সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে সাকিব আল হাসানের যে জুড়ি মেলা ভার। টানা কয়েক ম্যাচ অফফর্মে থেকে সাকিব যখন সমালোচনায় বিদ্ধ হন, তাঁর ঘুরে দাঁড়ানোর শুরু সেখান থেকেই। জানেন প্রয়োজনের সময় কীভাবে জ্বলে উঠতে হয়। বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নিয়ে নেপালের রয়েছে ‘বিশেষ পরিকল্পনা’।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচের কোনোটিতেই সাকিব এক অঙ্কের কোটাই পের হতে পারেননি। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আউটও হয়েছেন বাজেভাবে। দুটিতেই পেসারদের শর্ট বলে উইকেট দিয়ে এসেছেন। যুক্তরাষ্ট্র পর্বে ১টি করে ম্যাচ জয় ও হারের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে আসে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে বাঁচা–মরার ম্যাচে সাকিব ৪৬ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। মেরেছেন ৯ চার। বাংলাদেশের ২৫ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন সাকিব।
সেন্ট ভিনসেন্টে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল। ম্যাচের আগে নেপালের প্রধান কোচ মন্টি দেশাই আসেন সংবাদ সম্মেলনে। সাকিবকে নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে কি না, সেই প্রশ্নের উত্তর কৌশলে দিয়েছেন দেশাই। নেপালের প্রধান কোচ বলেন, ‘টি-টোয়েন্টিতে অনেক তথ্য পাওয়া যায়। পরিকল্পনা থাকবে সবারই। বাঁহাতিদের ক্ষেত্রে সাধারণত অফ স্পিনার আনা হয়। সবই ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে বল করবে তার ভেতর ক্ষুধা থাকতে হবে (উইকেট নেওয়ার)। সাকিব আল হাসান অনেক অভিজ্ঞ। ৩০০–এর চেয়ে বেশি ম্যাচ খেলেছে। সব সংস্করণে খেলেছে। সাকিব আল হাসানের বিপক্ষে কী পরিকল্পনা রয়েছে আমি তা বলব না। তবে অবশ্যই অনেক পরিকল্পনা রয়েছে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল সেন্ট ভিনসেন্টে সমানে সমানে লড়াই করেছে নেপাল। প্রোটিয়াদের ১১৫ রানে বেঁধে রেখে শেষ বলে নেপালের জিততে দরকার হয় ২ রানের। গুলশান ঝা প্রায় সিঙ্গেল নিয়েই ফেলেছিলেন। তবে শেষ পর্যন্ত রানআউটের শিকার হলে নেপাল ১ রানে ম্যাচ হেরে যায়। তাতে সুপার এইটে ওঠার শেষ আশাটুকুও শেষ হয়ে যায় নেপালের। ৩ ম্যাচে নেপালের পয়েন্ট ৩। তবে দেশাই মনে করেন গতকালের ম্যাচটা তারা জিতেছেন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি বাঁচা-মরার ম্যাচ মনে করিয়েই ঝাঁপিয়ে পড়তে চান। প্রধান কোচ বলেন, ‘যে বার্তা ড্রেসিংরুমে ছড়িয়ে দিতে চেয়েছি, তাতে আমাদের বিশ্বাস যে গতকাল ম্যাচটা জিতেছি। বিশ্বাস করছি যে আমাদের ৩ পয়েন্ট। বাংলাদেশ ম্যাচের ওপর সুপার এইট নির্ভর করছে। এমন মানসিকতা নিয়ে যদি খেলতে পারি, জিততে পারি, তাহলে ভালো স্মৃতি নিয়ে দেশে ফিরতে পারব বলে মনে করছি।’
আরও পড়ুন:
সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে সাকিব আল হাসানের যে জুড়ি মেলা ভার। টানা কয়েক ম্যাচ অফফর্মে থেকে সাকিব যখন সমালোচনায় বিদ্ধ হন, তাঁর ঘুরে দাঁড়ানোর শুরু সেখান থেকেই। জানেন প্রয়োজনের সময় কীভাবে জ্বলে উঠতে হয়। বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নিয়ে নেপালের রয়েছে ‘বিশেষ পরিকল্পনা’।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচের কোনোটিতেই সাকিব এক অঙ্কের কোটাই পের হতে পারেননি। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আউটও হয়েছেন বাজেভাবে। দুটিতেই পেসারদের শর্ট বলে উইকেট দিয়ে এসেছেন। যুক্তরাষ্ট্র পর্বে ১টি করে ম্যাচ জয় ও হারের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে আসে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে বাঁচা–মরার ম্যাচে সাকিব ৪৬ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। মেরেছেন ৯ চার। বাংলাদেশের ২৫ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন সাকিব।
সেন্ট ভিনসেন্টে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল। ম্যাচের আগে নেপালের প্রধান কোচ মন্টি দেশাই আসেন সংবাদ সম্মেলনে। সাকিবকে নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে কি না, সেই প্রশ্নের উত্তর কৌশলে দিয়েছেন দেশাই। নেপালের প্রধান কোচ বলেন, ‘টি-টোয়েন্টিতে অনেক তথ্য পাওয়া যায়। পরিকল্পনা থাকবে সবারই। বাঁহাতিদের ক্ষেত্রে সাধারণত অফ স্পিনার আনা হয়। সবই ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে বল করবে তার ভেতর ক্ষুধা থাকতে হবে (উইকেট নেওয়ার)। সাকিব আল হাসান অনেক অভিজ্ঞ। ৩০০–এর চেয়ে বেশি ম্যাচ খেলেছে। সব সংস্করণে খেলেছে। সাকিব আল হাসানের বিপক্ষে কী পরিকল্পনা রয়েছে আমি তা বলব না। তবে অবশ্যই অনেক পরিকল্পনা রয়েছে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল সেন্ট ভিনসেন্টে সমানে সমানে লড়াই করেছে নেপাল। প্রোটিয়াদের ১১৫ রানে বেঁধে রেখে শেষ বলে নেপালের জিততে দরকার হয় ২ রানের। গুলশান ঝা প্রায় সিঙ্গেল নিয়েই ফেলেছিলেন। তবে শেষ পর্যন্ত রানআউটের শিকার হলে নেপাল ১ রানে ম্যাচ হেরে যায়। তাতে সুপার এইটে ওঠার শেষ আশাটুকুও শেষ হয়ে যায় নেপালের। ৩ ম্যাচে নেপালের পয়েন্ট ৩। তবে দেশাই মনে করেন গতকালের ম্যাচটা তারা জিতেছেন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি বাঁচা-মরার ম্যাচ মনে করিয়েই ঝাঁপিয়ে পড়তে চান। প্রধান কোচ বলেন, ‘যে বার্তা ড্রেসিংরুমে ছড়িয়ে দিতে চেয়েছি, তাতে আমাদের বিশ্বাস যে গতকাল ম্যাচটা জিতেছি। বিশ্বাস করছি যে আমাদের ৩ পয়েন্ট। বাংলাদেশ ম্যাচের ওপর সুপার এইট নির্ভর করছে। এমন মানসিকতা নিয়ে যদি খেলতে পারি, জিততে পারি, তাহলে ভালো স্মৃতি নিয়ে দেশে ফিরতে পারব বলে মনে করছি।’
আরও পড়ুন:
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৪ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৫ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৫ ঘণ্টা আগে