Ajker Patrika

ওয়ার্নারের সহজ ক্যাচ মিসের পর বিদ্রূপের শিকার পাকিস্তানি ফিল্ডার 

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ২২: ৩৬
ওয়ার্নারের সহজ ক্যাচ মিসের পর বিদ্রূপের শিকার পাকিস্তানি ফিল্ডার 

জীবন পাওয়ার পর ডেভিড ওয়ার্নারের ভয়ংকর হওয়া তো নতুন কিছু নয়। সেঞ্চুরি তো বটেই, সেটাকেও ছাপিয়ে ইনিংস অনেক লম্বা করে থাকেন প্রায় সময়ই। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পাকিস্তান দল আজ তা ভালোমতোই বুঝতে পেরেছে। 

টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভেঙে যেতে পারত পঞ্চম ওভারে। ওভারের তৃতীয় বলে শাহিন শাহ আফ্রিদিকে তুলে মারতে গিয়ে বল সোজা ওপরে তুলে দেন ওয়ার্নার। মিড অনে দাঁড়িয়ে থাকা উসামা মির সহজ ক্যাচ মিস করেছেন। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে ক্যাচ মিস করে সামাজিক মাধ্যমে বিদ্রূপের শিকার হয়েছেন উসামা। কেউ একজন টুইট করেছেন, ‘ওয়াও। উসামা মির সহজ ক্যাচ মিস করেছেন। ডেভিড ওয়ার্নার বেঁচে গেছেন। বিশ্বকাপ অভিষেকে এ কেমন শুরু।’

কেউ কেউ তো পুরোনো ঘটনাগুলোও মনে করিয়ে দিয়েছেন। যার মধ্যে দুবাইয়ে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ম্যাথু ওয়েডের ক্যাচ মিস করেন হাসান আলী। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। টুইটারে একজন লিখেছেন, ‘২০১৫ তে রাহাত আলি, ২০১৯ সালে আসিফ আলি, ২০২১ সালে হাসান আলি আর এখন উসামা মির। আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করে থাকে। 

ওয়ার্নার আজ যখন জীবন পেয়েছেন, তখন তাঁর রান ১০। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার শেষ পর্যন্ত আউট হয়েছেন ১৬৩ রানে। বিশ্বকাপে পাঁচ সেঞ্চুরি করে ওয়ার্নার ভাগ বসিয়েছেন রিকি পন্টিংয়ের রেকর্ডে। ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পক্ষে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড পন্টিং ও ওয়ার্নারের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত