Ajker Patrika

সুরক্ষাবলয় ভেঙেছে, মানছেন না সৌরভ গাঙ্গুলী

সুরক্ষাবলয় ভেঙেছে, মানছেন না সৌরভ গাঙ্গুলী

ঢাকা: আইপিএল স্থগিত হওয়ার পরও ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) শুনতে হচ্ছে অনেক সমালোচনা। জৈব সুরক্ষাবলয়ের মধ্যে থেকে কীভাবে খেলোয়াড়, কর্মচারীরা করোনায় আক্রান্ত হলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কিন্তু সৌরভ গাঙ্গুলী তা মানতে নারাজ।

আইপিএলের চার ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়, কর্মচারী করোনা আক্রান্ত হওয়ার পরই গত মঙ্গলবার টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিসিআই। অনেকেই তখন জৈব সুরক্ষাবলয় নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে সৌরভ বলেছেন ভিন্ন কথা। এ নিয়ে বিসিসিআই সভাপতির যুক্তি, ‘আমি তা মনে করি না। যে প্রতিবেদন আমরা পেয়েছি তাতে জৈব সুরক্ষাবলয় ভাঙার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে কীভাবে এটা ঘটেছে তা বলা মুশকিল।’

সুরক্ষাবলয়ের সাফাই গাইতে গিয়ে সৌরভ উদাহরণ টেনেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলারদের কোভিড পজিটিভ হওয়ার ঘটনা। তিনি বলছেন, ‘করোনা নিয়ন্ত্রণ করা খুব একটা সহজ কাজ নয়। ইংলিশ প্রিমিয়ার লিগ যখন চলছিল, সেখানেও একই ঘটনা ঘটেছিল। ম্যানচেস্টার সিটি, আর্সেনালের খেলোয়াড়েরা আক্রান্ত হয়েছিল।’

স্থগিত হওয়া আইপিএলের নতুন সূচি কখন হতে পারে, এটি নিয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি সৌরভ। বিসিসিআই সভাপতি জানিয়েছেন, সামনে অনেক ব্যস্ত সূচি। এখন নতুন করে সূচি করা অনেক কঠিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত