রানা আব্বাস
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ হলো ফ্লাডলাইটের আলোয়। শিশির নিয়ে অনেক চিন্তায় থাকতে হলো দুই দলকেই। বাংলাদেশ দুই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নেওয়া গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করে শ্রীলঙ্কাও।
পরশু শ্রীলঙ্কা দলের সহকারী কোচ নাভিদ নওয়াজ বলছিলেন, ‘ফ্লাডলাইটে সিলেটের ভেজা মাঠে বাংলাদেশের টানা দুই ম্যাচে টস জিতে ফিল্ডিং নেওয়াটা ছিল গুরুত্বপূর্ণ।’ ১-১ হয়ে সিরিজটা যখন ফাইনালে রূপ নিয়েছে, সেই ম্যাচই হতে যাচ্ছে বেলা ৩টায়। ম্যাচটা কেন বাংলাদেশ দিনের আলোয় খেলতে চেয়েছে? বিসিবি সূত্র জানিয়েছে, জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচের সময় আর কন্ডিশন বিবেচনা করে দিনে খেলার ভাবনা। বিশ্বকাপে দিনের আলোয়ও ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।
রাতের মতো দিনের আলোয় টস খুব একটা গুরুত্বপূর্ণ নিয়ামক হওয়ার কথা নয়। শুষ্ক কন্ডিশনে আগে ব্যাটিং করলে কীভাবে খেলতে হবে কিংবা আগে বোলিং করলে কী কৌশল হবে, সেসব বুঝতে চাইছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজটা যেহেতু বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে, বাংলাদেশ চাইছে নিজেদের নানাভাবে পরখ করে দেখতে।
একই কারণে সিলেটে দলের সঙ্গে রয়েছেন অস্ট্রেলিয়ান মনোবিদ ফিল জোন্সি। চণ্ডিকা হাথুরুসিংহের ঘনিষ্ঠ এই মনোবিদ বাংলাদেশ দলে আগেও কাজ করেছেন একাধিকবার। হাথুরু সব সময়ই খেলোয়াড়দের মনের স্বাস্থ্য ভালো রাখার পক্ষে। তিনি বিশ্বাস করেন, স্কিলের সঙ্গে মনের সংযোগটা ঠিকঠাক না হলে মাঠে ভালো করা কঠিন। আর এখন খেলার যে চাপ, তাতে একজন মনোবিদের সহায়তা থাকা খুব প্রয়োজন বলেই মনে করেন হাথুরু।
গত এশিয়া কাপের আগে মিরপুরে কন্ডিশনিং ক্যাম্প চলার সময় সপ্তাহখানেকের সেশন করে গিয়েছিলেন জোন্সি। এবার তাঁর কাজের ধরনে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। একেবারে খেলা চলার সময়ে তিনি কাজ করছেন দলের সঙ্গে। গতকাল অনুশীলনে নেটের সামনে সূক্ষ্ম দৃষ্টিতে জোন্সি পর্যবেক্ষণ করলেন খেলোয়াড়দের। অবশ্য মনোবিদ সঙ্গে রেখেও সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্নায়ুক্ষয়ী মুহূর্তের চ্যালেঞ্জ উতরে যেতে পারেনি বাংলাদেশ। সেদিন শ্রীলঙ্কা একাধিক ভুল করার পরও ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ খুব কাছে গিয়ে হেরেছে। তবে বাংলাদেশের পারফরম্যান্স বেশ প্রশংসিত হয়েছে।
বাংলাদেশ দলের কাল ছিল ঐচ্ছিক অনুশীলন। টি-টোয়েন্টি সিরিজের অনুশীলনে কাল ওয়ানডের আমেজটাও বেশ টের পাওয়া গেল। টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটারদের চেয়ে ওয়ানডে দলে থাকা মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তানজিদ তামিমকেই বেশি সময় দেখা গেল নেটে।
বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমানের মতো ম্যাচ খেলা পেসাররা। মাঠে আসেননি মাহমুদউল্লাহ, লিটন দাস, জাকের আলী অনিকরাও। তবে নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, নাঈম শেখরা ঝালিয়ে নিয়েছেন নেটে। অনুশীলনে ব্যথা পাওয়া নাঈমকে নিয়ে চিন্তার কারণ নেই বলেই জানালেন টিম ম্যানেজমেন্টের এক সদস্য।
সৌম্যকে একটু বেশি সময় দিলেন হাথুরু। সৌম্যর বিপক্ষে এক কট বিহাইন্ডের আবেদন নিয়ে বেশ হইচই হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। সুযোগ পেয়েও সেদিন ইনিংস বড় করতে পারেননি বাঁহাতি ওপেনার। সৌম্যর কাছে একটা লম্বা ইনিংস পেতে কাল নিবিড়ভাবে কাজ করলেন হাথুরু। এখন অনুশীলনের প্রতিফলন ম্যাচেও দেখাতে হবে সৌম্যকে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ হলো ফ্লাডলাইটের আলোয়। শিশির নিয়ে অনেক চিন্তায় থাকতে হলো দুই দলকেই। বাংলাদেশ দুই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নেওয়া গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করে শ্রীলঙ্কাও।
পরশু শ্রীলঙ্কা দলের সহকারী কোচ নাভিদ নওয়াজ বলছিলেন, ‘ফ্লাডলাইটে সিলেটের ভেজা মাঠে বাংলাদেশের টানা দুই ম্যাচে টস জিতে ফিল্ডিং নেওয়াটা ছিল গুরুত্বপূর্ণ।’ ১-১ হয়ে সিরিজটা যখন ফাইনালে রূপ নিয়েছে, সেই ম্যাচই হতে যাচ্ছে বেলা ৩টায়। ম্যাচটা কেন বাংলাদেশ দিনের আলোয় খেলতে চেয়েছে? বিসিবি সূত্র জানিয়েছে, জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচের সময় আর কন্ডিশন বিবেচনা করে দিনে খেলার ভাবনা। বিশ্বকাপে দিনের আলোয়ও ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।
রাতের মতো দিনের আলোয় টস খুব একটা গুরুত্বপূর্ণ নিয়ামক হওয়ার কথা নয়। শুষ্ক কন্ডিশনে আগে ব্যাটিং করলে কীভাবে খেলতে হবে কিংবা আগে বোলিং করলে কী কৌশল হবে, সেসব বুঝতে চাইছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজটা যেহেতু বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে, বাংলাদেশ চাইছে নিজেদের নানাভাবে পরখ করে দেখতে।
একই কারণে সিলেটে দলের সঙ্গে রয়েছেন অস্ট্রেলিয়ান মনোবিদ ফিল জোন্সি। চণ্ডিকা হাথুরুসিংহের ঘনিষ্ঠ এই মনোবিদ বাংলাদেশ দলে আগেও কাজ করেছেন একাধিকবার। হাথুরু সব সময়ই খেলোয়াড়দের মনের স্বাস্থ্য ভালো রাখার পক্ষে। তিনি বিশ্বাস করেন, স্কিলের সঙ্গে মনের সংযোগটা ঠিকঠাক না হলে মাঠে ভালো করা কঠিন। আর এখন খেলার যে চাপ, তাতে একজন মনোবিদের সহায়তা থাকা খুব প্রয়োজন বলেই মনে করেন হাথুরু।
গত এশিয়া কাপের আগে মিরপুরে কন্ডিশনিং ক্যাম্প চলার সময় সপ্তাহখানেকের সেশন করে গিয়েছিলেন জোন্সি। এবার তাঁর কাজের ধরনে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। একেবারে খেলা চলার সময়ে তিনি কাজ করছেন দলের সঙ্গে। গতকাল অনুশীলনে নেটের সামনে সূক্ষ্ম দৃষ্টিতে জোন্সি পর্যবেক্ষণ করলেন খেলোয়াড়দের। অবশ্য মনোবিদ সঙ্গে রেখেও সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্নায়ুক্ষয়ী মুহূর্তের চ্যালেঞ্জ উতরে যেতে পারেনি বাংলাদেশ। সেদিন শ্রীলঙ্কা একাধিক ভুল করার পরও ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ খুব কাছে গিয়ে হেরেছে। তবে বাংলাদেশের পারফরম্যান্স বেশ প্রশংসিত হয়েছে।
বাংলাদেশ দলের কাল ছিল ঐচ্ছিক অনুশীলন। টি-টোয়েন্টি সিরিজের অনুশীলনে কাল ওয়ানডের আমেজটাও বেশ টের পাওয়া গেল। টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটারদের চেয়ে ওয়ানডে দলে থাকা মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তানজিদ তামিমকেই বেশি সময় দেখা গেল নেটে।
বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমানের মতো ম্যাচ খেলা পেসাররা। মাঠে আসেননি মাহমুদউল্লাহ, লিটন দাস, জাকের আলী অনিকরাও। তবে নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, নাঈম শেখরা ঝালিয়ে নিয়েছেন নেটে। অনুশীলনে ব্যথা পাওয়া নাঈমকে নিয়ে চিন্তার কারণ নেই বলেই জানালেন টিম ম্যানেজমেন্টের এক সদস্য।
সৌম্যকে একটু বেশি সময় দিলেন হাথুরু। সৌম্যর বিপক্ষে এক কট বিহাইন্ডের আবেদন নিয়ে বেশ হইচই হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। সুযোগ পেয়েও সেদিন ইনিংস বড় করতে পারেননি বাঁহাতি ওপেনার। সৌম্যর কাছে একটা লম্বা ইনিংস পেতে কাল নিবিড়ভাবে কাজ করলেন হাথুরু। এখন অনুশীলনের প্রতিফলন ম্যাচেও দেখাতে হবে সৌম্যকে।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১২ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৩ ঘণ্টা আগে