Ajker Patrika

ফাইনালে তামিমের জন্য বিসিবির বিশেষ আয়োজন

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩: ০১
তামিম ইকবালের বরিশাল কাল খেলছে বিপিএলের ফাইনাল। ছবি: আজকের পত্রিকা
তামিম ইকবালের বরিশাল কাল খেলছে বিপিএলের ফাইনাল। ছবি: আজকের পত্রিকা

চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে তামিম ইকবালকে জাতীয় দলে ফেরাতে অনুরোধ করেছিলেন নির্বাচকেরা। তবে সেই প্রস্তাব ফিরিয়ে বরং আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানিয়ে দেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। ১৭ বছরের বর্ণিল ক্যারিয়ারকে শ্রদ্ধা জানাতে আগামীকাল বিপিএলের ফাইনালে তামিমের জন্য বিশেষ আয়োজন রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরস্কার বিতরণীর আগেই সম্মাননা তুলে দেওয়া হবে তাঁর হাতে।

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা তামিম বাংলাদেশের হয়ে খেলেছেন ৭০ টেস্ট, ২৪৩ ওয়ানডে ও ৭৮ টি-টোয়েন্টি। তিন ফরম্যাট মিলিয়ে ১৫ হাজার ২৪৯ রান করেছেন বাঁহাতি এই ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন তামিম। আজ মিরপুরেও বলেছেন একই কথা।

২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তান সিরিজের মধ্যে আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তামিম। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে পরের দিনই সিদ্ধান্ত পাল্টান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে নানা ঘটনায় তামিমের আর ফেরা হয়নি জাতীয় দলে। গত মাসে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন আর নয় আন্তর্জাতিক ক্রিকেট।

বিপিএলের ফাইনালে কাল শেরেবাংলা স্টেডিয়ামে চিটাগং কিংসের মুখোমুখি হবে তামিমেরই ফরচুন বরিশাল। গত আসরে বরিশালকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছেন তিনি। তাই তাঁর সামনে সুযোগ থাকছে অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয়বার শিরোপা ছোঁয়ার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত