Ajker Patrika

মাঠে থেকেই বিসিবি পরিচালক দেখলেন শান্তদের রোগ কোথায়

নিজস্ব প্রতিবেদক, চেন্নাই থেকে
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ১০
মাঠে থেকেই বিসিবি পরিচালক দেখলেন শান্তদের রোগ কোথায়

এত দিন খেলাটা দেখেছেন ক্রিকেট বিশ্লেষক কিংবা ক্রিকেটারদের ‘গুরু’ হিসেবে। এবার নাজমুল আবেদীন ফাহিম বাংলাদেশের টেস্ট দেখলেন বিসিবির একজন পরিচালক হিসেবে। চেন্নাইয়ে তাঁর সঙ্গে ছিলেন নির্বাচক হান্নান সরকার। দুজনের একসঙ্গে বসে খেলা দেখার একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসছে।

সেই ছবিতে নির্বাচক হান্নানের মুখে চওড়া হাসিই দেখা গেল। নির্বাচকের মুখে হাসি থাকলেও বাংলাদেশের হাসি কেড়ে নিয়েছে ভারতীয় দল। চেন্নাই টেস্টে সফরকারীদের সঙ্গী হয়েছে বড় ব্যবধানের হার।

ম্যাচের পর বিসিবি পরিচালক ফাহিম বললেন, ‘ম্যাচের ফল হিসাব করলে খুব হতাশার। সম্প্রতি পাকিস্তানে যেভাবে খেলে সাফল্য পেয়েছি, সে হিসাবে এমন পরাজয় খুবই হতাশার। ভারত খুব শক্তিশালী দল। ওদের শক্তির তুলনায় আমরা যথেষ্ট পিছিয়ে আছি সত্যি। তবে আমাদের সেরাটা দিতেও ব্যর্থ হয়েছি। প্রথম দিনের শেষ সেশনে খুব বাজে বোলিং করে তুলনামূলক রান বেশি দিয়ে ফেলেছি। সেখান থেকে শুরুর ছন্দটা হারিয়ে ফেলেছি। আমাদের ছন্দ ধরে রেখে খেলা উচিত ছিল।’

এই আক্রমণের বিপরীতে বাংলাদেশ যতটা প্রতিক্রিয়া, বিশেষত ইতিবাচক ইনটেন্ট দেখাতে পেরেছে, সেটা একটা অভিজ্ঞতা হিসেবে দেখছেন ফাহিম, ‘এ রকম শক্তিশালী দলের বিপক্ষে খেলা দারুণ অভিজ্ঞতা বাংলাদেশের জন্য। আক্রমণাত্মক বোলিংয়ের বিপক্ষে অভ্যস্ততা থাকা জরুরি। যেভাবে চ্যালেঞ্জটা আসে বোলারদের কাছ থেকে, সেটা মোকাবিলা করার মতো মানসিক স্কিল, শারীরিক স্কিলে কিছুটা ঘাটতি আছে আমাদের। এসব নিয়ে কাজ করতে হবে।’

এর সঙ্গে ফাহিম আরও যোগ করলেন, ‘আমরা যদি হঠাৎ প্রত্যাশা করি চ্যালেঞ্জের মুখে পড়ে কোনোভাবে পার পেয়ে যাব, ব্যাপারটা সহজ নয়। আমাদের গোড়া থেকে কাজ শুরু করতে হবে। দুর্বল জায়গাগুলোয় কাজ করতে হবে, যেন পরের চ্যালেঞ্জগুলোর জবাব দিতে পারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত