Ajker Patrika

প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে ১১ হাজার রান কোহলির

প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে ১১ হাজার রান কোহলির

জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বিরাট কোহলি। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়লেন ৩৩ বছর বয়সী ডানহাতি ব্যাটার। 

আজ গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৮ বলে অপরাজিত ৪৯ ইনিংস খেলেন কোহলি। এই ম্যাচে ব্যাটিংয়ে নামার আগে তার রান ছিল ১০ হাজার ৯৮১ রান। আজকের ইনিংসের পর সাবেক ভারতীয় অধিনায়কের নামের পাশে এখন টি-টোয়েন্টিতে ১১ হাজার ৩০ রান। এ রান করতে বিরাট খেলেছেন ৩৫৪ ম্যাচ। এর মধ্যে ভারতের জার্সি গায়ে ১০৯ ম্যাচে করেছেন ৩ হাজার ৭১২ রান। 

তার পরেই আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। যিনি ৪০০ ম্যাচে সংগ্রহ করেছেন ১০ হাজার ৫৮৭ রান। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহের তালিকায় সবার শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচে ক্যারিবিয়ান তারকার মোট রান ১৪ হাজার ৫৬২। এ ছাড়া কাইরন পোলার্ড ও শোয়েব মালিক কোহলির চেয়ে এগিয়ে আছেন। 

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ২২৭ রান করেছে। ওপেনার লোকেশ রাহুল ২৮ বলে করেন ৫৭ রান। সূর্যকুমার যাদবের ব্যাট থেকে আসে ২২ বলে ৬১ রান। শেষদিকে ৭ বলে ১৭ রানের ক্যামিও উপহার দেন দিনেশ কার্তিক। ৪৩ রান করেন অধিনায়ক ও ওপেনার রোহিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত