Ajker Patrika

পাকিস্তান সফরে যেতে চাচ্ছেন না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ১৯
পাকিস্তান সফরে যেতে চাচ্ছেন না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

সাম্প্রতিক সময়ে লাহোরে বোমা হামলার ঘটনায় অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর নিয়ে আগেই শঙ্কা তৈরি হয়েছিল। এবার জানা গেল, নিরাপত্তার কারণে বেশ কজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার পাকিস্তান সফরে যেতে চাচ্ছেন না।

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে যাওয়ার কথা অস্ট্রেলিয়ার। এই সফরে তিনটি টেস্ট, সমসংখ্যক ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা আছে। আগামী ৩ মার্চ থেকে পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরুর কথা থাকলেও নিরাপত্তার কারণে সেটি এখন অনিশ্চিত।

পাকিস্তান সফরের নিরাপত্তা-সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেছেন জশ হ্যাজলউড। এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ান এই পেসার বলেন, ‘এখনো অনেক আলোচনা চলছে। ক্রিকেটারদের মধ্যে অনেকে নিরাপত্তা নিয়ে চিন্তিত। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। যদি বেশ কজন পাকিস্তান সফরে না যায় তবে আমি অবাক হব না।’

ক্রিকেটাররা এমন সিদ্ধান্ত নিলে সেটিকে ইতিবাচক বলছেন হ্যাজলউড। তিনি বলেন, ‘ক্রিকেটারদেরও পরিবার রয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্তকে সম্মান করা উচিত। এর মধ্যে নেতিবাচক কিছু নেই।’

পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনায় ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এক সপ্তাহ আগেই সিডনি মর্নিং হেরাল্ডকে ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি সূত্র জানিয়েছিল, পাকিস্তান সফর নিয়ে তাদের সবকিছু ঠিকঠাক ছিল। সম্প্রতি দেশটিতে বোমা হামলার কথা শুনে ক্রিকেটাররা ভয় পেয়ে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত