শুরুতে দ্রুত উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল ভারত। দলের বিপর্যয়ের সময় ঢাল হলেন ইশান কিষান ও হার্দিক পান্ডিয়া। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে এশিয়া কাপের ম্যাচে আগে ব্যাটিং করে পাকিস্তানকে ২৬৭ রানের লক্ষ্য দিয়েছে ভারত।
দলকে চ্যালেঞ্জিং স্কোর গড়ে দেওয়ার পথে অবদান রাখলেও পান্ডিয়া ও ইশান ড্রেসিংরুমে ফিরেছেন সেঞ্চুরির আক্ষেপ নিয়েই। ৮২ রান করে আউট হন ইশান এবং পান্ডিয়া ফেরেন ৮৭ রানে। ৬৬ রানে ভারতের ৪ উইকেট নিয়ে পেস বোলাররা পাকিস্তানকে দুর্দান্ত শুরু এনে দিলেও স্পিনাররা মাঝের ওভারে উইকেট নিতে ব্যর্থ হয়েছিলেন। শেষে আবার তোপ দাগলেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহই।
৪৮.৫ ওভারে ২৬৬ রানে অলআউট হয়েছে ভারত। ১০ উইকেটের সবগুলোই নিয়েছেন পাকিস্তানের তিন পেসার। আফ্রিদি নিয়েছেন চার উইকেট, তিনটি করে নিয়েছেন নাসিম ও রউফ।
৬৬ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল ভারত। তবে সেই চাপ ইশান ও পান্ডিয়ার ব্যাটে সামলিয়ে ওঠে তারা। পঞ্চম উইকেটে ১৪১ বলে ১৩৮ রানে দারুণ এক জুটি গড়েন এই দুই ব্যাটার। ৮১ বলে ৮২ রান করে রউফের শিকার হয়ে ফেরেন ইশান। ৯ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ৯০ বলে ৮৭ রান করে আফ্রিদির শিকার হন পান্ডিয়া। সাতটি চার ও একটি ছক্কা ছিল তাঁর ইনিংসে।
এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। কিন্তু আফ্রিদির সামনে এই সতর্কতা বেশিক্ষণ টেকেনি। বৃষ্টি বন্ধ হয়ে আবার খেলা শুরু হলে, ভারতের ব্যাটিং অর্ডার জোড়া আঘাত হানেন এই বাঁহাতি পেসার।
দুর্দান্ত দুই ডেলিভারিতে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ–রোহিত ও বিরাট কোহলির উইকেট তুলে নিলেন আফ্রিদি। চোট থেকে ফেরা শ্রেয়াস আয়ার ভালো শুরুর ইঙ্গিত দিলেও থিতু হতে দেননি হারিস রউফ। পাওয়ার প্লেতে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে চাপে ভারত।
পঞ্চম ওভারের শেষ বলে আফ্রিদির দারুণ ইনসুইঙ্গারে বোল্ড হলেন রোহিত। ২২ বলে ১১ রান আসে ভারতীয় অধিনায়কের ব্যাট থেকে। সব মিলিয়ে রোহিতকে তৃতীয়বার নিজের শিকার বানালেন আফ্রিদি।
কোহলিকেও দাঁড়াতে দেননি আফ্রিদি। সপ্তম ওভারের তৃতীয় বলে ইনসাইড এজে বোল্ড হলেন কোহলি। ৭ বলে ৪ রান করেন তিনি। দশম ওভারে শর্ট বলে আয়ারকে বোকা বানালেন রউফের। পুল শট খেলতে গিয়ে মিড উইকেটে ফখর জামানের হাতে ক্যাচ দেন। ৯ বলে ১৪ রান আসে তাঁর ব্যাট থেকে। শেষ দিকে জসপ্রিত বুমরা ১৪ বলে ১৬ রান করেন।
শুরুতে দ্রুত উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল ভারত। দলের বিপর্যয়ের সময় ঢাল হলেন ইশান কিষান ও হার্দিক পান্ডিয়া। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে এশিয়া কাপের ম্যাচে আগে ব্যাটিং করে পাকিস্তানকে ২৬৭ রানের লক্ষ্য দিয়েছে ভারত।
দলকে চ্যালেঞ্জিং স্কোর গড়ে দেওয়ার পথে অবদান রাখলেও পান্ডিয়া ও ইশান ড্রেসিংরুমে ফিরেছেন সেঞ্চুরির আক্ষেপ নিয়েই। ৮২ রান করে আউট হন ইশান এবং পান্ডিয়া ফেরেন ৮৭ রানে। ৬৬ রানে ভারতের ৪ উইকেট নিয়ে পেস বোলাররা পাকিস্তানকে দুর্দান্ত শুরু এনে দিলেও স্পিনাররা মাঝের ওভারে উইকেট নিতে ব্যর্থ হয়েছিলেন। শেষে আবার তোপ দাগলেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহই।
৪৮.৫ ওভারে ২৬৬ রানে অলআউট হয়েছে ভারত। ১০ উইকেটের সবগুলোই নিয়েছেন পাকিস্তানের তিন পেসার। আফ্রিদি নিয়েছেন চার উইকেট, তিনটি করে নিয়েছেন নাসিম ও রউফ।
৬৬ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল ভারত। তবে সেই চাপ ইশান ও পান্ডিয়ার ব্যাটে সামলিয়ে ওঠে তারা। পঞ্চম উইকেটে ১৪১ বলে ১৩৮ রানে দারুণ এক জুটি গড়েন এই দুই ব্যাটার। ৮১ বলে ৮২ রান করে রউফের শিকার হয়ে ফেরেন ইশান। ৯ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ৯০ বলে ৮৭ রান করে আফ্রিদির শিকার হন পান্ডিয়া। সাতটি চার ও একটি ছক্কা ছিল তাঁর ইনিংসে।
এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। কিন্তু আফ্রিদির সামনে এই সতর্কতা বেশিক্ষণ টেকেনি। বৃষ্টি বন্ধ হয়ে আবার খেলা শুরু হলে, ভারতের ব্যাটিং অর্ডার জোড়া আঘাত হানেন এই বাঁহাতি পেসার।
দুর্দান্ত দুই ডেলিভারিতে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ–রোহিত ও বিরাট কোহলির উইকেট তুলে নিলেন আফ্রিদি। চোট থেকে ফেরা শ্রেয়াস আয়ার ভালো শুরুর ইঙ্গিত দিলেও থিতু হতে দেননি হারিস রউফ। পাওয়ার প্লেতে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে চাপে ভারত।
পঞ্চম ওভারের শেষ বলে আফ্রিদির দারুণ ইনসুইঙ্গারে বোল্ড হলেন রোহিত। ২২ বলে ১১ রান আসে ভারতীয় অধিনায়কের ব্যাট থেকে। সব মিলিয়ে রোহিতকে তৃতীয়বার নিজের শিকার বানালেন আফ্রিদি।
কোহলিকেও দাঁড়াতে দেননি আফ্রিদি। সপ্তম ওভারের তৃতীয় বলে ইনসাইড এজে বোল্ড হলেন কোহলি। ৭ বলে ৪ রান করেন তিনি। দশম ওভারে শর্ট বলে আয়ারকে বোকা বানালেন রউফের। পুল শট খেলতে গিয়ে মিড উইকেটে ফখর জামানের হাতে ক্যাচ দেন। ৯ বলে ১৪ রান আসে তাঁর ব্যাট থেকে। শেষ দিকে জসপ্রিত বুমরা ১৪ বলে ১৬ রান করেন।
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৩৬ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৪১ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১ ঘণ্টা আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
১ ঘণ্টা আগে