Ajker Patrika

ধর্ষণের অভিযোগে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার লঙ্কান অলরাউন্ডার

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১১: ১৫
ধর্ষণের অভিযোগে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার লঙ্কান অলরাউন্ডার

ধর্ষণের অভিযোগে শনিবার সিডনিতে গ্রেপ্তার হয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার আনুশকা গুনাথিলাকা। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই অলরাউন্ডারের ওপর সম্মতি ছাড়াই যৌন সংসর্গের চারটি অভিযোগ এনেছে অস্ট্রেলিয়ান পুলিশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কা স্কোয়াডের সঙ্গে অস্ট্রেলিয়ায় যান গুনাথিলাকা। তবে তিন সপ্তাহ আগে চোটে পড়েন তিনি। ৩১ বছর বয়সী এই বাঁহাতি ওপেনারের পরিবর্তে দলে নেওয়া হয় আশেন বান্দারাকে। তবে গুনাথিলাকাকে ঘরে ফেরত না পাঠিয়ে স্কোয়াডের সঙ্গেই রেখে দেয় টিম ম্যানেজমেন্ট।

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়ায় রোববার সকালে গুনাথিলাকাকে রেখেই অস্ট্রেলিয়া ছাড়ে শ্রীলঙ্কা। গত শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর বিশ্বকাপ অভিযান শেষ হয় তাদের।

২৯ বছর বয়সী এক নারীর দায়ের করা যৌন নিপীড়নের অভিযোগে সিডনির এক হোটেল থেকে গ্রেপ্তার করা হয় গুনাথিলাকাকে। অভিযোগে জানানো হয়, গুনাথিলাকা কয়েক দিন আগে এক অনলাইন ডেটিং অ্যাপ্লিকেশনে ওই নারীর সঙ্গে যোগাযোগ করেন। আর ২ নভেম্বর সন্ধ্যায় যৌন নিপীড়ন করেন।

তদন্তের অংশ হিসেবে গতকাল ঘটনাস্থল রোজ বে পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে বিশেষজ্ঞ পুলিশ। আরও তদন্তের জন্য তারা সিডনির সাসেক্স স্ট্রিটের এক হোটেল থেকে গুনাথিলাকাকে গ্রেপ্তার করে। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে নিউ সাউথ ওয়েলস পুলিশ।

পুলিশ জানায়, ‘তাকে (গুনাথিলাকা) সম্মতি ছাড়া চারটি যৌন সংসর্গের অভিযোগে সিডনি সিটি পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। এই শ্রীলঙ্কান নাগরিককে এখনো জামিন দেওয়া হয়নি।’

গুনাথিলাকা শ্রীলঙ্কার হয়ে ৮টি টেস্ট, ৪৭টি ওয়ানডে ও ৪৬টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

সাদাপাথর লুট: ৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত