Ajker Patrika

আইপিএল ছেড়ে হঠাৎ দেশে ফিরলেন প্রোটিয়া তারকা, কারণ কী

ক্রীড়া ডেস্ক    
আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন রাবাদা। ছবি: এক্স
আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন রাবাদা। ছবি: এক্স

আইপিএলের মাঝপথেই ধাক্কা খেল গুজরাট টাইটান্স। দলটির হয়ে পুরো মৌসুম খেলার কথা ছিল কাগিসো রাবাদার। কিন্তু দুই ম্যাচ খেলেই দেশে ফিরে গেছেন তিনি। ফিরবেন কবে তা জানানো হয়নি।

গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮ উইকেটে হারিয়েছে গুজরাট। সেই ম্যাচে খেলেননি রাবাদা। এর পেছনে ব্যক্তিগত কারণের কথাই বলেছিলেন গুজরাটের অধিনায়ক শুভমান গিল। তাই কেবল তিন বিদেশি নিয়েই খেলতে নামে গুজরাট।

এক বিবৃতিতে গুজরাট জানায়, ‘গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন রাবাদা।’

নিলাম থেকে এবার ১০ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে রাবাদাকে দলে ভেড়ায় গুজরাট। যদিও প্রথম দুই ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি এই প্রোটিয়া পেসার। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪১ রান খরচে নেন এক উইকেট। দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও তাঁর শিকার এক উইকেট, তবে বিলিয়ে দেন ৪২ রান।

নিয়মিত একাদশে থাকা জস বাটলার, শেরফান রাদারফোর্ড ও রশিদ খানের বাইরে গুজরাটে বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন গ্লেন ফিলিপস ও জেরাল্ড কুটসিয়া। দুজনই এখনো খেলার সুযোগ পাননি এবারের আসরে। কুটসিয়া অবশ্য চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি।

তিন ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে চারে আছেন গুজরাট। পরের ম্যাচে আগামী ৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত