Ajker Patrika

বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, দুবাই
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৯: ৫৬
বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে সাকিব আল হাসানের। গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার। জানা গেছে, চোট থেকে সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগবে সাকিবের। 

সেই ম্যাচে ফিল্ডিংয়ের সময় পাওয়া চোট নিয়েই বোলিং-ব্যাটিং করেন সাকিব। ব্যাটিংয়ে তিন নাম্বার পজিশন থেকে উঠে আসেন ওপেনিংয়ে। ম্যাচ শেষে তিন দিনের পর্যবেক্ষণে থাকার কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই চোটেই শেষ পর্যন্ত বিশ্বকাপই শেষ হয়ে গেল এই অলরাউন্ডারের।

দুবাইয়ে খেলা দেখতে আসা বিসিবি পরিচালক আকরাম খান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সাকিবের বিকল্প হিসেবে এখন পর্যন্ত কাউকে নেওয়ার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি। পরের ম্যাচগুলোতে সাকিবের জায়গায় দেখা যেতে পারে নাসুম আহমেদকে। 

টানা তিন ম্যাচ হেরে সেমিফাইনালের স্বপ্ন এরই মধ্যে শেষ হয়ে গেছে বাংলাদেশের! সুপার টুয়েলভে আর দুটি ম্যাচ বাকি আছে মাহমুদউল্লাহর দলের। আগামী মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা ও বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। স্বাভাবিকভাবে এই দুই ম্যাচে দেখা যাবে না এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সফল পারফরমার সাকিবকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

নির্বাচনের আগে কোনো বৈধ অস্ত্র ফেরত দেবে না সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত