Ajker Patrika

৩ ম্যাচ নিষেধাজ্ঞা আর ৫ লাখ টাকা জরিমানা সাকিবের

ক্রীড়া প্রতিবেদক
৩ ম্যাচ নিষেধাজ্ঞা আর ৫ লাখ টাকা জরিমানা সাকিবের

ঢাকা: আম্পায়ারের সঙ্গে তর্ক, প্রতিপক্ষ কোচের সঙ্গে কথা-কাটাকাটি এবং লাথি মেরে স্টাম্প ভেঙে বড় শাস্তিই পেয়েছেন সাকিব আল হাসান। আজ সারা দিনের কৌতূহলের পর সন্ধ্যায় সাকিবের শাস্তি নিয়ে কথা বলেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। তিনি জানিয়েছেন, সাকিবকে ৫ লাখ টাকা জরিমানা ও ৩ ম্যাচের বহিষ্কারাদেশ দিয়েছেন ম্যাচ রেফারি।

সাকিব এ শাস্তি মেনে নিয়েছেন। এ ঘটনায় তাই কোনো শুনানির প্রয়োজন নেই। সাকিব লেভেল-৩ আচরণবিধি ভেঙেছেন বলে জানিয়েছেন কাজী ইনাম। সাকিবের শাস্তি ঘোষণার আগে এক দফা নাটক হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় ধানমন্ডিতে সংবাদ সম্মেলন ডেকেছিলেন বিসিবির সিসিডিএম প্রধান কাজী ইনাম আহমেদ। কিন্তু ৭টা বাজার একটু আগেই সে সংবাদ সম্মেলন বাতিল করা হয়। পরে গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসভবনে ডাকা সংবাদ সম্মেলনে কাজী ইনাম বলেন, ‘স্টাম্প ভেঙে সাকিব লেভেল–৩ আচরণবিধি ভেঙেছেন। সাকিব শাস্তি মেনে নেওয়ায় কোনো শুনানি হবে না।’ কেন এই ঘটনা হয়েছে সেটির তদন্তও হবে বলে জানিয়েছেন কাজী ইনাম, ‘ঘটনা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন বিসিবি সভাপতি।’

সংবাদ সম্মেলনে সিসিডিএম চেয়ারম্যানের সঙ্গে ছিলেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। সাকিবের এই ঘটনা ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে মনে করেন জালাল ইউনুস। সামনে এ জাতীয় ঘটনা হলে খেলোয়াড়দের আচরণবিধি নিয়ে ক্লাসের ব্যবস্থা নেওয়ার কথাও জানান জালাল ইউনুস।

খেলোয়াড়ি জীবনে একাধিকবার নিষেধাজ্ঞায় পড়েছেন সাকিব। গত সাত বছরে বিসিবিই তাঁকে নিষিদ্ধ করছে অন্তত তিনবার! ২০১৯ সালের অক্টোবরে আইসিসিই সাকিবকে নিষিদ্ধ করল এক বছর। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার এক বছর না পেরোতেই আবার নিষিদ্ধ হতে হলো তাঁকে! এবার অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে নয়, শুধু ঘরোয়া ক্রিকেটে।

সময়টা আসলেই ভালো যাচ্ছে না সাকিবের। আইসিসির নিষেধাজ্ঞা থেকে ফেরার পর থেকে তাঁর ব্যাট কথা বলতে ভুলে গেছে! ঘরের মাঠে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই পুরোনো রূপে ফিরে আসার ইঙ্গিত দিলেও সাকিব এরপর থেকেই আছেন নিজের ছায়া হয়ে। মার্চে আইপিএলে ভালো করতে পারেননি। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজেও বলার মতো কিছু করতে পারেননি। ডিপিএলেও এখনো ছন্দে ফিরতে পারেননি সাকিব।

সাকিব অবশ্য পরশু আবাহনীর বিপক্ষে ম্যাচে ছন্দ ফিরে পাওয়া ইঙ্গিত দিয়েছিলেন ৩৭ রান করে। সেই পারফরম্যান্স পরে আড়াল হয়ে গেল বিতর্কিত ঘটনায়। এখন তো নিষিদ্ধই হলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত