয়েছে নিষেধাজ্ঞা। ক্রিকেটে এমন হতাশাজনক অবস্থায় অর্জুনা রানাতুঙ্গা করেছেন এক বিতর্কিত মন্তব্য। যে বিতর্কিত মন্তব্য রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। বিশ্বকাপজয়ী অধিনায়কের মন্তব্যের পর ক্ষমা প্রকাশ করেছে দেশটির সরকার। 

শ্রীলঙ্কা ক্রিকেটের দুরবস্থার জন্য রানাতুঙ্গা কয়েকদিন আগে তোপ দেখেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহের ওপর। লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রকাশিত সংবাদমাধ্যমে রানাতুঙ্গা বলেন, ‘এসএলসির কর্মকর্তাদের সঙ্গে জয় শাহর সম্পর্ক রয়েছে। তারা এসএলসিকে নিয়ন্ত্রণ করছে। জয় শাহ শ্রীলঙ্কা ক্রিকেটকে ধ্বংস করছেন।’ জয় একই সঙ্গে এসিসিরও সভাপতি। রানাতুঙ্গার বিতর্কিত মন্তব্যের পর শ্রীলঙ্কার সরকার অনুতপ্ত বলে দেশটির সংবাদমাধ্যম নিউজওয়্যার আজ জানিয়েছে।

সংবাদমাধ্যমটি দেশটির মন্ত্রী কাঞ্চন বিজেসেকেরার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে শ্রীলঙ্কান ক্রিকেটের ত্রুটিপূর্ণ অবস্থার জন্য শ্রীলঙ্কা কখনো এসিসি সভাপতি অথবা অন্য দেশের কাউকে দায়ী করতে পারে না। জয় শাহকে অভিযুক্ত করে করা মন্তব্যের নিন্দা জানিয়েছেন বিজেসেকারা। 

২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হবে শ্রীলঙ্কায়। সেই টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি লঙ্কান ক্রিকেটের নিষেধাজ্ঞার সমস্যার সমাধানে সরকার কাজ করবে বলে জানিয়েছেন মন্ত্রী বিজেসেকারা। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনসহ পূর্বপরিকল্পিত কাজগুলো করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

লঙ্কান ক্রিকেটের নিষেধাজ্ঞার সমস্যা সমাধানে আইসিসির সঙ্গে কাজ করব। এসিসি চেয়ারম্যান, আইসিসি কর্মকর্তা ও আইসিসির সদস্য দেশগুলোর বিরুদ্ধে যে বা যারা বক্তব্য দিয়েছেন, তাতে সরকার অনুতপ্ত। সব পর্যায়ে খেলাধুলার অবকাঠামোগত উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিত করতে একটা উপকমিটি কাজ করবে।’ 

শ্রীলঙ্কার ক্রিকেটের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ থাকায় গত সপ্তাহে নিষিদ্ধ করেছিল আইসিসি। যেখানে বিশ্বকাপ চলা অবস্থায় আগের বোর্ড ভেঙে দেওয়া হয়েছিল। রানাতুঙ্গাকে চেয়ারম্যান করে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী। ১৯৭৩ সালের ক্রীড়া আইন মেনে এমনটা করা হয়েছিল বলে জানিয়েছেন লঙ্কান ক্রীড়ামন্ত্রী। এরপর আদালতে আবেদন করা হলে আগের বোর্ডই বহাল রাখার আদেশ দিয়েছিলেন আদালত। লঙ্কান ক্রিকেট বোর্ডের ওপর নিষেধাজ্ঞার ব্যাপার নিয়েই আলোচনা হবে আইসিসির পরবর্তী বোর্ড সভায়। আগামী মঙ্গলবার আহমেদাবাদে হবে আইসিসির বোর্ড সভা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত