শুরুতে দ্রুত উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল ভারত। দলের বিপর্যয়ের সময় ঢাল হলেন ইশান কিষান ও হার্দিক পান্ডিয়া। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে এশিয়া কাপের ম্যাচে আগে ব্যাটিং করে পাকিস্তানকে ২৬৭ রানের লক্ষ্য দিয়েছে ভারত।
দলকে চ্যালেঞ্জিং স্কোর গড়ে দেওয়ার পথে অবদান রাখলেও পান্ডিয়া ও ইশান ড্রেসিংরুমে ফিরেছেন সেঞ্চুরির আক্ষেপ নিয়েই। ৮২ রান করে আউট হন ইশান এবং পান্ডিয়া ফেরেন ৮৭ রানে। ৬৬ রানে ভারতের ৪ উইকেট নিয়ে পেস বোলাররা পাকিস্তানকে দুর্দান্ত শুরু এনে দিলেও স্পিনাররা মাঝের ওভারে উইকেট নিতে ব্যর্থ হয়েছিলেন। শেষে আবার তোপ দাগলেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহই।
৪৮.৫ ওভারে ২৬৬ রানে অলআউট হয়েছে ভারত। ১০ উইকেটের সবগুলোই নিয়েছেন পাকিস্তানের তিন পেসার। আফ্রিদি নিয়েছেন চার উইকেট, তিনটি করে নিয়েছেন নাসিম ও রউফ।
৬৬ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল ভারত। তবে সেই চাপ ইশান ও পান্ডিয়ার ব্যাটে সামলিয়ে ওঠে তারা। পঞ্চম উইকেটে ১৪১ বলে ১৩৮ রানে দারুণ এক জুটি গড়েন এই দুই ব্যাটার। ৮১ বলে ৮২ রান করে রউফের শিকার হয়ে ফেরেন ইশান। ৯ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ৯০ বলে ৮৭ রান করে আফ্রিদির শিকার হন পান্ডিয়া। সাতটি চার ও একটি ছক্কা ছিল তাঁর ইনিংসে।
এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। কিন্তু আফ্রিদির সামনে এই সতর্কতা বেশিক্ষণ টেকেনি। বৃষ্টি বন্ধ হয়ে আবার খেলা শুরু হলে, ভারতের ব্যাটিং অর্ডার জোড়া আঘাত হানেন এই বাঁহাতি পেসার।
দুর্দান্ত দুই ডেলিভারিতে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ–রোহিত ও বিরাট কোহলির উইকেট তুলে নিলেন আফ্রিদি। চোট থেকে ফেরা শ্রেয়াস আয়ার ভালো শুরুর ইঙ্গিত দিলেও থিতু হতে দেননি হারিস রউফ। পাওয়ার প্লেতে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে চাপে ভারত।
পঞ্চম ওভারের শেষ বলে আফ্রিদির দারুণ ইনসুইঙ্গারে বোল্ড হলেন রোহিত। ২২ বলে ১১ রান আসে ভারতীয় অধিনায়কের ব্যাট থেকে। সব মিলিয়ে রোহিতকে তৃতীয়বার নিজের শিকার বানালেন আফ্রিদি।
কোহলিকেও দাঁড়াতে দেননি আফ্রিদি। সপ্তম ওভারের তৃতীয় বলে ইনসাইড এজে বোল্ড হলেন কোহলি। ৭ বলে ৪ রান করেন তিনি। দশম ওভারে শর্ট বলে আয়ারকে বোকা বানালেন রউফের। পুল শট খেলতে গিয়ে মিড উইকেটে ফখর জামানের হাতে ক্যাচ দেন। ৯ বলে ১৪ রান আসে তাঁর ব্যাট থেকে। শেষ দিকে জসপ্রিত বুমরা ১৪ বলে ১৬ রান করেন।
শুরুতে দ্রুত উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল ভারত। দলের বিপর্যয়ের সময় ঢাল হলেন ইশান কিষান ও হার্দিক পান্ডিয়া। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে এশিয়া কাপের ম্যাচে আগে ব্যাটিং করে পাকিস্তানকে ২৬৭ রানের লক্ষ্য দিয়েছে ভারত।
দলকে চ্যালেঞ্জিং স্কোর গড়ে দেওয়ার পথে অবদান রাখলেও পান্ডিয়া ও ইশান ড্রেসিংরুমে ফিরেছেন সেঞ্চুরির আক্ষেপ নিয়েই। ৮২ রান করে আউট হন ইশান এবং পান্ডিয়া ফেরেন ৮৭ রানে। ৬৬ রানে ভারতের ৪ উইকেট নিয়ে পেস বোলাররা পাকিস্তানকে দুর্দান্ত শুরু এনে দিলেও স্পিনাররা মাঝের ওভারে উইকেট নিতে ব্যর্থ হয়েছিলেন। শেষে আবার তোপ দাগলেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহই।
৪৮.৫ ওভারে ২৬৬ রানে অলআউট হয়েছে ভারত। ১০ উইকেটের সবগুলোই নিয়েছেন পাকিস্তানের তিন পেসার। আফ্রিদি নিয়েছেন চার উইকেট, তিনটি করে নিয়েছেন নাসিম ও রউফ।
৬৬ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল ভারত। তবে সেই চাপ ইশান ও পান্ডিয়ার ব্যাটে সামলিয়ে ওঠে তারা। পঞ্চম উইকেটে ১৪১ বলে ১৩৮ রানে দারুণ এক জুটি গড়েন এই দুই ব্যাটার। ৮১ বলে ৮২ রান করে রউফের শিকার হয়ে ফেরেন ইশান। ৯ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ৯০ বলে ৮৭ রান করে আফ্রিদির শিকার হন পান্ডিয়া। সাতটি চার ও একটি ছক্কা ছিল তাঁর ইনিংসে।
এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। কিন্তু আফ্রিদির সামনে এই সতর্কতা বেশিক্ষণ টেকেনি। বৃষ্টি বন্ধ হয়ে আবার খেলা শুরু হলে, ভারতের ব্যাটিং অর্ডার জোড়া আঘাত হানেন এই বাঁহাতি পেসার।
দুর্দান্ত দুই ডেলিভারিতে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ–রোহিত ও বিরাট কোহলির উইকেট তুলে নিলেন আফ্রিদি। চোট থেকে ফেরা শ্রেয়াস আয়ার ভালো শুরুর ইঙ্গিত দিলেও থিতু হতে দেননি হারিস রউফ। পাওয়ার প্লেতে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে চাপে ভারত।
পঞ্চম ওভারের শেষ বলে আফ্রিদির দারুণ ইনসুইঙ্গারে বোল্ড হলেন রোহিত। ২২ বলে ১১ রান আসে ভারতীয় অধিনায়কের ব্যাট থেকে। সব মিলিয়ে রোহিতকে তৃতীয়বার নিজের শিকার বানালেন আফ্রিদি।
কোহলিকেও দাঁড়াতে দেননি আফ্রিদি। সপ্তম ওভারের তৃতীয় বলে ইনসাইড এজে বোল্ড হলেন কোহলি। ৭ বলে ৪ রান করেন তিনি। দশম ওভারে শর্ট বলে আয়ারকে বোকা বানালেন রউফের। পুল শট খেলতে গিয়ে মিড উইকেটে ফখর জামানের হাতে ক্যাচ দেন। ৯ বলে ১৪ রান আসে তাঁর ব্যাট থেকে। শেষ দিকে জসপ্রিত বুমরা ১৪ বলে ১৬ রান করেন।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে