বিরাট কোহলি, রোহিত শর্মাদের যেন বছরজুড়েই থাকে ব্যস্ততা। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—সব সংস্করণেই তাঁরা একের পর এক ম্যাচ খেলে থাকেন। এবার তাঁদেরকে যেন ‘অগ্রিম সুখবর’ দিয়েই রাখল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নিয়মিত টেস্ট খেললেই তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে যাবে কোটি কোটি টাকা।
টেস্ট খেলতে প্রেরণা যোগাতে মূলত ‘টেস্ট ক্রিকেট প্রণোদনা স্কিম’ চালু করেছে বিসিসিআই। বিসিসিআই সচিব জয় শাহ গতকাল এই প্রণোদনার ঘোষণা দিয়েছেন। জয় শাহর ঘোষিত প্রণোদনা প্রকল্প তিন ভাগে ভাগ করা হয়েছে। এখানে ধরে নেওয়া হয়েছে এক মৌসুমে ভারত খেলবে ৯ টেস্ট। সর্বোচ্চ পর্যায়ের স্কিমটি হচ্ছে তৃতীয় স্কিম এবং তাতে একাদশে থাকা ক্রিকেটাররা বোনাস হিসেবে পাবেন ৪৫ লাখ রুপি করে। ৭৫ শতাংশর বেশি তথা ৭ বা তার বেশি টেস্ট যারা খেলবেন, তাদের জন্য এই স্কিম। এই স্কিমের আওতাভুক্ত কোনো ক্রিকেটার যদি বছরে ৯ টেস্টই খেলেন, তাহলে বোনাস হিসেবে পাচ্ছেন ৪ কোটি ৫ লাখ রুপি। এর সঙ্গে ম্যাচ ফি হিসেবে ১ কোটি ৩৫ লাখ রুপি (প্রতি ম্যাচের জন্য ১৫ লাখ রুপি) তো রয়েছেই। কোনোরকম ব্যত্যয় না ঘটলে টেস্টে পরিচিত মুখ কোহলি ও রোহিত। এছাড়া একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা পাবেন ২২ লাখ ৫০ হাজার রুপি করে।
৫০ শতাংশের বেশি তার মানে ৫ ও ৬ টেস্ট খেলা ক্রিকেটারদের জন্য দ্বিতীয় স্কিম। দ্বিতীয় স্কিমের আওতায় একাদশে থাকা ক্রিকেটাররা বোনাস হিসেবে পাবেন ৩০ লাখ রুপি করে। একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা ১৫ লাখ রুপি করে পাবেন। তবে প্রথম স্কিমটির আওতায় যাঁরা পড়বেন, তাদের জন্য কোনো প্রণোদনা থাকছে না। এই স্কিমের আওতায় পড়বেন ৫০ শতাংশের কম টেস্ট খেলা ক্রিকেটার। অর্থাৎ, যারা বছরে ৪ এর কম টেস্ট খেলবেন। টেস্ট প্রণোদনার ঘোষণা দিয়ে জয় শাহ নিজের এক্স হ্যান্ডলে গতকাল লেখেন, ‘ছেলেদের ক্রিকেটে ‘টেস্ট ক্রিকেট প্রণোদনা প্রকল্প’ ঘোষণা দিতে পেরে বেশ আনন্দিত আমি। এটা আমাদের ক্রিকেটারদের আর্থিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে একটা পদক্ষেপ। ২০২২-২৩ মৌসুম থেকে চালু হওয়া ‘টেস্ট ক্রিকেট প্রণোদনা প্রকল্প’ ক্রিকেটারদের বাড়তি পুরস্কার হিসেবে কাজ করবে। একই সঙ্গে তারা ১৫ লাখ ম্যাচ ফি পাবেই।’ধর্মশালায় গতকাল ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টের ফল এসেছে তিন দিনেই। ইংল্যান্ডকে ইনিংস ও ৬৪ রানে হারিয়েছে ভারত। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ভারত জিতেছে ৪-১ ব্যবধানে। তবে এই টেস্ট সিরিজে একটা ম্যাচও খেলা হয়নি কোহলির।
কদিন আগে ২০২৩-২৪ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করে বিসিসিআই। কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে শ্রেয়াস আইয়ার ও ইশান কিষাণ এই দুই ভারতীয় ক্রিকেটারের নাম কাটা গেছে। ঘরোয়া ক্রিকেট রঞ্জি ট্রফিতে না খেলার কারণেই তাদের (কিষাণ ও আইয়ার) নাম তালিকাভুক্ত করা হয়নি বলে জানা গেছে।
বিরাট কোহলি, রোহিত শর্মাদের যেন বছরজুড়েই থাকে ব্যস্ততা। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—সব সংস্করণেই তাঁরা একের পর এক ম্যাচ খেলে থাকেন। এবার তাঁদেরকে যেন ‘অগ্রিম সুখবর’ দিয়েই রাখল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নিয়মিত টেস্ট খেললেই তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে যাবে কোটি কোটি টাকা।
টেস্ট খেলতে প্রেরণা যোগাতে মূলত ‘টেস্ট ক্রিকেট প্রণোদনা স্কিম’ চালু করেছে বিসিসিআই। বিসিসিআই সচিব জয় শাহ গতকাল এই প্রণোদনার ঘোষণা দিয়েছেন। জয় শাহর ঘোষিত প্রণোদনা প্রকল্প তিন ভাগে ভাগ করা হয়েছে। এখানে ধরে নেওয়া হয়েছে এক মৌসুমে ভারত খেলবে ৯ টেস্ট। সর্বোচ্চ পর্যায়ের স্কিমটি হচ্ছে তৃতীয় স্কিম এবং তাতে একাদশে থাকা ক্রিকেটাররা বোনাস হিসেবে পাবেন ৪৫ লাখ রুপি করে। ৭৫ শতাংশর বেশি তথা ৭ বা তার বেশি টেস্ট যারা খেলবেন, তাদের জন্য এই স্কিম। এই স্কিমের আওতাভুক্ত কোনো ক্রিকেটার যদি বছরে ৯ টেস্টই খেলেন, তাহলে বোনাস হিসেবে পাচ্ছেন ৪ কোটি ৫ লাখ রুপি। এর সঙ্গে ম্যাচ ফি হিসেবে ১ কোটি ৩৫ লাখ রুপি (প্রতি ম্যাচের জন্য ১৫ লাখ রুপি) তো রয়েছেই। কোনোরকম ব্যত্যয় না ঘটলে টেস্টে পরিচিত মুখ কোহলি ও রোহিত। এছাড়া একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা পাবেন ২২ লাখ ৫০ হাজার রুপি করে।
৫০ শতাংশের বেশি তার মানে ৫ ও ৬ টেস্ট খেলা ক্রিকেটারদের জন্য দ্বিতীয় স্কিম। দ্বিতীয় স্কিমের আওতায় একাদশে থাকা ক্রিকেটাররা বোনাস হিসেবে পাবেন ৩০ লাখ রুপি করে। একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা ১৫ লাখ রুপি করে পাবেন। তবে প্রথম স্কিমটির আওতায় যাঁরা পড়বেন, তাদের জন্য কোনো প্রণোদনা থাকছে না। এই স্কিমের আওতায় পড়বেন ৫০ শতাংশের কম টেস্ট খেলা ক্রিকেটার। অর্থাৎ, যারা বছরে ৪ এর কম টেস্ট খেলবেন। টেস্ট প্রণোদনার ঘোষণা দিয়ে জয় শাহ নিজের এক্স হ্যান্ডলে গতকাল লেখেন, ‘ছেলেদের ক্রিকেটে ‘টেস্ট ক্রিকেট প্রণোদনা প্রকল্প’ ঘোষণা দিতে পেরে বেশ আনন্দিত আমি। এটা আমাদের ক্রিকেটারদের আর্থিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে একটা পদক্ষেপ। ২০২২-২৩ মৌসুম থেকে চালু হওয়া ‘টেস্ট ক্রিকেট প্রণোদনা প্রকল্প’ ক্রিকেটারদের বাড়তি পুরস্কার হিসেবে কাজ করবে। একই সঙ্গে তারা ১৫ লাখ ম্যাচ ফি পাবেই।’ধর্মশালায় গতকাল ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টের ফল এসেছে তিন দিনেই। ইংল্যান্ডকে ইনিংস ও ৬৪ রানে হারিয়েছে ভারত। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ভারত জিতেছে ৪-১ ব্যবধানে। তবে এই টেস্ট সিরিজে একটা ম্যাচও খেলা হয়নি কোহলির।
কদিন আগে ২০২৩-২৪ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করে বিসিসিআই। কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে শ্রেয়াস আইয়ার ও ইশান কিষাণ এই দুই ভারতীয় ক্রিকেটারের নাম কাটা গেছে। ঘরোয়া ক্রিকেট রঞ্জি ট্রফিতে না খেলার কারণেই তাদের (কিষাণ ও আইয়ার) নাম তালিকাভুক্ত করা হয়নি বলে জানা গেছে।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৯ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১০ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১১ ঘণ্টা আগে