Ajker Patrika

বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান বোর্ডের শাস্তির মুখে আফ্রিদি

বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান বোর্ডের শাস্তির মুখে আফ্রিদি

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ শুরু হতে এখনো বাকি এক মাসের বেশি সময়। সেই সিরিজ শুরুর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শাস্তি পেতে পারেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে তেমনই ইঙ্গিত পাওয়া গেছে। 

শাহিনের সাম্প্রতিক সময়ের অসদাচরণে কোচ ও বোর্ড কর্মকর্তারা অসন্তুষ্ট বলে শোনা যাচ্ছে। পাকিস্তানের ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তানের গত রাতে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, তাঁর বিরুদ্ধে পিসিবির কঠোর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র জানিয়েছে, পাকিস্তানের বাঁহাতি পেসারের বাজে আচরণের ব্যাপারটি নজরে এসেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান দলের ইংল্যান্ড সফরে। মে মাসে হেডিংলিতে এক অনুশীলন সেশনে শাহিন একাধিক নো বল করছিলেন। ব্যাপারটি দেখার পর মোহাম্মদ ইউসুফ যখন কিছু বলেছিলেন, শাহিন তখন উত্তর দেন, ‘আমাকে এখন অনুশীলন করতে দিন। কাজের মধ্যে কথা বলবেন না।’ ইউসুফের সঙ্গে ঝগড়ার ব্যাপারে টিম ম্যানেজমেন্ট তৎক্ষণাৎ তিরস্কার করেছিল শাহিনকে। পাকিস্তানের বাঁহাতি পেসার পরে ইউসুফের কাছে ক্ষমা চাইলে ব্যাপারটি সেখানেই শেষ হয়ে যায়। 

ক্রিকেট পাকিস্তানের বরাতে সূত্র জানিয়েছে, আফ্রিদির অসদাচরণের ব্যাপারটি ম্যানেজারদের দেখার দায়িত্ব থাকলেও এড়িয়ে যাওয়ায় ব্যাপারটি নিয়ে অসন্তোষ চলছে বোর্ডের মধ্যে। কেন কড়া পদক্ষেপ নেওয়া হলো না, সে ব্যাপারে তদন্ত চলছে। শোনা যাচ্ছে, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শাহিনকে নাও বিবেচনা করতে পারে পিসিবি। 

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তান দলে এমনিতেই বইছে অশান্তির হাওয়া। ক্রিকেট পাকিস্তানের সূত্রের বরাতে আরও জানা গেছে, খেলোয়াড়দের কাজের প্রতি উদাসীনতা, দলের পরিবেশ নষ্ট করা—এসব অভিযোগ করে সাদা বলের কোচ গ্যারি কারস্টেন, সহকারী কোচ আজহার মাহমুদসহ অনেকেই প্রতিবেদন বোর্ডের কাছে জমা দিয়েছেন। অভ্যন্তরীণ ঝগড়া ও খেলোয়াড়দের শৃঙ্খলার বিষয়টি তাই পিসিবির টিম ম্যানেজমেন্টের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ৩০ আগস্ট শুরু হচ্ছে দুই দলের দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজটি আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। শোনা যাচ্ছে, শাহিনসহ আরও দুই থেকে তিন সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম
দিতে পারে পিসিবি। বাংলাদেশ সিরিজে ঘরোয়া ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পরিকল্পনা পিসিবির রয়েছে বলে জানা গেছে। রাওয়ালপিন্ডিতে খুব শিগগিরই তাদের অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে।

আরও পড়ুন-

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত