Ajker Patrika

বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে অদ্ভুত নিয়ম আইসিসির

বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে অদ্ভুত নিয়ম আইসিসির

টি­-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর ১৮ দিন বাকি। এরপরেই শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ২০ দলের লড়াই। দল সংখ্যায় যা যেকোনো সংস্করণ মিলিয়ে সবচেয়ে বড় বিশ্বকাপ। 

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া বিশ্বকাপের সময় ঘনিয়ে আসায় তাই সবকিছু চূড়ান্ত করে নিচ্ছে আইসিসি। সেই ধারাবাহিকতায় এবার জানা গেছে দ্বিতীয় সেমিফাইনালের জন্য নাকি রিজার্ভ ডে রাখেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এমনটিই নিজেদের প্রতিবেদন জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। 

বাংলাদেশ সময় অনুযায়ী ২৭ জুন রাত ৯টায় দ্বিতীয় সেমিফাইনাল হবে গায়ানায়। শেষ চারের ম্যাচটির জন্য রিজার্ভ ডে না রাখলেও খেলা শেষ করতে বাড়তি সময় রেখেছে আইসিসি। যদি গায়ানায় ম্যাচ চলাকালীন সময় কখনো বৃষ্টি আসে তাহলে খেলা শেষ করতে বাড়তি ২৫০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে পারবেন আম্পায়াররা। রিজার্ভ ডে না থাকার মূল কারণ হচ্ছে দ্বিতীয় সেমিফাইনালের এক দিন পরেই ফাইনাল। 

রিজার্ভ ডে রাখতে গেলে ফাইনাল খেলার আগে কোনো বিশ্রাম পায় না দ্বিতীয় সেমির জয়ী দলের খেলোয়াড়েরা। আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ৯টায় বিশ্বকাপের ফাইনাল বার্বাডোজে। দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলকে ফাইনাল খেলতে গায়ানা থেকে ৯২৮ কি.মি. পথ পাড়ি দিয়ে বার্বাডোজে পৌঁছাতে হবে। তবে প্রথম সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে আছে। বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ২৭ জুন ভোর সাড়ে ছয়টায় ত্রিনিদাদে প্রথম সেমির ম্যাচ হবে। সেদিন ম্যাচে বৃষ্টি আসলে পরের দিন খেলা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত