Ajker Patrika

র‍্যাঙ্কিংয়ের সেরা ১২তে থাকলেও চলবে সাকিবদের

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১৬: ১৮
র‍্যাঙ্কিংয়ের সেরা ১২তে থাকলেও চলবে সাকিবদের

নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে যাওয়ার যে সুযোগ করে দিয়েছিল তা কাজে লাগাতে পারল না বাংলাদেশ। আজ অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হেরে শেষ চারের স্বপ্ন বিসর্জন দিলেন সাকিব আল হাসানরা। এই হারে সুপার টুয়েলভ থেকে ঘরে ফিরছে বাংলাদেশ।

এই বিশ্বকাপে বাংলাদেশের প্রাপ্তি বলতে দুই জয়। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে হারিয়েছে তারা, যার মধ্যে ডাচদের হারোনার মধ্য দিয়ে এক অপেক্ষারও অবসান ঘটায় সাকিবের দল, যা ছিল ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল মঞ্চে বাংলাদেশের প্রথম জয়।

তবে ৪ পয়েন্ট নিয়ে সুপার টুয়েলভের গ্রুপ-২-এ পাঁচে থেকে বিশ্বকাপ শেষ করায় আগামী ২০২৪ বিশ্বকাপে বাছাইপর্ব খেলতে হতে পারে বাংলাদেশকে। প্রোটিয়াদের হারিয়ে গ্রুপ চারে উঠে আসা নেদারল্যান্ডস সরাসরি খেলবে সুপার টুয়েলভে, যা হবে ডাচদের ইতিহাসে প্রথম সরাসরি মূল মঞ্চে খেলা। সমান পয়েন্ট পেলেও বাংলাদেশের চেয়ে নেট রান রেটে এগিয়ে তারা। ডাচদের নেট রান রেট-০.৮৪৯ এবং বাংলাদেশের-১.১৭৬। ২০২১ বিশ্বকাপেও মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে বাংলাদেশ বাছাইপর্ব খেলে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছিল।

তবে সরাসরি বিশ্বকাপের মূল মঞ্চে খেলার সুযোগ এখনো আছে বাংলাদেশের। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই এড়াতে হলে ১৪ নভেম্বরের মধ্যে র‍্যাঙ্কিংয়ের সেরা ১২তে থাকলেও চলবে সাকিবদের। বর্তমানে বাংলাদেশ আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আছে ৯ নম্বরে। অবশ্য আগামী হালনাগাদে তা পরিবর্তন হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত