Ajker Patrika

জিম্বাবুয়ে ম্যাচে সুযোগ পেলে নিজের সামর্থ্য দেখাতে চান তানভীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের জার্সিতে খেলেছেন কেবল চার টি-টোয়েন্টি। এবার জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দলে জায়গা পেয়েছেন তানভীর। ছবি: বিসিবি
বাংলাদেশের জার্সিতে খেলেছেন কেবল চার টি-টোয়েন্টি। এবার জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দলে জায়গা পেয়েছেন তানভীর। ছবি: বিসিবি

২০২৩ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের। এরপর তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন, তবে ম্যাচ খেলার সুযোগ পাননি। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন চারটি টি-টোয়েন্টি ম্যাচ।

এবার টেস্ট দলের জন্য বিবেচনায় এলেন তানভীর ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে তাঁকে রাখা হয়েছে অতিরিক্ত বাঁহাতি স্পিনার হিসেবে। টিম ম্যানেজমেন্ট দলের স্পিন বিভাগে বৈচিত্র্য আনতে তাঁকে অন্তর্ভুক্ত করেছে। চার স্পিনারের বাংলাদেশ বলে দিচ্ছে চট্টগ্রামে কী ধরনের উইকেট অপেক্ষা করছে। যদিও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পরশু সিলেট টেস্ট হারের পরও বলেছেন তাঁরা স্পোর্টিং উইকেট চান চট্টগ্রামেও।

চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে জায়গা পাওয়ার আগে তানভীর খেলছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। কিন্তু দলভুক্ত হওয়ার পর গতকাল সকালে তাঁকে দেখা যায়, মিরপুর একাডেমি মাঠে লাল বল হাতে বোলিং অনুশীলনে। যেখানে তাঁকে সহায়তা করছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সোহাগ গাজী।

টেস্ট দলে জায়গা পাওয়ার প্রতিক্রিয়ায় তানভীর বলেন, ‘টেস্ট দলে সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। যদি ম্যাচ খেলার সুযোগ পাই, আর বোলিং করতে পারি, নিজের সামর্থ্য দেখানোর ভালো একটা সুযোগ থাকবে। আমি চেষ্টা করব, প্রথম স্পেল থেকে ভালো কিছু করতে, যেন দলকে নিয়মিত ব্রেক-থ্রু এনে দিতে পারি। দলের পরিকল্পনা অনুযায়ী বোলিং করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত