Ajker Patrika

দ্রুততম ফিফটির রেকর্ডে ডি ভিলিয়ার্সের পাশে উইন্ডিজ ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৩ মে ২০২৫, ২২: ০৪
১৬ বলে ফিফটি করে ওয়ানডেতে যৌথভাবে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন ফোর্ড ও ডি ভিলিয়ার্স। ছবি: এক্স
১৬ বলে ফিফটি করে ওয়ানডেতে যৌথভাবে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন ফোর্ড ও ডি ভিলিয়ার্স। ছবি: এক্স

আর মাত্র ১ বল আগে হলেই রেকর্ডটা পুরোপুরি নিজের হয়ে যেত ম্যাথু ফোর্ডের। যেভাবে আজ ফোর্ড ডাবলিনে আয়ারল্যান্ডের বোলারদের বেধড়ক পেটাচ্ছিলেন, তাতে ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ডটা ফোর্ডের নামেই হতো। সেটা না হলেও এবি ডি ভিলিয়ার্সের পাশে এখন বসে গেছে ফোর্ডের নাম।

ডাবলিনে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ওয়েস্ট ইন্ডিজের স্কোর যখন ৪৩.১ ওভারে ৬ উইকেটে ২৪৬ রান, তখন ব্যাটিংয়ে নামেন ফোর্ড। আট নম্বরে নেমে ১৯ বলে ৮ ছক্কা ও ২ চারে ৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ঝড় তোলার পথে ক্যারিবীয় এই ব্যাটার ১৬ বলে ফিফটি করেছেন। তাতে ওয়ানডেতে যৌথভাবে দ্রুততম ফিফটির রেকর্ডে ফোর্ড বসেছেন ডি ভিলিয়ার্সের পাশে। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ বলে ফিফটি করেছিলেন ডি ভিলিয়ার্স। ৩১ বলে সেঞ্চুরি করে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা নিজের নামে করে নিয়েছিলেন এই ম্যাচেই। সেই রেকর্ড এখনো অক্ষত রয়েছে।

ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ডে ফোর্ড-ডি ভিলিয়ার্সের পরে ১৭ বলে ফিফটির রেকর্ড আছে চার ক্রিকেটারের। যাঁদের মধ্যে আছেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার সনাথ জয়সুরিয়া ও কুশল পেরেরা। জয়সুরিয়া-পেরেরা দুজনের ফিফটি ১৭ বলে। দুই লঙ্কান ক্রিকেটারই রেকর্ড করেছিলেন পাকিস্তানের বিপক্ষে। ১৯৯৬ সালে সিঙ্গাপুরে ১৭ বলে ফিফটি করেছিলেন জয়সুরিয়া। পেরেরা ঝোড়ো ফিফটি ২০১৫ সালে করেছিলেন পাল্লেকেলেতে। ১৭ বলে ফিফটি করা অপর দুই ক্রিকেটার হলেন মার্টিন গাপটিল ও লিয়াম লিভিংস্টোন। গাপটিলের ফিফটির রেকর্ড ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ক্রাইস্টচার্চে। লিভিংস্টোন ১৭ বলে ফিফটি করেছিলেন ২০২২ সালে আমস্টিলভিনে নেদারল্যান্ডসের বিপক্ষে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আয়ারল্যান্ড। ডাবলিনে পরশু রাতে সিরিজের প্রথম ওয়ানডেতে উইন্ডিজকে ১২৪ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। সিরিজে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের। ফোর্ডের রেকর্ডের দিনে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তাঁরই সতীর্থ কিসি কার্টি। ১০৯ বলে ১৩ চার ও ২ ছক্কায় কার্টি করেছেন ১০৩ রান। ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫২ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির বাগড়ায় খেলা এখন বন্ধ আছে।

ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ড
নামবল দল প্রতিপক্ষ সাল
ম্যাথু ফোর্ড১৬ওয়েস্ট ইন্ডিজআয়ারল্যান্ড২০২৫
এবি ডি ভিলিয়ার্স১৬দক্ষিণ আফ্রিকাওয়েস্ট ইন্ডিজ২০১৫
সনাথ জয়সুরিয়া১৭শ্রীলঙ্কাপাকিস্তান১৯৯৬
কুশল পেরেরা১৭শ্রীলঙ্কাপাকিস্তান২০১৫
মার্টিন গাপটিল১৭নিউজিল্যান্ডশ্রীলঙ্কা২০১৫
লিয়াম লিভিংস্টোন১৭ইংল্যান্ডনেদারল্যান্ডস২০২২
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন, পরিস্থিতি নিয়ে যা বলছে রাজনৈতিক দল ও উপদেষ্টারা

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ লেখা পোস্টটি সরিয়ে ফেললেন ফয়েজ তৈয়্যব

দেশে ফিরলেন আওয়ামী লীগ নেতা, বিমানবন্দরে গ্রেপ্তার

পার্লামেন্টে জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় জানালেন এমপি

চিকিৎসকের ছুরিকাঘাতে আহত তরুণ মারা গেছেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত