Ajker Patrika

বাংলাদেশের শহীদুলও আছেন আইপিএলের নিলামে

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৭: ২১
আইপিএলের নিলামে বাংলাদেশের শহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত
আইপিএলের নিলামে বাংলাদেশের শহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে ২০২৫ আইপিএলের নিলাম। আইপিএল আয়োজক কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, নিলামের জন্য মোট ১৫৭৪ ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে সর্বোচ্চ ভারতীয় ১১৬৫ ক্রিকেটার, বিদেশি ক্রিকেটার ৪০৯ জন। নিলামে নাম তুলতে নিবন্ধন করেছেন বাংলাদেশের ১৩ ক্রিকেটার।

সূত্র জানিয়েছে, আইপিএলের নিলামে নাম তুলতে নিবন্ধন করিয়েছেন বাংলাদেশের তাসকিন আহমেদ, লিটন দাস, সাকিব আল হাসান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, শহীদুল ইসলাম, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

সাকিব আল হাসান, মোস্তাফিজ ও লিটন আইপিএলে আগেও খেলেছেন। বাকি ১০ ক্রিকেটারের মধ্যে কেউ দল পেলে, সেটি হবে তাঁর প্রথম আইপিএল। শহীদুল ছাড়া নিবন্ধনকৃত সব ক্রিকেটারই জাতীয় দলে বর্তমানে বিভিন্ন সংস্করণে খেলছেন। ২৯ বছর বয়সী শহীদুল বাংলাদেশের হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। নিলামে ওঠা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শহীদুলের নামটা তাই কিছুটা অচেনা। নিলামে তাঁর ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। বাংলাদেশের বেশির ভাগ ক্রিকেটারের ভিত্তিমূল্যই ৭৫ লাখ রুপি; সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজুর রহমানের—২ কোটি রুপি। মিরাজ, তাসকিন আর সাকিবের ভিত্তিমূল্য ১ কোটি রুপি।

নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটারের স্কোয়াড গড়তে পারবে। সব মিলিয়ে ১০টি দলে ২৫০ জন ক্রিকেটার সুযোগ পেতে পারেন। এর মধ্যে গতবারের থেকে ১০ ফ্র্যাঞ্চাইজি ধরে রেখেছে ৪৬ ক্রিকেটার। নিলাম থেকে দল পাবেন শুধু আর ২০৪ ক্রিকেটার। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৯১ জন নাম নিবন্ধন করেছেন দক্ষিণ আফ্রিকা থেকে, অস্ট্রেলিয়ার ৭৬, ইংল্যান্ডের আছেন ৫২, নিউজিল্যান্ডের ৩৯, ওয়েস্ট ইন্ডিজের ৩৩, আফগানিস্তান ও শ্রীলঙ্কার আছে ২৯জন করে।

বাংলাদেশের ১৩, নেদারল্যান্ডসের ১২, যুক্তরাষ্ট্রের ১০, কানাডার ৪, সংযুক্ত আরব আমিরাত ও ইতালি থেকে ১ জন করে ক্রিকেটার আছেন নিবন্ধনের তালিকায়। ২০২৫ সালের মার্চ থেকে মে মাসে হওয়ার কথা আইপিএলের ১৮তম সংস্করণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফেরত চান ট্রাম্প, লক্ষ্য চীনের পারমাণবিক স্থাপনা

শেষ ওভারে নবির ছক্কাবৃষ্টি, বাংলাদেশের সমীকরণ কী দাঁড়াল

সেনা আশ্রয় ছেড়ে ভাড়া বাড়িতে নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী

স্ত্রী পুরুষ নন—আদালতে প্রমাণ করতে হবে মাখোঁকে

দায়িত্বে অবহেলায় নির্বাচন কর্মকর্তাদের শাস্তি বাড়ছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত