Ajker Patrika

ইমরানের পছন্দে পিসিবির চেয়ারম্যান হচ্ছেন রমিজ!

ইমরানের পছন্দে পিসিবির চেয়ারম্যান হচ্ছেন রমিজ!

এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এহসান মানি। ২৫ আগস্ট তাঁর মেয়াদ শেষ হবে। শোনা যাচ্ছে, পিসিবির পরবর্তী চেয়ারম্যান হওয়ার পথে এগিয়ে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা। 

পিসিবির চিফ প্যাট্রন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান এহসান মানির উত্তরসূরি হিসেবে বেছে নিতে চাইছেন তাঁর সাবেক সতীর্থ রমিজকে। আরও একজনের নামও নাকি বিবেচনায় রেখেছেন ইমরান। পাকিস্তান সংবাদমাধ্যমের খবর, প্রধানমন্ত্রী ইমরান খান পিসিবির কার্যনির্বাহী কমিটির কাছে চেয়ারম্যান হিসেবে দুটি নাম পাঠাবেন। তারাই ঠিক করবেন ভবিষ্যতে কে পিসিবির চেয়ারম্যান হতে যাচ্ছেন। দুটি নামের একটি রমিজ। যদিও পুরো বিষয়টি এখনো নিশ্চিত নয়। 

প্রথমে বর্তমান চেয়ারম্যান এহসান মানি ও আসাদ আলী নামের একজন সাবেক সরকারি কর্মকর্তার নাম সামনে আসে। পরে অবশ্য ইমরানের ইচ্ছায় পরিস্থিতি বদলে যায়। খবর অনুযায়ী, এহসান মানি নাকি বয়স ও স্বাস্থ্যগত কারণে এ দায়িত্বে আর থাকতে চাচ্ছেন না। তা ছাড়া আন্তর্জাতিক অঙ্গনে রমিজের যোগাযোগও ভালো। অনেকেই তাই ধারাভাষ্যকর ও বিশ্বকাপজয়ী রমিজকেই এগিয়ে রাখছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত