Ajker Patrika

৩ বছরের চুক্তিতে রিয়ালের কোচ আলোনসো

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১২ মে ২০২৫, ১৭: ৩৩
২০২৮ সালে জুন পর্যন্ত রিয়ালের কোচ জাভি আলোনসো। ছবি: ফাইল ছবি
২০২৮ সালে জুন পর্যন্ত রিয়ালের কোচ জাভি আলোনসো। ছবি: ফাইল ছবি

শিরোপাশূন্য মৌসুম কাটানোর পথে রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির সঙ্গে লস ব্লাঙ্কোসদের অধ্যায়ও শেষ হচ্ছে জুনে—কদিন ধরে এটাই হচ্ছিল আলোচনা। ইতালিয়ান কোচের পর রিয়ালের হাল ধরবেন কে? এ দৌড়ে একজনের নামই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল—জাভি আলোনসো। স্বনামধন্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, এরই মধ্যে রিয়ালের সঙ্গে ৩ বছরের চুক্তি চূড়ান্ত হয়ে গেছে আলোনসোর।

রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে উল্লেখ করেছেন, চুক্তি স্বাক্ষর করতে সম্মত হয়েছে দুই পক্ষ। ২০২৮ সালের জুন পর্যন্ত এই চুক্তি। আলোনসোই নিতে যাচ্ছেন রিয়ালের দায়িত্ব। রোমানো আরও জানিয়েছেন, আগামী মাস থেকে রিয়ালকে কোচিং করানো শুরু করবেন বিশ্বকাপজয়ী সাবেক স্প্যানিশ মিডফিল্ডার আলোনসো। ফলে ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপে তাকে দেখা যাবে লস ব্লাঙ্কোসদের ডাগআউটে।

এরই মধ্যে জার্মান ক্লাব লেভারকুসেনের সঙ্গে চুক্তি শেষ করেছেন আলোনসো। রোমানো যোগ করেছেন, চলতি সপ্তাহ থেকেই আনচেলত্তির বিদায়ের প্রক্রিয়া শুরু হবে। তাঁকে বিদায় জানাতে বিশেষ একটি আয়োজনও রাখা হবে। যদিও তাঁর সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে রিয়ালের, মেয়াদ পূর্ণ হওয়ার এক বছর আগেই তাঁকে সরে যেতে হচ্ছে।

গত শুক্রবার জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন ছাড়ার ঘোষণা দেন আলোনসো। গত মৌসুমে তাঁর অধীনে বুন্দেসলিগায় ইতিহাস গড়ে অপরাজিত থেকে শিরোপা জিতেছিল দলটি। বিদায়ী বার্তায় তিনি বলেন, ‘এই স্টেডিয়ামে আমি অনেক আবেগঘন সময় কাটিয়েছি এবং এখানে আমি যেভাবে গড়ে উঠেছি, সেটা আজীবনের স্মৃতি হয়ে থাকবে।’

২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত রিয়ালের হয়ে খেলেছেন আলোনসো। দলটির হয়ে লা লিগা, উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ বেশ কয়েকটি শিরোপা জিতেছেন তিনি। ২০২২ সালে লেভারকুসেনের হয়ে শীর্ষ পর্যায়ে কোচ হিসেবে যাত্রা শুরু হয় তাঁর। রিয়ালের দায়িত্ব ছেড়ে আনচেলত্তিকে দেখা যেতে পারে ব্রাজিল জাতীয় দলের ডাগআউটে। সেই ঘোষণাও দ্রুত আসতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত