Ajker Patrika

সাকিবকে আইনি সহায়তা দেবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১১: ৪০
সাকিবকে আইনি সহায়তা দেবে বিসিবি

হত্যা মামলায় সাকিব আল হাসানের আসামি হওয়া এবং তাঁকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনতে আইনি নোটিশ দেওয়া হয়েছিল বিসিবিকে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের পর তাঁরা সিদ্ধান্ত নেবেন। গতকাল বোর্ড সভাপতি জানিয়েছেন, দোষী প্রমাণ না হওয়ার আগ পর্যন্ত সাকিব আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন। এমনকি সাকিবকে আইনি সহায়তাও তাঁরা দেবেন। 

গতকাল ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আইনি নোটিশের জবাব দিয়েছি। যেহেতু এটা এফআইআর পর্যায়ে আছে। এটার ভিত্তিতে আমরা জবাব দিয়েছি। আইন তার নিজস্ব গতিতে চলবে। এই সময়ে তার খেলতে কোনো সমস্যা নেই। যেহেতু সাকিব বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড়, তাকে আইনি সহায়তা দেবে বিসিবি।’ 

জানা গেছে, পাকিস্তান সিরিজের পর দেশে ফিরছেন না সাকিব। পাকিস্তান সিরিজের পর একটি কাউন্টি ম্যাচ খেলতে তিনি যেতে পারেন ইংল্যান্ডে। সেখান থেকে তিনি সেপ্টেম্বরের মাঝামাঝিতে ভারতে যাবেন টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে। 

এই কঠিন সময়ে সাকিব পাশে পাচ্ছেন সতীর্থদের। মুশফিকুর রহিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, শরীফুল ইসলামেরা তাঁর পক্ষ নিয়ে পাশে থাকার পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মাঠের বাইরের বিতর্কের মধ্যেও রাওয়ালপিন্ডি টেস্টে সাকিব ছিলেন চেনা ছন্দে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত