লক্ষ্য ১৩৭ রানের। সেটি সহজেই পেরিয়ে গেল উগান্ডা। পেল এক ঐতিহাসিক জয়ও। ৫ বল হাতে রেখে তাদের ৫ উইকেটের এই জয় যে জিম্বাবুয়ের বিপক্ষে! সেটিও প্রথম সাক্ষাতে। জিম্বাবুয়েনদের একসময় বড় বড় দলকে হারানোর ইতিহাস আছে! কিন্তু এখন যে তারা ঢাল-তলোয়ারহীন যোদ্ধা। তবুও জিম্বাবুয়ের বিপক্ষে জয় তো আনন্দের হবেই। ম্যাচ শেষে সেই জয়ের উচ্ছ্বাসেই ভাসলেন উগান্ডার খেলোয়াড়েরা।
নামিবিয়ায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাছাইপর্বে আফ্রিকান অঞ্চলে লড়ছে সাত দল। সেখানেই এই চমক দেখাল উগান্ডা। উইন্ডহোকের ইউনাইটেড ক্রিকেট ক্লাব ক্লাব গ্রাউন্ডে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৩৬ রান করে জিম্বাবুয়ে। প্রথম ওভারের দ্বিতীয় বলে ওপেনার তাদিওয়ানশে মারুমানিকে হারায় তারা। স্কোরবোর্ডে তখনও কোনো রান জমা হয়নি।
আরেক ওপেনার ইনোসেন্ট কাইয়ার (২৩) সঙ্গে জুটি গড়ে সেই চাপ সামাল দেন শন উইলিয়ামস (২১)। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ অধিনায়ক সিকান্দার রাজা ৩৯ বলে খেলেন ৪৮ রানের ইনিংস। রায়ান বার্ল করেন ১৩ রান। পরের ব্যাটারদের আর কেউ দুই অঙ্কের রানের দেখা পানি। উগান্ডার হয়ে ৩ উইকেট নেন দীনেশ নাকরানি।
লক্ষ্য তাড়ায় শুরুতে বিপদে পড়েছিল উগান্ডাও। স্কোরবোর্ডে ১২ রান জমা হতেই তারা হারায় ২ উইকেট। তবে উইকেটরক্ষক রজার মুকাসা (২৩), আলপেশ রামজানি (৪০), রিজাত আলী শাহ (৪২) ও নাকরানির অপরাজিত ১৪ রানের সুবাদে জয়ের বন্দরে পৌঁছে যায় উগান্ডা। এই জয়ে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলার আশা বাঁচিয়ে রাখল তারা।
তবে তিন ম্যাচের মধ্যে ২ হারে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় পড়ে গেল জিম্বাবুয়ে। দুই পয়েন্ট নিয়ে তালিকার চারে রাজারা। ৪ পয়েন্ট নিয়ে তিনে উগান্ডা। সমান ম্যাচে সমান ৬ পয়েন্ট নিয়ে তাদের উপরে আছে নামিবিয়া ও কেনিয়া।
লক্ষ্য ১৩৭ রানের। সেটি সহজেই পেরিয়ে গেল উগান্ডা। পেল এক ঐতিহাসিক জয়ও। ৫ বল হাতে রেখে তাদের ৫ উইকেটের এই জয় যে জিম্বাবুয়ের বিপক্ষে! সেটিও প্রথম সাক্ষাতে। জিম্বাবুয়েনদের একসময় বড় বড় দলকে হারানোর ইতিহাস আছে! কিন্তু এখন যে তারা ঢাল-তলোয়ারহীন যোদ্ধা। তবুও জিম্বাবুয়ের বিপক্ষে জয় তো আনন্দের হবেই। ম্যাচ শেষে সেই জয়ের উচ্ছ্বাসেই ভাসলেন উগান্ডার খেলোয়াড়েরা।
নামিবিয়ায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাছাইপর্বে আফ্রিকান অঞ্চলে লড়ছে সাত দল। সেখানেই এই চমক দেখাল উগান্ডা। উইন্ডহোকের ইউনাইটেড ক্রিকেট ক্লাব ক্লাব গ্রাউন্ডে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৩৬ রান করে জিম্বাবুয়ে। প্রথম ওভারের দ্বিতীয় বলে ওপেনার তাদিওয়ানশে মারুমানিকে হারায় তারা। স্কোরবোর্ডে তখনও কোনো রান জমা হয়নি।
আরেক ওপেনার ইনোসেন্ট কাইয়ার (২৩) সঙ্গে জুটি গড়ে সেই চাপ সামাল দেন শন উইলিয়ামস (২১)। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ অধিনায়ক সিকান্দার রাজা ৩৯ বলে খেলেন ৪৮ রানের ইনিংস। রায়ান বার্ল করেন ১৩ রান। পরের ব্যাটারদের আর কেউ দুই অঙ্কের রানের দেখা পানি। উগান্ডার হয়ে ৩ উইকেট নেন দীনেশ নাকরানি।
লক্ষ্য তাড়ায় শুরুতে বিপদে পড়েছিল উগান্ডাও। স্কোরবোর্ডে ১২ রান জমা হতেই তারা হারায় ২ উইকেট। তবে উইকেটরক্ষক রজার মুকাসা (২৩), আলপেশ রামজানি (৪০), রিজাত আলী শাহ (৪২) ও নাকরানির অপরাজিত ১৪ রানের সুবাদে জয়ের বন্দরে পৌঁছে যায় উগান্ডা। এই জয়ে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলার আশা বাঁচিয়ে রাখল তারা।
তবে তিন ম্যাচের মধ্যে ২ হারে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় পড়ে গেল জিম্বাবুয়ে। দুই পয়েন্ট নিয়ে তালিকার চারে রাজারা। ৪ পয়েন্ট নিয়ে তিনে উগান্ডা। সমান ম্যাচে সমান ৬ পয়েন্ট নিয়ে তাদের উপরে আছে নামিবিয়া ও কেনিয়া।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৯ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১১ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে