Ajker Patrika

কানপুরে বাংলাদেশ-ভারত টেস্ট শুরু হতে দেরি

নিজস্ব প্রতিবেদক, কানপুর থেকে
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০: ২৬
কানপুরে বাংলাদেশ-ভারত টেস্ট শুরু হতে দেরি

ম্যাচের আগের দিন গতকাল দুপুর থেকে সারা দিনই থেমে থেমে বৃষ্টি হয়েছে কানপুরে। রাতে হয়েছে ভারী বৃষ্টি। স্টেডিয়ামে আসার পথে জমে আছে থোকায় থোকায় পানি। আষ্টে কাদা তো রয়েছেই, মাঠে ঢুকেই চোখ পড়ল ম্যাচের উইকেটে। ছিল ত্রিপলে ঢাকা। আকাশ এখনো মেঘলা। তবে নেই বৃষ্টি। উইকেটের আবরণ সরিয়ে নেওয়া হয়েছে কানপুরে স্থানীয় সময় ৯টার আগে। মাঠকর্মীরা প্রাণান্তকর চেষ্টা করছেন মাঠ প্রস্তুত করতে। সুপার সপার দিয়ে সেচে ফেলা হচ্ছে ঘাসের কোনায় জমে থাকা পানি। কাজ চলছে জোরেশোরে। 

বাংলাদেশ দলের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে আর ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর, পেস বোলিং কোচ মরনে মরকেল উইকেটে দাঁড়িয়ে ম্যাচের চতুর্থ আম্পায়ার বীরেন্দ্র শর্মার সঙ্গে কথাবার্তা বলেছেন।  কিছু সময় হাথুরুসিংহেও কথা বলেন এই ম্যাচ কর্মকর্তার সঙ্গে। ম্যাচ কর্মকর্তা সূত্রে জানা গেছে, বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচ কর্মকর্তারা মাঠ পরিদর্শন করবেন। তার পরই মাঠে কখন টস হতে পারে, সেই সময় চূড়ান্ত করবেন তাঁরা।

এদিকে কানপুর টেস্টকে কেন্দ্র করে পুরো গ্রিন পার্ক স্টেডিয়ামের ১ কিলোমিটার এলাকাকে ‘ফুলপ্রুফ’ চেকিং জোন হিসেবে ঘোষণা করেছে কানপুর পুলিশ। রাস্তার একাধিক প্রবেশদ্বারে ট্রাফিক ডাইভারশন দিয়ে রাখা হয়েছে। স্টেডিয়ামে আসার সময় দর্শকদের একাধিকবার চেকিং করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত