Ajker Patrika

শেষ চারে যেতে মোস্তাফিজদের যে সমীকরণ মেলাতে হবে

শেষ চারে যেতে মোস্তাফিজদের যে সমীকরণ মেলাতে হবে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পয়েন্ট টেবিলের ৭ নম্বরে থাকা রাজস্থান রয়্যালসের জন্য গত রাতের ম্যাচটি ছিল মহাগুরুত্বপূর্ণ। তবে ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ানসের কাছে ৮ উইকেটে হেরে গেলেও আশা অবশ্য একেবারে শেষ হয়ে যায়নি। রাউন্ড রবিন পর্বে নিজেদের শেষ ম্যাচে মোস্তাফিজের দল যদি কলকাতা নাইট রাইডার্সকে ১২০ রানের ব্যবধানে হারাতে পারে, তবে সুযোগ থাকবে শেষ চারে যাওয়ার। 

 আইপিএলের শেষ চার আগে নিশ্চিত করেছে দিল্লি কাপিটালস, চেন্নাই সুপার কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ চারের দৌড়ে টিকে থাকতে মুম্বাইয়ের বিপক্ষে কাল মাঠে নেমেছিল রাজস্থান। মোস্তাফিজের দল ম্যাচটি জিততে না পারায় শেষ চারের সমীকরণ কঠিন হয়ে গেল তাদের জন্য। তবে কঠিন হলেও পয়েন্ট টেবিলের হিসাব বলছে, কাজটা অসম্ভবও নয়। সে ক্ষেত্রে কলকাতার বিপক্ষে রাজস্থানকে ১২০ রানের ব্যবধানে জয় পেতে হবে। 

 পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ১২ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আছে কলকাতা। ১৩ ম্যাচের ৬টিতে জিতেছে শাহরুখের দল। সমানসংখ্যক ম্যাচে একই পয়েন্ট নিয়ে পাঁচে আছে মুম্বাই ইন্ডিয়ানস। ১৩ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ছয়ে পাঞ্জাব কিংস। ১০ পয়েন্ট নিয়ে সাতে থাকা রাজস্থানের তাই শুধু কলকাতাকে ১২০ রানে হারালেই হবে না, তাকিয়ে থাকতে হবে আগামীকাল পাঞ্জাব-চেন্নাই ম্যাচের ফলের দিকে। টেবিলের পাঁচে থাকা মুম্বাইকেও হারতে হবে তলানিতে থাকা সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। কলকাতার বিপক্ষে ১২০ রানের জয়ের সঙ্গে এই সমীকরণগুলো যদি মেলে, তবেই শেষ চারে পা রাখতে পারবে মোস্তাফিজের দল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত