জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বিরাট কোহলি। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়লেন ৩৩ বছর বয়সী ডানহাতি ব্যাটার।
আজ গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৮ বলে অপরাজিত ৪৯ ইনিংস খেলেন কোহলি। এই ম্যাচে ব্যাটিংয়ে নামার আগে তার রান ছিল ১০ হাজার ৯৮১ রান। আজকের ইনিংসের পর সাবেক ভারতীয় অধিনায়কের নামের পাশে এখন টি-টোয়েন্টিতে ১১ হাজার ৩০ রান। এ রান করতে বিরাট খেলেছেন ৩৫৪ ম্যাচ। এর মধ্যে ভারতের জার্সি গায়ে ১০৯ ম্যাচে করেছেন ৩ হাজার ৭১২ রান।
তার পরেই আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। যিনি ৪০০ ম্যাচে সংগ্রহ করেছেন ১০ হাজার ৫৮৭ রান। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহের তালিকায় সবার শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচে ক্যারিবিয়ান তারকার মোট রান ১৪ হাজার ৫৬২। এ ছাড়া কাইরন পোলার্ড ও শোয়েব মালিক কোহলির চেয়ে এগিয়ে আছেন।
প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ২২৭ রান করেছে। ওপেনার লোকেশ রাহুল ২৮ বলে করেন ৫৭ রান। সূর্যকুমার যাদবের ব্যাট থেকে আসে ২২ বলে ৬১ রান। শেষদিকে ৭ বলে ১৭ রানের ক্যামিও উপহার দেন দিনেশ কার্তিক। ৪৩ রান করেন অধিনায়ক ও ওপেনার রোহিত।
জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বিরাট কোহলি। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়লেন ৩৩ বছর বয়সী ডানহাতি ব্যাটার।
আজ গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৮ বলে অপরাজিত ৪৯ ইনিংস খেলেন কোহলি। এই ম্যাচে ব্যাটিংয়ে নামার আগে তার রান ছিল ১০ হাজার ৯৮১ রান। আজকের ইনিংসের পর সাবেক ভারতীয় অধিনায়কের নামের পাশে এখন টি-টোয়েন্টিতে ১১ হাজার ৩০ রান। এ রান করতে বিরাট খেলেছেন ৩৫৪ ম্যাচ। এর মধ্যে ভারতের জার্সি গায়ে ১০৯ ম্যাচে করেছেন ৩ হাজার ৭১২ রান।
তার পরেই আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। যিনি ৪০০ ম্যাচে সংগ্রহ করেছেন ১০ হাজার ৫৮৭ রান। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহের তালিকায় সবার শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচে ক্যারিবিয়ান তারকার মোট রান ১৪ হাজার ৫৬২। এ ছাড়া কাইরন পোলার্ড ও শোয়েব মালিক কোহলির চেয়ে এগিয়ে আছেন।
প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ২২৭ রান করেছে। ওপেনার লোকেশ রাহুল ২৮ বলে করেন ৫৭ রান। সূর্যকুমার যাদবের ব্যাট থেকে আসে ২২ বলে ৬১ রান। শেষদিকে ৭ বলে ১৭ রানের ক্যামিও উপহার দেন দিনেশ কার্তিক। ৪৩ রান করেন অধিনায়ক ও ওপেনার রোহিত।
টেস্ট থেকে ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি অবসর নিলেন এক সপ্তাহের মধ্যে। দুজনেই সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন সামাজিক মাধ্যমে। রোহিত-কোহলির অবসরের কথা বলতে গিয়ে রবিচন্দ্রন অশ্বিন উল্লেখ করেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের নাম।
৫ মিনিট আগেবর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার মার্তা জিতেছেন ছয়বার। ব্যক্তিগত পুরস্কারের ভান্ডারও পরিপূর্ণ। তবে কখনো ফুটবল বিশ্বকাপ বা অলিম্পিকে জেতা হয়নি স্বর্ণপদক। সবশেষ অলিম্পিক ফাইনালে উঠেও শিরোপা না ছোঁয়ার আক্ষেপে পুড়তে হয় ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারকে। তারপরই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন।
১৭ মিনিট আগেবাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ২০২৩ সালে আইসিসির মাসসেরার পুরস্কার পেয়েছিলেন সাকিব আল হাসান। পরের দুই বছরে কত সময় গড়িয়ে গেছে। অবশেষে মেহেদী হাসান মিরাজকে দিয়ে ফুরোল বাংলাদেশের অপেক্ষা।
২ ঘণ্টা আগেদুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল ফুটবল দল। ২০০২ সালে পঞ্চম বিশ্বকাপ জয়ের পর আর কখনো ফাইনালেই উঠতে পারেনি সেলেসাওরা। হেক্সা মিশনের লক্ষ্যে নেমে কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনালেই থেমে যাচ্ছে ব্রাজিলের পথচলা।
৩ ঘণ্টা আগে