Ajker Patrika

আর অভিযোগ নেই তামিমের

অনলাইন ডেস্ক
ফাইনাল শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম গতকাল হয়ে উঠেছিল তামিমময়। ছবি: বিসিবি
ফাইনাল শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম গতকাল হয়ে উঠেছিল তামিমময়। ছবি: বিসিবি

আন্তর্জাতিক ক্রিকেটকে সদ্য বিদায় জানানো তামিম ইকবালকে সম্মাননা দেওয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল ফরচুন বরিশাল-চিটাগং কিংস ফাইনাল শেষে মিরপুর স্টেডিয়াম হয়ে ওঠে তামিমময়।

তামিমের নেতৃত্বে ফরচুন বরিশাল ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ের পর মিরপুর স্টেডিয়ামে তৈরি হয় উৎসবের আবহ। বিসিবি তাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের তারকা ক্রিকেটারকে নিয়ে বিশেষ সংবর্ধনার আয়োজনা করে। পুরস্কার বিতরণী মঞ্চের পাশে স্ক্রিনে তামিমকে নিয়ে মোহাম্মদ আশরাফুল, জাকের আলী অনিকরা প্রশংসায় ভাসিয়েছেন। এবারের বিপিএলে যে তামিম আকার-ইঙ্গিতে বিসিবিকে নিয়ে নানা অভিযোগ করেছিলেন, গত রাতের ফাইনাল শেষে তিনিই যেন বিশ্বের সবচেয়ে সুখী মানুষ। সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘বিসিবি যা করেছে, তাতে আমি অনেক কৃতজ্ঞ। এটা তাঁরা যদি না করলেও পারতেন। তাঁরা আমাকে সেই সম্মান দিয়েছেন। আজকে যা করেছেন, সবকিছু নিয়ে অনেক খুশি। কোনো অভিযোগ নেই।’

বিসিবি ঘটা করে যে আয়োজন করেছে তামিমকে নিয়ে, তাতে সংবাদ সম্মেলনে বোর্ডের কথাই বারবার উল্লেখ করেছেন। ২০০৭-এর ফেব্রুয়ারি থেকে শুরু করে ২০২৩-এর সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘ এক সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলার পেছনে বিসিবির অবদানের কথা স্বীকার করেছেন তিনি। ফরচুন বরিশালের অধিনায়ক বলেন, ‘বিসিবিকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। বিসিবির সঙ্গে সবসময় ক্রিকেটারদের ভালোভাসা ও ঘৃণার সম্পর্ক থাকে। তবে ১৭ বছর ধরে তারা আমার দেখাশোনা করেন। আগের সব সভাপতিকে ধন্যবাদ। তারা আমাকে অভিভাবকের মতোই ১৭ বছর খেলার ব্যবস্থা করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই।’

বিদায়ী সংবর্ধনার স্মারক হিসেবে জার্সি, ক্যারিয়ার পরিসংখ্যান প্রিন্ট করে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তুলে দেন তামিমের হাতে। তামিমের সঙ্গে স্মরণীয় মুহূর্ত নিয়ে কথা বলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিমের মতো তারকারা। অনুষ্ঠানের শেষ দিকে মঞ্চে চলে আসেন তামিমের স্ত্রী আয়েশা, পুত্র আরহাম ও কন্যা আলিশবা। যে বিদায়ী সংবর্ধনা পেয়েছেন, সেটা আজীবন মনে রাখার মতো। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘আন্তর্জাতিকে হতে পারত বা না-ও হতে পারত। মাঠে হওয়াতেই খুশি। দারুণ বিদায়।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত