ক্রীড়া ডেস্ক
এক ম্যাচ রান করলে দীর্ঘদিন ঘুমিয়ে থাকে লিটন দাসের ব্যাট। বোঝাই যাচ্ছে, তাঁর পারফরম্যান্সে ধারাবাহিকতার কী পরিমাণ অভাব। এমনকি কোচ ফিল সিমন্সও গতকাল বলেছিলেন, ‘লিটনের আত্মবিশ্বাস কমে গেছে।’ কোচের এমন কথা বলার ঠিক পরদিনই জেগে উঠলেন লিটন।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে শূন্য রান করার পর বাকি দুই ম্যাচে সুযোগই পাননি একাদশে। টি-টোয়েন্টিতে গত বৃহস্পতিবার একাদশে অধিনায়ক হয়ে ফিরে করেছিলেন ১১ বলে ৬ রান। তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছিল ব্যঙ্গ বিদ্রুপও। ডাম্বুলায় আজ তিনি ব্যঙ্গ বিদ্রুপ-সমালোচনার জবাব দিলেন মাঠের পারফরম্যান্সে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫০ বলে খেলেছেন ৭৬ রানের ইনিংস। অধিনায়কের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ করেছে ১৭৭ রান।
টস জিতে আজও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। শুরুতে ব্যাটিং পেয়ে ইনিংসের ষষ্ঠ বলেই উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই পারভেজ হোসেন ইমন বোল্ড হয়ে যান লঙ্কান পেসার নুয়ান থুসারার বলে। ঠিক তার পরের ওভারেই বাংলাদেশ হারায় তানজিদ হাসান তামিমের (২) উইকেট। বিনুরা ফার্নান্দোর বলে কাট করতে যান তানজিদ তামিম। এজ হওয়া বল প্রথম স্লিপ থেকে উড়ে ধরেন কুশল পেরেরা।
দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ২ ওভারে ২ উইকেটে ৭ রান। বেকায়দায় পড়া বাংলাদেশকে টেনে তোলার দায়িত্ব নেন লিটন ও তাওহীদ হৃদয়। ৫৫ বলে ৬৯ রানের জুটি গড়েন তাঁরা (লিটন-হৃদয়)। ১২তম ওভারের প্রথম বলে হৃদয়কে (৩১) ফিরিয়ে জুটি ভাঙেন বিনুরা। একই ওভারে তিনি (বিনুরা) নিয়েছেন মেহেদী হাসান মিরাজের (১) উইকেট। লঙ্কান বাঁহাতি পেসারের জোড়া আঘাতে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১১.৪ ওভারে ৪ উইকেটে ৭৮ রান।
ছয় নম্বরে ব্যাটিংয়ে নামেন শামীম হোসেন পাটোয়ারী। তিনি ও লিটন এরপর লঙ্কান বোলারদের ইচ্ছেমতো পেটাতে থাকেন। পঞ্চম উইকেটে ৩৯ বলে ৭৭ রানের জুটি গড়েন তাঁরা (লিটন-শামীম)। ১৯তম ওভারের প্রথম বলে লিটনকে ফিরিয়ে বিস্ফোরক এই জুটি ভাঙেন মাহিশ তিকশানা। ৫০ বলে ১ চার ও ৫ ছক্কায় লিটন করেন ৭৬ রান। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটা তাঁর ১২তম ফিফটি।
লিটনের জেগে ওঠার ম্যাচে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে করেছে ৭ উইকেটে ১৭৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন শামীম হোসেন পাটোয়ারী। ২৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৮ রান করেন তিনি। শ্রীলঙ্কার বিনুরা ফার্নান্দো নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেন ৩১ রান। একটি করে উইকেট পেয়েছেন তুষারা ও তিকশানা।
লিটন আজ যে ইনিংস খেলেছেন, তাতে শ্রীলঙ্কার ফিল্ডারদের কাছে কৃতজ্ঞ থাকতে পারেন। দশম ওভারের তৃতীয় বলে তাঁকে এগিয়ে আসতে দেখে অনেকটা বাইরে বল ছোড়েন জেফরি ভ্যান্ডারসে। হাতে যথেষ্ট সময় থাকা সত্ত্বেও স্টাম্পিং করতে পারেননি লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিস। ভ্যান্ডারসের বলটা হয়ে যায় ওয়াইড। লিটনের স্কোর ছিল তখন ৩০ রান। ব্যক্তিগত ৫৬ রানে আবার তিনি জীবন পান। ১৬তম ওভারের চতুর্থ বলে ভ্যান্ডারসেকে তুলে মারতে যান লিটন। এজ হওয়া বল লং অন থেকে দৌড়ে এসে তালুবন্দী করতে পারেননি তিকশানা।
ডাম্বুলায় বাংলাদেশ আজ নেমেছে সিরিজে সমতায় ফেরার লক্ষ্যে। এই ম্যাচে লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশের একাদশে রয়েছে তিন পরিবর্তন। নাঈম শেখ, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের পরিবর্তে এসেছেন জাকের আলী অনিক, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। অন্যদিকে শ্রীলঙ্কা খেলছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
এক ম্যাচ রান করলে দীর্ঘদিন ঘুমিয়ে থাকে লিটন দাসের ব্যাট। বোঝাই যাচ্ছে, তাঁর পারফরম্যান্সে ধারাবাহিকতার কী পরিমাণ অভাব। এমনকি কোচ ফিল সিমন্সও গতকাল বলেছিলেন, ‘লিটনের আত্মবিশ্বাস কমে গেছে।’ কোচের এমন কথা বলার ঠিক পরদিনই জেগে উঠলেন লিটন।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে শূন্য রান করার পর বাকি দুই ম্যাচে সুযোগই পাননি একাদশে। টি-টোয়েন্টিতে গত বৃহস্পতিবার একাদশে অধিনায়ক হয়ে ফিরে করেছিলেন ১১ বলে ৬ রান। তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছিল ব্যঙ্গ বিদ্রুপও। ডাম্বুলায় আজ তিনি ব্যঙ্গ বিদ্রুপ-সমালোচনার জবাব দিলেন মাঠের পারফরম্যান্সে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫০ বলে খেলেছেন ৭৬ রানের ইনিংস। অধিনায়কের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ করেছে ১৭৭ রান।
টস জিতে আজও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। শুরুতে ব্যাটিং পেয়ে ইনিংসের ষষ্ঠ বলেই উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই পারভেজ হোসেন ইমন বোল্ড হয়ে যান লঙ্কান পেসার নুয়ান থুসারার বলে। ঠিক তার পরের ওভারেই বাংলাদেশ হারায় তানজিদ হাসান তামিমের (২) উইকেট। বিনুরা ফার্নান্দোর বলে কাট করতে যান তানজিদ তামিম। এজ হওয়া বল প্রথম স্লিপ থেকে উড়ে ধরেন কুশল পেরেরা।
দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ২ ওভারে ২ উইকেটে ৭ রান। বেকায়দায় পড়া বাংলাদেশকে টেনে তোলার দায়িত্ব নেন লিটন ও তাওহীদ হৃদয়। ৫৫ বলে ৬৯ রানের জুটি গড়েন তাঁরা (লিটন-হৃদয়)। ১২তম ওভারের প্রথম বলে হৃদয়কে (৩১) ফিরিয়ে জুটি ভাঙেন বিনুরা। একই ওভারে তিনি (বিনুরা) নিয়েছেন মেহেদী হাসান মিরাজের (১) উইকেট। লঙ্কান বাঁহাতি পেসারের জোড়া আঘাতে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১১.৪ ওভারে ৪ উইকেটে ৭৮ রান।
ছয় নম্বরে ব্যাটিংয়ে নামেন শামীম হোসেন পাটোয়ারী। তিনি ও লিটন এরপর লঙ্কান বোলারদের ইচ্ছেমতো পেটাতে থাকেন। পঞ্চম উইকেটে ৩৯ বলে ৭৭ রানের জুটি গড়েন তাঁরা (লিটন-শামীম)। ১৯তম ওভারের প্রথম বলে লিটনকে ফিরিয়ে বিস্ফোরক এই জুটি ভাঙেন মাহিশ তিকশানা। ৫০ বলে ১ চার ও ৫ ছক্কায় লিটন করেন ৭৬ রান। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটা তাঁর ১২তম ফিফটি।
লিটনের জেগে ওঠার ম্যাচে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে করেছে ৭ উইকেটে ১৭৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন শামীম হোসেন পাটোয়ারী। ২৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৮ রান করেন তিনি। শ্রীলঙ্কার বিনুরা ফার্নান্দো নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেন ৩১ রান। একটি করে উইকেট পেয়েছেন তুষারা ও তিকশানা।
লিটন আজ যে ইনিংস খেলেছেন, তাতে শ্রীলঙ্কার ফিল্ডারদের কাছে কৃতজ্ঞ থাকতে পারেন। দশম ওভারের তৃতীয় বলে তাঁকে এগিয়ে আসতে দেখে অনেকটা বাইরে বল ছোড়েন জেফরি ভ্যান্ডারসে। হাতে যথেষ্ট সময় থাকা সত্ত্বেও স্টাম্পিং করতে পারেননি লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিস। ভ্যান্ডারসের বলটা হয়ে যায় ওয়াইড। লিটনের স্কোর ছিল তখন ৩০ রান। ব্যক্তিগত ৫৬ রানে আবার তিনি জীবন পান। ১৬তম ওভারের চতুর্থ বলে ভ্যান্ডারসেকে তুলে মারতে যান লিটন। এজ হওয়া বল লং অন থেকে দৌড়ে এসে তালুবন্দী করতে পারেননি তিকশানা।
ডাম্বুলায় বাংলাদেশ আজ নেমেছে সিরিজে সমতায় ফেরার লক্ষ্যে। এই ম্যাচে লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশের একাদশে রয়েছে তিন পরিবর্তন। নাঈম শেখ, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের পরিবর্তে এসেছেন জাকের আলী অনিক, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। অন্যদিকে শ্রীলঙ্কা খেলছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিবারের সঙ্গে কদিন ছুটি কাটাতে গেছেন মেলবোর্নে। ছুটি শেষে ১৮ আগস্ট ঢাকায় ফিরে আসার কথা তাঁর। এরপর শুরু সভাপতি হিসেবে বুলবুলের সংক্ষিপ্ত মেয়াদের বাকি অংশ।
৩৩ মিনিট আগেফ্লোরিডার লডারহিলে গতকাল জেসন হোল্ডারের শেষ বলের বাউন্ডারিতে ওয়েস্ট ইন্ডিজ টানা ৯ হারের পর জয়ের দেখা পেয়েছিল। তাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আশা তৈরি হয়েছিল উইন্ডিজের। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই ফের যখন মাঠে নামল উইন্ডিজ, এবার তারা মাঠ ছাড়ল হারের হতাশা নিয়েই।
১ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর হিসেবে গামিনি ডি সিলভাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। মিরপুরের উইকেটকে ‘মাইনফিল্ডে পরিণত করে বাংলাদেশ দল শক্তিশালী দলের বিপক্ষে মাঝে মধ্যে সাফল্য পেলেও তাতে যতটা না প্রশংসা, তার চেয়ে বেশি নিন্দিত-সমালোচিত হয়েছেন গামিনি।
১ ঘণ্টা আগেকোচ হিসেবে মোহাম্মদ আশরাফুল যাত্রা শুরু করেছেন গত বছর। তবে এনসিএল বা জাতীয় লিগের কোচ হলেন প্রথমবার। সেপ্টেম্বরে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে বরিশালের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি।
১ ঘণ্টা আগে