বড্ড দেরিতে ঘুম ভাঙল শ্রীলঙ্কার। সেন্ট লুসিয়ায় নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৩ রানের জয় আজ লঙ্কানরা পেয়েছে ঠিকই, তবে তা তাদের জন্য কোনো কাজে আসেনি। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দুটির ফল নিয়ে তাই আক্ষেপ করছে শ্রীলঙ্কা।
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা শ্রীলঙ্কার জন্য ছিল কেবল নিয়ম রক্ষার। কারণ প্রথম ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে আগেই গ্রুপ পর্বে বিদায়ঘণ্টা বেজে যায় লঙ্কানদের। যেখানে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে ৬ ও ২ উইকেটে হেরে টুর্নামেন্টের শুরুতে বেকায়দায় পড়ে যায় তারা। ডাচদের বিপক্ষে জয়টাই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার প্রথম জয়। লঙ্কানদের সান্ত্বনামূলক জয়ে ম্যাচ-সেরা হয়েছেন চারিথ আসালাঙ্কা। ২১ বলে ৪৬ রানের বিধ্বংসী ইনিংসের পাশাপাশি ফিল্ডিংয়ে দুটি ক্যাচ ধরেছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লঙ্কান বাঁহাতি ব্যাটার বলেন, ‘আসলে প্রথম দুই ম্যাচের ফল নিয়ে কিছুটা হতাশ আমরা। তবে শেষের দিকে দারুণ একটা ম্যাচ গেছে আমাদের।’
এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কা চার ম্যাচ খেলেছে চারটি ভিন্ন ভেন্যুতে। দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে লঙ্কানরা খেলেছে নিউইয়র্ক, ডালাস, ফ্লোরিডা ও সেন্ট লুসিয়ায়, যার মধ্যে ফ্লোরিডায় বজ্রবৃষ্টির কারণে শ্রীলঙ্কা-নেপাল ম্যাচে একটা বলও মাঠে গড়ায়নি। প্রোটিয়া ও বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে মারাত্মক ব্যর্থতার পরিচয় দিয়েছে লঙ্কানরা। সেই শ্রীলঙ্কা নিয়মরক্ষার ম্যাচে আজ ডাচদের কাছে টস হেরে প্রথমে ব্যাটিংয়ের সুবিধা দারুণভাবে কাজে লাগিয়েছে। কোনো ফিফটি না থাকলেও ৬ উইকেটে ২০১ রান করেছে, যা এবারের বিশ্বকাপে মাত্র দ্বিতীয়বার দলীয় ইনিংসে ২০০ বা তার বেশি রান হয়েছে। ডাচ বোলারদের বিপক্ষে আসালাঙ্কা মেরেছেন ৫ ছক্কা ও ১ চার। আসালাঙ্কা বলেন, ‘যুক্তরাষ্ট্রের চেয়ে এখানের কন্ডিশন অনেক ভালো। এমন কন্ডিশনে আমরা উপভোগ করি। ৫ নম্বরে এখানে ব্যাটিং করা কঠিন। কন্ডিশনের সুবিধাটাই কাজে লাগিয়েছি। আমি জানি যে আমাকে আরও একটু ধারাবাহিক হতে হবে।
আরও পড়ুন:
বড্ড দেরিতে ঘুম ভাঙল শ্রীলঙ্কার। সেন্ট লুসিয়ায় নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৩ রানের জয় আজ লঙ্কানরা পেয়েছে ঠিকই, তবে তা তাদের জন্য কোনো কাজে আসেনি। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দুটির ফল নিয়ে তাই আক্ষেপ করছে শ্রীলঙ্কা।
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা শ্রীলঙ্কার জন্য ছিল কেবল নিয়ম রক্ষার। কারণ প্রথম ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে আগেই গ্রুপ পর্বে বিদায়ঘণ্টা বেজে যায় লঙ্কানদের। যেখানে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে ৬ ও ২ উইকেটে হেরে টুর্নামেন্টের শুরুতে বেকায়দায় পড়ে যায় তারা। ডাচদের বিপক্ষে জয়টাই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার প্রথম জয়। লঙ্কানদের সান্ত্বনামূলক জয়ে ম্যাচ-সেরা হয়েছেন চারিথ আসালাঙ্কা। ২১ বলে ৪৬ রানের বিধ্বংসী ইনিংসের পাশাপাশি ফিল্ডিংয়ে দুটি ক্যাচ ধরেছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লঙ্কান বাঁহাতি ব্যাটার বলেন, ‘আসলে প্রথম দুই ম্যাচের ফল নিয়ে কিছুটা হতাশ আমরা। তবে শেষের দিকে দারুণ একটা ম্যাচ গেছে আমাদের।’
এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কা চার ম্যাচ খেলেছে চারটি ভিন্ন ভেন্যুতে। দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে লঙ্কানরা খেলেছে নিউইয়র্ক, ডালাস, ফ্লোরিডা ও সেন্ট লুসিয়ায়, যার মধ্যে ফ্লোরিডায় বজ্রবৃষ্টির কারণে শ্রীলঙ্কা-নেপাল ম্যাচে একটা বলও মাঠে গড়ায়নি। প্রোটিয়া ও বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে মারাত্মক ব্যর্থতার পরিচয় দিয়েছে লঙ্কানরা। সেই শ্রীলঙ্কা নিয়মরক্ষার ম্যাচে আজ ডাচদের কাছে টস হেরে প্রথমে ব্যাটিংয়ের সুবিধা দারুণভাবে কাজে লাগিয়েছে। কোনো ফিফটি না থাকলেও ৬ উইকেটে ২০১ রান করেছে, যা এবারের বিশ্বকাপে মাত্র দ্বিতীয়বার দলীয় ইনিংসে ২০০ বা তার বেশি রান হয়েছে। ডাচ বোলারদের বিপক্ষে আসালাঙ্কা মেরেছেন ৫ ছক্কা ও ১ চার। আসালাঙ্কা বলেন, ‘যুক্তরাষ্ট্রের চেয়ে এখানের কন্ডিশন অনেক ভালো। এমন কন্ডিশনে আমরা উপভোগ করি। ৫ নম্বরে এখানে ব্যাটিং করা কঠিন। কন্ডিশনের সুবিধাটাই কাজে লাগিয়েছি। আমি জানি যে আমাকে আরও একটু ধারাবাহিক হতে হবে।
আরও পড়ুন:
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে