ক্রীড়া ডেস্ক
রংপুর রাইডার্স এবারের গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দারুণ খেললেও সৌম্য সরকার নেই ছন্দে। ব্যাটিংয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছেন না তিনি। শুধু তাই নয়, বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার এমন এক বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন, যেখানে পাশে পাচ্ছেন সাকিব আল হাসানকে।
রংপুর রাইডার্স-গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ফাইনালিস্ট হয়ে যাওয়ায় এবারের জিএসএলের লিগ পর্বের শেষ অংশ হয়ে দাঁড়িয়েছে শুধুই আনুষ্ঠানিকতার। নিয়ম রক্ষার ম্যাচে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গত রাতে রংপুর খেলেছে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া রংপুর ইনিংসের দ্বিতীয় বলেই হারায় সৌম্যর উইকেট। সেন্ট্রালের স্পিনার অ্যাঙ্গাস শয়ের বল তুলে মারতে গিয়ে সৌম্য ক্যাচ তুলে নেন লং অনে দাঁড়িয়ে থাকা ম্যাথু ফোর্ডের হাতে। রংপুরের ইনিংসের দ্বিতীয় বলে আউট হলেও আসলে সৌম্য মেরেছেন গোল্ডেন ডাক। তাতে এখন স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ডাক মারার রেকর্ডে যৌথভাবে শীর্ষে সাকিব ও সৌম্য। দুজনেই ৩২ বার করে শূন্য রানে আউট হয়েছেন।
সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ম্যাচটা গতকাল ছিল রংপুর রাইডার্সের জন্য ফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচ। এই ম্যাচে বৃষ্টি বাগড়া দিয়েছে বারবার। যে কারণে ম্যাচের দৈর্ঘ্য ২০ ওভার থেকে কমে ১৪ ওভারে নেমে আসে। প্রথমে ব্যাটিং নেওয়া রংপুর ১৩.৫ ওভারে ৭৯ রানে গুটিয়ে যায়। সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন দুজনের ব্যাট থেকেই এসেছে ২৫ রান। সেন্ট্রালের শ, জেইডেন লেনক্স, ব্লেয়ার টিকনার নিয়েছেন তিনটি করে উইকেট। অপর উইকেট পেয়েছেন টবি ফিন্ডলে। ৮০ রানের মামুলি লক্ষ্য হলেও সেটা তারা করা সম্ভব হয়নি সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের। কারণ, বৃষ্টির কারণে রংপুরের ইনিংসের পর খেলাই হয়নি।
পরিত্যক্ত হওয়ার পরও অপরাজিত থেকেই ফাইনালে গেল রংপুর। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তারা লিগ পর্ব শেষে সবার ওপরে। দুইয়ে থাকা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের পয়েন্ট ৬। বাংলাদেশ সময় আগামীকাল ভোর পাঁচটায় শুরু হবে রংপুর-গায়ানা শিরোপা নির্ধারণী ম্যাচ। ছন্দে না থাকা সৌম্য হয়তো ফাইনালের জন্যই নিজের সেরাটা জমিয়ে রেখেছেন। ২০২৪ সালে রংপুরের গ্লোবাল সুপার লিগ জয়ে ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ দুটি পুরস্কারই তিনি পেয়েছিলেন।
বাংলাদেশিদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড
ব্যাটার | শূন্য রানে আউট |
---|---|
সাকিব আল হাসান | ৩২ |
সৌম্য সরকার | ৩২ |
ইমরুল কায়েস | ২২ |
তামিম ইকবাল | ২০ |
মুশফিকুর রহিম | ১৯ |
রংপুর রাইডার্স এবারের গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দারুণ খেললেও সৌম্য সরকার নেই ছন্দে। ব্যাটিংয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছেন না তিনি। শুধু তাই নয়, বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার এমন এক বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন, যেখানে পাশে পাচ্ছেন সাকিব আল হাসানকে।
রংপুর রাইডার্স-গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ফাইনালিস্ট হয়ে যাওয়ায় এবারের জিএসএলের লিগ পর্বের শেষ অংশ হয়ে দাঁড়িয়েছে শুধুই আনুষ্ঠানিকতার। নিয়ম রক্ষার ম্যাচে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গত রাতে রংপুর খেলেছে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া রংপুর ইনিংসের দ্বিতীয় বলেই হারায় সৌম্যর উইকেট। সেন্ট্রালের স্পিনার অ্যাঙ্গাস শয়ের বল তুলে মারতে গিয়ে সৌম্য ক্যাচ তুলে নেন লং অনে দাঁড়িয়ে থাকা ম্যাথু ফোর্ডের হাতে। রংপুরের ইনিংসের দ্বিতীয় বলে আউট হলেও আসলে সৌম্য মেরেছেন গোল্ডেন ডাক। তাতে এখন স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ডাক মারার রেকর্ডে যৌথভাবে শীর্ষে সাকিব ও সৌম্য। দুজনেই ৩২ বার করে শূন্য রানে আউট হয়েছেন।
সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ম্যাচটা গতকাল ছিল রংপুর রাইডার্সের জন্য ফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচ। এই ম্যাচে বৃষ্টি বাগড়া দিয়েছে বারবার। যে কারণে ম্যাচের দৈর্ঘ্য ২০ ওভার থেকে কমে ১৪ ওভারে নেমে আসে। প্রথমে ব্যাটিং নেওয়া রংপুর ১৩.৫ ওভারে ৭৯ রানে গুটিয়ে যায়। সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন দুজনের ব্যাট থেকেই এসেছে ২৫ রান। সেন্ট্রালের শ, জেইডেন লেনক্স, ব্লেয়ার টিকনার নিয়েছেন তিনটি করে উইকেট। অপর উইকেট পেয়েছেন টবি ফিন্ডলে। ৮০ রানের মামুলি লক্ষ্য হলেও সেটা তারা করা সম্ভব হয়নি সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের। কারণ, বৃষ্টির কারণে রংপুরের ইনিংসের পর খেলাই হয়নি।
পরিত্যক্ত হওয়ার পরও অপরাজিত থেকেই ফাইনালে গেল রংপুর। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তারা লিগ পর্ব শেষে সবার ওপরে। দুইয়ে থাকা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের পয়েন্ট ৬। বাংলাদেশ সময় আগামীকাল ভোর পাঁচটায় শুরু হবে রংপুর-গায়ানা শিরোপা নির্ধারণী ম্যাচ। ছন্দে না থাকা সৌম্য হয়তো ফাইনালের জন্যই নিজের সেরাটা জমিয়ে রেখেছেন। ২০২৪ সালে রংপুরের গ্লোবাল সুপার লিগ জয়ে ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ দুটি পুরস্কারই তিনি পেয়েছিলেন।
বাংলাদেশিদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড
ব্যাটার | শূন্য রানে আউট |
---|---|
সাকিব আল হাসান | ৩২ |
সৌম্য সরকার | ৩২ |
ইমরুল কায়েস | ২২ |
তামিম ইকবাল | ২০ |
মুশফিকুর রহিম | ১৯ |
অম্ল-মধুর এক ম্যাচই কাটালেন দুনিথ ভেল্লালাগে। আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে তাঁর দল শ্রীলঙ্কা। এই ম্যাচেই আফগান ব্যাটার মোহাম্মদ নবির কাছে তাঁকে হজম করতে হয় টানা ৫ ছক্কা। সবমিলিয়ে শেষ ওভারে ৩২ রান খরচ করেন তিনি। পরে সেই দুঃসহ অভিজ্ঞতা ভুলিয়ে দেয় শ্রীলঙ্কার ৬ উইকেটের জয়।
৮ ঘণ্টা আগেসুপার ফোরে যাওয়ার জন্য ১০১ রান হলেই চলত শ্রীলঙ্কার। তাতে ম্যাচ হারলেও তাদের ‘আসে-যায়’-এর কিছু ছিল না। কিন্তু টি-টোয়েন্টি এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। লক্ষ্য যখন শিরোপা ধরে রাখা, তখন আফগানদের কাছে হারলে চলে!
৯ ঘণ্টা আগেলঙ্কান বোলারদের তোপে বড় পুঁজি আফগানদের জন্য কঠিনই ছিল। কিন্তু ওস্তাদের মার যে হয় শেষ রাতে। ওস্তাদের ভূমিকাটা বেশ সাদরেই নিলেন মোহাম্মদ নবি। দুনিথ ভেল্লালাগের শেষ ওভারে ৫ ছক্কা মেরে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেন এই অভিজ্ঞ ব্যাটার। একটা পর্যায়ে দেড় শ পেরোনো মুশকিল মনে হচ্ছিল আফগানিস্তানের।
১১ ঘণ্টা আগে২৫ বছর পর উৎসে ফিরলেন জোসে মরিনিও। প্রধান কোচ হিসেবে যে ক্লাবে ডাগআউটে তাঁর ক্যারিয়ার শুরু, সেই বেনফিকায় ফিরলেন তিনি। গতকাল দুই বছরের জন্য মরিনিওর ফেরার কথা নিশ্চিত করেছে পর্তুগিজ ক্লাবটি।
১১ ঘণ্টা আগে