Ajker Patrika

মুম্বাই-দিল্লি ‘গোলমালে’ অধিনায়কত্ব ছেড়েছেন কোহলি! 

মুম্বাই-দিল্লি ‘গোলমালে’ অধিনায়কত্ব ছেড়েছেন কোহলি! 

বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে না পারার ব্যর্থতা মাথায় নিয়ে ভারত টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি। ব্যর্থতার কারণ হিসেবে টেনেছেন মাসের পর মাস জৈব সুরক্ষা বলয়ে থাকার ক্লান্তি। কোহলির নেতৃত্ব ছাড়ার পেছনে অবশ্য অনেক কারণ খুঁজে পাচ্ছেন সাবেক ক্রিকেটারেরা। কেউ কেউ বলছেন ড্রেসিং রুমে বিভক্তি সামাল দিতে না পেরেই নেতৃত্ব ছেড়েছেন কোহলি। 

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়বেন, বিশ্বকাপের আগেই এমন ঘোষণা দিয়ে রেখেছিলেন কোহলি। একই সঙ্গে ঘোষণা দিয়ে রেখেছিলেন আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্ব ছাড়ার । কোহলিকে বিদায়ী কোনো উপহার দিতে পারেননি সতীর্থরা। আসরের সবচেয়ে ফেবারিট  তকমা মাথায় নিয়ে শেষ চারে খেলতে পারেনি ভারত। 

ড্রেসিংরুমে সতীর্থদের কাছ থেকে প্রাপ্য মর্যাদা পাচ্ছেন না কোহলি, নিউজিল্যান্ডের কাছে ভারতের ৮ উইকেটে হারের পর এমন ইঙ্গিত করেছিলেন পাকিস্তানি সাবেক পেসার শোয়েব আখতার। এবার একই দেশের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদও বলেছেন, ভারতের ড্রেসিংরুম দুই ভাগে বিভক্ত। 

জিও চ্যানেলকে মুশতাক আহমেদ বলেছেন, ‘যখন একজন সফল অধিনায়ক বলে সে আর অধিনায়কত্ব করতে চায় না তখন বুঝতে হবে দলের ভেতর কোনো সমস্যা আছে। আমি দেখতে পাচ্ছি ভারতের ড্রেসিংরুম এখন মুম্বাই-দিল্লি খেলোয়াড়দের কারণে দুই ভাগে বিভক্ত।’

অধিনায়কত্ব ছাড়ার পর কোহলি খুব দ্রুত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকেও বিদায় বলবেন, এমনটাই ধারণা মুশতাকের। বলেছেন,‘কোহলি হয়তো অদূর ভবিষ্যতে আর তার দেশের হয়ে টি-টোয়েন্টি খেলবে না। আইপিএলে খেলা হয়তো চালিয়ে যাবে। আমার মনে হয় ভারতের হয়ে টি-টোয়েন্টিতে তার আর দেওয়ার কিছুই নেই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত