নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
চণ্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারিয়েছে ২-০ ব্যবধানে। কিন্তু হাথুরু যখন দায়িত্ব নেন, তখনো বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে অনেক কথা হচ্ছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বলেই দিয়েছেন, বাংলাদেশ দলের ড্রেসিংরুম ‘অস্বাস্থ্যকর’।
হাথুরু দ্বিতীয় ধাপেও দুই মাস হলো। এর মধ্যে তিনি কী বদল এনেছেন—এমন প্রশ্নের জবাবে আজ চট্টগ্রামে সংবাদমাধ্যমকে হাথুরু বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে কী বদলেছে? একই ক্রিকেটার আছে, একই স্কিলও। আমার মনে হয় না খুব বেশি কিছু বদলেছে, পরিবেশ কিছুটা বদলেছে ড্রেসিংরুমের মধ্যে। আমরা যেভাবে কথা বলি, যা নিয়ে কথা বলি; চেষ্টা করছি মনস্তাত্ত্বিকভাবে নির্ভার রাখতে দলকে।’
বাংলাদেশ কোচ বলেন, ‘তাদের বলেছি, শুধু ফলের জন্য, তারা ভালো খেলছে বা ব্যর্থ হচ্ছে; তাদের মূল্য কমে যাবে না। তারা একই ক্রিকেটার থাকবে, আমরা একই মানসিকতায় দেখছি, তারা মূল্যবান। আমরা তাদের নিয়েছি স্কিলের জন্যই। এটা ছাড়া কিছুই বদলায়নি, জানি না আগে কী হয়েছে; কিন্তু তাদের স্কিল একই।’
খেলোয়াড়দের মানসিকতা, অ্যাপ্রোচ, বোলিং-ব্যাটিং সব মিলিয়ে পরিবর্তন স্পষ্ট। হাথুরুর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের নতুন যুগ শুরু হলো কি না? হাথুরুর জবাব, ‘আমি এটাকে নতুন যুগ হিসেবে দেখছি না। আমরা সামনেও এভাবেই নিজেদের ক্রিকেট খেলতে চাই। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। আক্রমণাত্মক ক্রিকেটের যে ব্যাখ্যা দিয়েছি, সব সময় বলি এটার মানে এই না যে গিয়েই মারতে হবে। সব দিক থেকেই আমরা আক্রমণাত্মক। দল নির্বাচনে, ফিল্ডিং প্লেসিংয়ে, শরীরী ভাষা, ফিল্ডিংয়ে, ব্যাটিংয়ে আমরা আক্রমণাত্মক। কৌশলগতভাবে আমরা আক্রমণাত্মক থাকব।’
চণ্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারিয়েছে ২-০ ব্যবধানে। কিন্তু হাথুরু যখন দায়িত্ব নেন, তখনো বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে অনেক কথা হচ্ছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বলেই দিয়েছেন, বাংলাদেশ দলের ড্রেসিংরুম ‘অস্বাস্থ্যকর’।
হাথুরু দ্বিতীয় ধাপেও দুই মাস হলো। এর মধ্যে তিনি কী বদল এনেছেন—এমন প্রশ্নের জবাবে আজ চট্টগ্রামে সংবাদমাধ্যমকে হাথুরু বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে কী বদলেছে? একই ক্রিকেটার আছে, একই স্কিলও। আমার মনে হয় না খুব বেশি কিছু বদলেছে, পরিবেশ কিছুটা বদলেছে ড্রেসিংরুমের মধ্যে। আমরা যেভাবে কথা বলি, যা নিয়ে কথা বলি; চেষ্টা করছি মনস্তাত্ত্বিকভাবে নির্ভার রাখতে দলকে।’
বাংলাদেশ কোচ বলেন, ‘তাদের বলেছি, শুধু ফলের জন্য, তারা ভালো খেলছে বা ব্যর্থ হচ্ছে; তাদের মূল্য কমে যাবে না। তারা একই ক্রিকেটার থাকবে, আমরা একই মানসিকতায় দেখছি, তারা মূল্যবান। আমরা তাদের নিয়েছি স্কিলের জন্যই। এটা ছাড়া কিছুই বদলায়নি, জানি না আগে কী হয়েছে; কিন্তু তাদের স্কিল একই।’
খেলোয়াড়দের মানসিকতা, অ্যাপ্রোচ, বোলিং-ব্যাটিং সব মিলিয়ে পরিবর্তন স্পষ্ট। হাথুরুর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের নতুন যুগ শুরু হলো কি না? হাথুরুর জবাব, ‘আমি এটাকে নতুন যুগ হিসেবে দেখছি না। আমরা সামনেও এভাবেই নিজেদের ক্রিকেট খেলতে চাই। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। আক্রমণাত্মক ক্রিকেটের যে ব্যাখ্যা দিয়েছি, সব সময় বলি এটার মানে এই না যে গিয়েই মারতে হবে। সব দিক থেকেই আমরা আক্রমণাত্মক। দল নির্বাচনে, ফিল্ডিং প্লেসিংয়ে, শরীরী ভাষা, ফিল্ডিংয়ে, ব্যাটিংয়ে আমরা আক্রমণাত্মক। কৌশলগতভাবে আমরা আক্রমণাত্মক থাকব।’
ভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৩৭ মিনিট আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
২ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৩ ঘণ্টা আগেপ্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।
৩ ঘণ্টা আগে