Ajker Patrika

ব্যাটিংয়ে নামতে পারবেন না সোবহানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যাটিংয়ে নামতে পারবেন না সোবহানা

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিং করার সময় চোট পেয়ে মাঠ ছেড়েছেন বাংলাদেশ নারী দলের ব্যাটার সোবহানা মোস্তারি। মাথার নিচের অংশ চোট পাওয়া এই ব্যাটারকে স্ট্রেচারকে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল রুমে নেওয়া হয়েছে।

আজ আর ব্যাটিংয়ে নামা হচ্ছে না সোবহানার। মাথার নিচের অংশে চোট পাওয়ায় তাঁর কনকাশন-সাব নিয়েছে বাংলাদেশ। তাঁর পরিবর্তে এই মুহূর্তে ব্যাটিং করছেন মুর্শিদা খাতুন। ঘটনা ভারতের ইনিংসের শেষ ওভারে। ২০ তম ওভারে পেসার মারুফ আক্তারের প্রথম বলে ভারতীয় ব্যাটার আমানজিত কৌর হাওয়ায় ভাসিয়ে খেলেছিলেন। মিড অফ দিয়ে উড়ে যাওয়া বল দুর্দান্তভাবে তালুবন্দী করলেও মাটিতে পড়ে মাথার নিচে ব্যথা পান সোবহানা। চোট গুরুতর হওয়ায় মাঠের বাইরে নেওয়া হয় তাঁকে।

টপ অর্ডার এই ব্যাটারের জায়গায় ব্যাটিং করতে নেমেছেন মুর্শিদা। তিনে নেমে অপরাজিত আছেন ২ রানে। আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৫ রান করে ভারত। তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২১ রান। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে এগিয়ে আছে সফরকারীরা। আজ সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত