Ajker Patrika

সাকিবের অনুশীলনে জৈব সুরক্ষাবলয় ভঙ্গ, বিসিবির তদন্ত

নিজস্ব প্রতিবেদক
সাকিবের অনুশীলনে জৈব সুরক্ষাবলয় ভঙ্গ, বিসিবির তদন্ত

ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন করতে বিসিবি প্রায় ছয় কোটি টাকা খরচ করে জৈব সুরক্ষাবলয় তৈরি করেছে। মিরপুরে কাল মোহোমেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাকিব আল হাসানের অনুশীলনে ঘটেছে এই জৈব সুরক্ষাবলয় ভাঙার ঘটনা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বিসিবি ও সিসিডিএম।

কাল বিকেলে মিরপুরের ইনডোরে অনুশীলনে এসেছিলেন সাকিব। যদিও এদিন মোহমেডানের অনুশীলন ছিল না। সতীর্থ রুয়েল আহমেদসহ কয়েকজন নেট বোলার নিয়ে অনুশীলন করেন সাকিব। ইনডোরে সাকিবের ব্যাটিং অনুশীলনের সময় দেখা যায় সাদা শার্ট পরা এক তরুণ মাঠে ঢুকে পড়েছেন। তিনি সাকিবের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। বিষয়টি সংবাদমাধ্যমের নজরে এলে তাঁকে দ্রুত বের করে দেওয়া হয়।

কঠিন জৈব সুরক্ষাবলয়ে কীভাবে একজন বহিরাগত মাঠে ঢুকে পড়ল, সেটা নিয়েই বিতর্কটা তৈরি হয়েছে। সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ আজ বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলেছেন, ‘এই ঘটনাটি সিসিডিএম ও বিসিবি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে। আমাদের কাছে খেলোয়াড়, কর্মকর্তাদের স্বাস্থ্য সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কঠিন জৈব সুরক্ষাবলয় নিশ্চিত করতে আমরা অনেক ব্যয় করেছি। এই ঘটনায় আমরা হতাশ হয়েছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত